পবিপ্রবিতে ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

দুমকি প্রতিনিধি: ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বিভিন্ন অনুষদে ভর্তিকৃত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ডিন কাউন্সিলের কনভেনর প্রফেসর ড. গোলাম রব্বানী আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ। অনুষ্ঠানে রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী, ল্যান্ড ম্যানেজমেন্ট এন্ড এ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর আ.ক.ম মোস্তফা জামান, প্রক্টর প্রফেসর ড. আবুল কাশেম চৌধুরী ও প্রফেসর ড. মোহাম্মদ মনিরুজ্জামান। আরও বক্তব্য রাখেন পবিপ্রবি ছাত্রলীগের সভাপতি মোঃ মোশায়েদুল ইসলাম সাদী, সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব, নবাগত শিক্ষার্থী শেখ রাফিয়া রৌসান মেখলা, মাহাথির মোহাম্মদ, হামিদ মাহতাব, মান্নাদুর রহমান, শরিফা রিয়া, উম্মে কুলসুম নাবিয়া, অভিভাবকদের মধ্যে মোস্তাফিজুর রহমান, ড. আয়েশা আশরাফ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ভাইস-চ্যান্সেলর নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর ল্যান্ড ম্যানেজমেন্ট এন্ড এ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর আ.ক.ম মোস্তফা জামান মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *