বরিশালে শিল্পকলা একাডেমির আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্নকরণ

মোঃ শাহাজাদা হীরা: স্মৃতির মিনার মোর পবিত্র, ভাষার মান সমুন্নত এই শ্লোগানকে সামনে রেখে। ভাষার মাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে মহান একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে। শহীদ মিনারের পবিত্রতা রক্ষাত্রে। মানুষের মাঝে ভাষার চেতনাকে জাগ্রত করার লক্ষ্যে আজ ১ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জেলা শিল্পকলা একাডেমি ও জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনার পরিস্কার পরিচ্ছন্নকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরিস্কার পরিচ্ছন্নকরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি এবং উদ্বোধক বরিশাল জেলা প্রশাসক এস. এম. অজিয়র রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইকবাল আকতার,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আহসান মাহামুদ রাসেল,  মোঃ মোজাম্মেল হক চৌধুরী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বরিশাল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল,সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এস.এম ইকবাল, জেলা কালচারাল অফিসার হাসান রশিদ মাসুদ,সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সাধারণ সম্পাদক মিন্টু কুমার কর, শিল্পকলা একাডেমী বরিশালের সদস্য, বিডি ক্লিন বরিশালের সদস্যরাসহ বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *