অনার্স-মাস্টার্স কোর্সে কর্মরত শিক্ষকদের এমপিওভূক্তির দাবিতে সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট: জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত বেসরকারী কলেজ সমূহে অনার্স-মাস্টার্স কোর্সে কর্মরত শিক্ষকদের প্রচলিত জনবল কাঠামোতে অন্তর্ভূক্ত করে এমপিওভূক্তির দাবী জানিয়ে বরিশালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে স্বাধীনতা অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে তাঁরা প্রচলিত জনবল কাঠামোতে অন্তর্ভূক্ত করে এমপিওভূক্তির দাবী জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের বরিশালের আহবায়ক অধ্যাপক মোকলেসুর রাহমান মনি। লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশের প্রতন্ত অঞ্চলে উচ্চ শিক্ষা বিস্তারের লক্ষে ১৯৯৩ সালে সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বেসরকারি কলেজ সমুহে অর্নাস-মাস্টার্স কোর্স চালু করে। বিগত ২৬ বছর ধরে অনার্স-মাস্টার্স কোর্স চালুক পর সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শিক্ষক নিয়োগ দিয়ে যাচ্ছে। তবে এসকল শিক্ষকদের জনবল কাঠামোতে অন্তভূক্ত করা হয়নি। তিনি বলেন, বাংলাদেশে প্রায় ১৭৫ টি এমপিওভুক্ত কলেজে অনার্স-মাস্টার্স কোর্স চালু রয়েছে। এর মধ্যে বরিশাল বিভাগে ২৭ টি কলেজে প্রায় এক হাজার শিক্ষক পাঠদান করছে। এসকল শিক্ষকরা মাত্র দুই হাজার পাঁচ শত টাতা থেকে তিন হাজার টাকা সন্মানী পাচ্ছে। যা দিয়ে একজন শিক্ষকের পরিবার পরিজন নিয়ে বসবাস করা সম্ভব নয়। নবম ও দশম জাতীয় সংসদেও শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এর সুপারিশ এবং সংশ্লিষ্ট মন্ত্রীর আশ্বাসের পরও আমাদের দাবী বাস্তবায়নে কেউ এগিয়ে আসেনি। পরবর্তীতে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রীট পিটিশন করা হয়। এর পেক্ষিত্রে হাইকোর্ট গত ২০১৭ সালের ২৪ আগষ্ট রীটের রায় প্রদান করে এমপিওভূক্তির নির্দেশ দেন। রায় অনুযায়ী আবেদনকারীদের জনবল কাঠমোতে অন্তভূক্ত করে এক মাসের মধ্যে নিস্পত্তি করার নির্দেশ দেয়া হয়। ওই নির্দেশনার পেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ২০১৮ সালের ১৭ মে জানান জনবল কাঠামোতে অন্তর্ভূক্ত না থাকায় এদের এমপিও ভূক্ত করা সম্ভব নয়। সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষকরা জানান, অনেক বেসরকারী কলেজের শিক্ষকরা শিক্ষাকতা করে বেতন ভাতা না পাওয়ায় অনেকেই খন্ডকালী কাজ করে নিজেদের জীবিকা র্নিবাহ করছে। পাশাপাশি শিক্ষকতা করে তারা অটো, ও শ্রমিককের কাজ করতে বাধ্য হচ্ছে। এসময় সংবাদ সমম্মেলনের মাধ্যমে তারা বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার তাই আমরা বর্তমান সরকারের কাছে দাবী জানাচ্ছি যাতে বেসরকারী কলেজে কর্মরত শিক্ষকদের অতিদ্রুত যাতে এমপিওভুক্ত করা হয়।
সংবাদ সম্মেলনে সংহতি প্রকাশ করে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ বরিশাল সরকারি বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হানিফ, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ জলিলুর রহমান, শিক্ষক কর্মচারি ঐক্যফ্রন্টের বিভাগীয় আহবায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল। সনাক টিআইবি জেলা সভাপতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর শাহ্ সাজেদা, বাকবিশিস বরিশাল জেলা সভাপতি অধ্যক্ষ মশিউর রহমান, বাকশিস জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, স্বাধীনতা শিক্ষক পরিষদের জেলা সভাপতি অধ্যাপক মিজানুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মামুন অর রশিদ, স্বাধীনতা অনার্স মাস্টার্স শিক্ষক পরিষদের বিভিন্ন জেলা নেতৃবৃন্দ। সংহতি প্রকাশ করে অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হানিফ বলেন, স্বাধীনতার ৪৭ বছরে উচ্চ শিক্ষাদান করে শিক্ষকেরা বেতন পায়না এটা অমানবিক। আমি আশা করবো সরকার বিষয়টি দ্রুত বিবেচনা করে এসব অবহেলিত শিক্ষকদের এমপিওভুক্তির ব্যবস্থা করবে। প্রফেসর শাহ সাজেদা বলেন, একই প্রতিষ্ঠানে কতিপয় শিক্ষক বেতন পাবে আর কতিপয় শিক্ষক বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করবে এই বৈষম্য দূর না হলে সরকারের শিক্ষানীতি বাস্তবায়ন সম্ভব হবেনা। অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল বলেন, শিক্ষা ব্যবস্থায় যে নৈরাজ্য বিরাজ করছে তা দ্রুত সমাধান করে প্রধানমন্ত্রীর উচিত দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে এনে এসব শিক্ষকদের এমপিওভুক্তির ব্যবস্থা করা, অধ্যক্ষ মশিউর রহমান বলেন একদেশে তিন নীতির শিক্ষা ব্যবস্থা চলতে পারে না। অধ্যক্ষ জলিলুর রহমান বলেন, যদি শিক্ষকেরা বেতন না পায় এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। অধ্যক্ষ মামুন অর রশিদ অনার্স-মাস্টার্স শিক্ষকদের জনবল কাঠামো সংশোধন করে দ্রুত এমপিওভুক্তির দাবি জানান। এসময় স্বাধীনতা অর্নাস-মাস্টার্স শিক্ষক পরিষদের বরিশাল অঞ্চলের সভাপতি ইউনুস শরীফ, সাধারন সম্পাদক রমজান আলীসহ প্রায় ২ শতাধিক শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *