বরিশালে দরিদ্র নারীদের মাঝে চেক বিতরন করলেন আবুল হাসানাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: বরিশালের আগৈলঝাড়া উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যেগে দরিদ্র মহিলাদের মাঝে চেক বিতরন করা হয়েছে। উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবন যাত্রার মান উন্নয়ন শীর্ষক প্রকল্প এর আওতায় বাকাল ও রাজিহার ইউনিয়নে নারী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সুবিধাভোগী সদস্যের মাঝে চেক বিতরন করা হয়। আজ বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে চেক বিতরন সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি, বরিশাল-১ আসনের এমপি ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ। সভায় আরো বক্তব্য রাখেন বরিশাল সমবায় অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক মো.মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, রুস্তুম সেরনিয়াবাত, সাধারন সম্পাদক আবু সালেহ লিটন সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার, মলিনা রানী রায়, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার ও উপজেলা সমবায় কর্মকর্তা মো.কামরুজ্জামান প্রমুখ। পরে প্রধান অতিথি এমপি আবুল হাসানাত আবদুল্লাহ বাকাল ও রাজিহার ইউনিয়নে সুবিধাভোগী ৫০জন মহিলা প্রত্যেক সদস্যদের মাঝে একলক্ষ টাকার চেক বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *