নির্বাচনী হালচাল: কয়রা উপজেলা

নিজস্ব প্রতিবেদক: চারিদিকে বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। সেই হাওয়া লেগেছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা কপোতাক্ষ তীরবর্তী খুলনা জেলার কয়রা উপজেলাতেও।এবার দেখা যাক কারা আছেন এই লড়াইয়ে এগিয়ে।প্রথমত মনোনয়ন প্রত্যাশী এস এম শফিকুল ইসলাম।তিনি এই উপজেলা পরিষদ নির্বাচনে নিজের মনোনয়ন নিয়ে কতটা আশাবাদী এমন প্রশ্নের জবাবে বরিশাল অবজারভারকে জানান, তিনি অন্য ২জন এর চেয়ে একটু বেশিই আশাবাদী কারণ ২য় জন মনোনয়ন প্রত্যাশী জি এম মহসীন রেজা ২০০৯ সালে দুর্নীতির দায়ে বহি:ষ্কৃত হয়েছিলেন এবং বর্তমানে তার কোন জনপ্রিয়তা নেই। দ্বিতীয়ত যিনি এই লড়াইয়ে এগিয়ে তিনি হচ্ছেন জি এম মহসিন রেজা।তিনি এই নির্বাচনে কতটুকু আশাবাদী এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি বিগত দিনের চেয়্যারম্যান ছিলাম, আমি বর্তমানে দলটির সভাপতির দায়িত্ব পালন করছি।আমার আচার আচরণ কর্মকান্ড দলের নেতাকর্মী জনগন সকলেই জানে।আমার দিক থেকে আমি মনে করি আমিই উপযুক্ত।দল যাকে পছন্দ করবে তাকেই মনোনয়ন দেবে এতে আমার কিছু বলার নেই।”এদিকে অপর প্রার্থী আলহাজ্জ্ব আবদুল্লাহ্ আল মাহমুদ আমাদেরকে প্রথমেই অপর দুই প্রার্থীর সম্পর্কে অভিযোগ করে বলেন,” প্রথমত এস এম শফিকুল ইসলাম একসময় নির্বাচনে নৌকা প্রতীক না পাওয়ায় বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেন।দ্বিতীয়ত জি এম মহসিন রেজা ২০০৯ সালে দূর্নীতি ও স্বজনপ্রীতির দায়ে অভিযুক্ত হন এবং সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় হতে অভিযোগেরর ট্রায়েল এনে ২০১২ সালের ১৩সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে বহিঃষ্কৃত হন এবং সে স্থানে শূন্য পদ বহাল থাকে।” তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী এবং পার্টির সেক্রেটারি জনাব ওবায়দুল কাদের বলেছেন আমরা কোন রানিং চেয়্যারম্যান কে মনোনয়ন দিচ্ছি না এক্ষেত্রে এস এম শফিকুল আলম ৫নং সদর ইউনিয়নের চেয়্যারমান হিসেবে বহাল আছেন।মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের বর্তমান স্লোগান হচ্ছে দূর্নীতির বিরুদ্বে জিরো টলারেন্স তারপরও যদি দূর্নীতি পরায়ন লোককে আবারও মনোয়ন দেন তাহলে আমাদের করার কিছু নেই।এক্ষেত্রে সার্বিক সবকিছু বিবেচনা করে আমি কয়রা উপজেলা নির্বাচনে শতভাগ আশাবাদী” অপরদিকে কয়রা উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি মো: মেহেদী হাসান আমাদেরকে এ ব্যাপারে জানান, কয়রা উপজেলাকে যারা একটি শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তুলতে পারে এবং একই সাথে যিনি কয়রার সুখে দু:খে দারিদ্রপীড়িত মানুষের পাশে থাকবেন তাকে সামর্থন করবেন বলে জানান।তিনি অভিযোগ জানান, কয়রা উপজেলার বর্তমান আওয়ামীলীগের সভাপতি  জি এম মহসিন রেজা যিনি দুর্নীতির দায়ে বহিষ্কৃত হয়েছিলেন তিনি ছাড়া অন্য যাকে দল থেকে মনোয়ন দেবেন তার সাথে তিনি কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। কয়রা উপজেলা ছাত্রলীগের বর্তমান সাধারন সম্পাদক এই তিনজন এর মধ্যে কাকে সামর্থন করেন এমন প্রশ্নের জবাবে বলেন,’এই দূর্যোগপ্রবন এলাকায় বাংলাদেশ আওয়ামীলীগ থেকে যাকে মনোনয়ন দেয়া হবে তার পক্ষেই তিনি কাজ করবেন।’এখন কে চড়বেন কয়রা উপজেলা চেয়াম্যানের মসনদে? সত্যের জয় হবে নাকি দূর্নীতি আর প্রভাবের? কয়রা উপজেলাবাসী তাকিয়ে আছেন আওয়ামীলীগের মনোয়নের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *