বানারীপাড়ায় অবহেলিত শিশুদের জীবনে আলোর দিশারী এএসআই জাহিদ

মোঘল সুমন শাফকাত,বানারীপাড়া: বানারীপাড়ায় অশিক্ষার অভিশাপ থেকে অবহেলিত শিশুদের মুক্তি দিতে আলোর দিশারীর ভূমিকায় অবতীর্ন হয়েছেন এএসআই জাহিদ। সামাজিক দ্বায়বদ্ধতা থেকে বিবেকের তাড়নায় অবহেলিত জনগোষ্ঠির শিক্ষা বঞ্চিত শিশুদের পানে তাকিয়ে মন আটকে যাওয়া এক পুলিশ অফিসারের নিরলস প্রচেষ্টার অংশ হিসেবে শিক্ষা জীবনে পদার্পন করেছে নয় কোমলমতি শিশু। এরই অংশ হিসেবে শনিবার সকালে জাতীয় পুরস্কার প্রাপ্ত বানারীপাড়া সরকারী বন্দর মডেল প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেনীতে ভর্তি করা হয় ওই শিশুদের। জানাগেছে বন্দর বাজারের ফেরীঘাট সংলগ্ন নদীর তীরে দীর্ঘ প্রায় ৩০ বছর যাবৎ জেলে সম্প্রদায়ের ৩০টি পরিবার বাস করে আসছে। পরিবারের সকলেই মাছ শিকার করে জীবিকা নির্বাহ করার কারনে নৌকাতেই জন্ম,নৌকাতেই বসবাস তাদের। বংশ পরম্পরায় পরিবার পরিজন নিয়ে মাছ শিকার করে জীবিকা নির্বাহের কারনে তাদের কোন প্রকার ধারনা নেই দেশ কিংবা বিশ্ব সম্পর্কে। শিশুরা তাদের বাবা মায়ের সাথে নৌকায় করে নদীতে মাছ শিকার করার কারনে লেখাপড়া করার সুযোগ থেকে বঞ্চিত। যুগের আবর্তে মানুষ আধুনিক হলেও তাদের জীবন যাপনের ক্ষেত্রে আসছেনা কোন পরিবর্তন। শিক্ষা জাতীর মেরুদন্ড হলেও তারা অশিক্ষিত থেকে যাচ্ছে যুগের পর যুগ। এদের মধ্যে কিছু সংখ্যক পৌরসভার ১ও২নং ওয়ার্ডের ভোটার হয়েছেন। এ সব অবহেলিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে বানারীপাড়া থানার এএসআই জাহিদ যেন বদ্ধপরিকর। এ বিষয়ে এএসআই জাহিদ জানান,অবহেলিত ওই সব শিশুদের অভিভাবকদের সাথে যোগাযোগ করে তার নিজ অর্থায়নে স্কুল ড্রেস সহ বিদ্যালয়ের যাবতীয় খরচ তিনি বহন করবেন। এ ছাড়াও এ সকল শিশু সহ তাদের পরিবারদের ধর্মীয় শিক্ষা গ্রহনের জন্য থানা মসজিদের ইমামের নিকট আরবী শিক্ষার ব্যবস্থা সহ তাদের নামাজ আদায়ের লক্ষে জাযনামাজের ব্যবস্থা করেছেন। এএসআই জাহিদের এমন মহতি উদ্যোগকে এলাকার সর্বস্তরের জনগন সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *