সাব-ইনেসপেক্টর পদে নিয়োগ পেলেন বরিশাল বিশ্ববিদালয়ের ২২ শিক্ষার্থী

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) থেকে এবার বাংলাদেশ পুলিশের সাব-ইনেসপেক্টর (এসআই) পদে নিয়োগ পেয়েছেন মোট ২২ জন শিক্ষার্থী। ৩৬তম নিয়োগ পরীক্ষায় নিয়োগ পাওয়া এই ২২জন শিক্ষার্থীরা আগামী ৭ ফেব্রুয়ারি থেকে দেশের বিভিন্ন জেলা মহানগর পুলিশ ইউনিটে এই পদে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। আর এবার ববির মার্কেটিং বিভাগ থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী নিয়োগ পেয়েছেন।যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- রিয়াজুল ইসলাম রিয়াজ, আমেনা খাতুন, বিকাশ, রোমান, জুয়েল, সুমন, সাগর। সবাই ১ম ব্যাচের শিক্ষার্থী। একই বিভাগের ২য় ব্যাচ থেকে নিয়োগ পেয়েছেন সোহান আহমেদ, অলিপ সাহা। গণিত বিভাগ থেকে শিক্ষার্থী ১ম ব্যাচের চন্দন, সুমন নিয়োগ পেয়েছেন এছাড়াও সমাজ বিজ্ঞান থেকে ১ম ব্যাচের শিক্ষার্থী সবুজ ও অনিক, ম্যানেজমেন্ট বিভাগ থেকে ১ম ব্যাচের শান্ত, ২য় ব্যাচের শিক্ষার্থী সামসাদ সজল ও মো: বাশার এবং ইংরেজি বিভাগ থেকে নিয়োগ পেয়েছেন ১ ম ব্যাচের শিক্ষার্থী সালাউদ্দীন। অর্থনীতি বিভাগ থেকে শহিদুল এবং বাংলা বিভাগ থেকে ২য় ব্যাচের শিক্ষার্থী মাজেদ হোসেন চলতি নিয়োগে নিয়োগ পেয়েছেন। নিয়োগের ব্যাপারে ক্যাম্পাসের জুনিয়রা উল্লাসিত। এ ব্যাপারে সামাজবিজ্ঞান বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী আমাদের প্রতিবেদককে জানান, “বড় ভাইয়া আপুদের ১ম সরকারী চাকরি পাওয়া,স্বপ্নের সিড়ি ভাংতে শুরু হল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *