ববি উপাচার্যের সাথে বিভাগীয় চেয়ারম্যান ও ছাত্র উপদেষ্টাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

বরিশাল বিশ্ববিদ্যালয়:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীন ২৪টি বিভাগের বিভাগীয় প্রধান ও ২৪টি বিভাগের ৪৮জন ছাত্র উপদেষ্টাদের সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন-এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ২৫ ফেব্রুয়ারি ২০২১ তারিখ দুপুর ১২টায় বিশ^বিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপাচার্য মহোদয় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বরিশাল বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা এবং তৎপরবর্তী বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্খিত ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকার আহবান জানান উপাচার্য মহোদয়।

একইসাথে বিভাগীয় প্রধান ও ছাত্র উপদেষ্টাদের শিক্ষার্থীদের সাথে আরও নিবিড়ভাবে যোগাযোগ স্থাপনের পরামর্শ প্রদান করেন। আগামীতে শিক্ষার্থীদের সাথে যদি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে সাথে সাথে তা বিশ^বিদ্যালয়ের প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, ছাত্র উপদেষ্টদেরকে অবগত করার পরামর্শ দিয়ে উপাচার্য মহোদয় এ বিষয়ে ছাত্র উপদেষ্টাদেরকে শিক্ষার্থীদের বুঝানোর আহবান জানান। উপাচার্য মহোদয় সাম্প্রতিক পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা বজায় রাখতে ববি পরিবারের সকলকে পাশে পাওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বিশ^বিদ্যালয়ের প্রক্টরসহ ছাত্র নির্দেশনা ও পরামর্শ কেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *