বরিশালে বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারে বর্ণ মিছিল

মোঃ নাঈম হাওলাদার (শুভ): ইংরেজি বা আঞ্চলিক ঢঙে প্রমিত বাংলা উচ্চারণে, কথা বলার সময় বাংলা শব্দের পরিবর্তে ইংরেজি-হিন্দি-আঞ্চলিক শব্দ ব্যবহারে এবং বানান বিকৃতি করার মাধ্যমে বাংলা ভাষা বিকৃতি হচ্ছে। তাই সর্বত্র বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার চাই এই শ্লোগানে বরিশাল নগরীতে বর্ণ মিছিলের আয়োজন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘দি অডেশাস্ (দু:সাহসী)’। আজ রোববার সকাল সাড়ে ৯ টায় নগরীর এ.কে ইনস্টিটিউশন থেকে এই মিছিল শুরু হয়। টেলি কনফারেন্সের মাধ্যমে মিছিলের উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: মোশারফ হোসেন। দি অডেশাস্ এর সভাপতি সাংবাদিক সাঈদ পান্থ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ.কে ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, বরিশালের ২৭টি সংগঠনের জোট সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নাট্যজন কাজল ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়দেব চক্রবর্তী, বাংলাভাষা নিয়ে কাজ করা সংগঠন অভাজন সভাপতি প্রকৌশলী দেলায়ার হোসেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাজ্জাদ নয়ন, সংগঠনের সহ সভাপতি মো: রুম্মান, প্রতিষ্ঠাতা দুজর্য় সিংহ জয় প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্য প্রযুক্তির কারণে ভবিষ্যতের প্রজন্ম বেশি করে ইংরেজি ও হিন্দিভাষী হয়ে উঠছে। স্বাভাবিকভাবেই তারা আরও বেশি ইংরেজি-হিন্দি শব্দ মেশাবে তাদের বাংলায়। তাই শুদ্ধ বাংলা শিখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *