মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িতস্থান পরিচ্ছন্নতা অভিযান শুরু

শামীম আহমেদ ॥ শুরু হয়েছে বিজয়ের মাস ডিসেম্বর। ১৯৭১ সালে নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এসেছে মহান স্বাধীনতা। বিজয় মাসের প্রথমদিনে মঙ্গলবার সকালে বিডি ক্লিন বরিশালের আয়োজনে নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমিতে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থাপনা পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধণ করা হয়েছে।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এ কর্মসূচির উদ্বোধণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে বীর প্রতীক কেএসএ মহিউদ্দিন মানিক, যুব উন্নয়ন অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক মুহাম্মদ শোয়েব ফারুক, ইউনিসেফের আঞ্চলিক সমন্বয়ক এএইচ তৌফিক আহমেদ,

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান সন্যামত, বিডি ক্লিনের বিভাগীয় সমন্বয়ক মাসুদুর রহমান, জেলা সমন্বয়ক কাজী সাইফুল ইসলাম, সদস্য শাহাজাদা হিরা সহ বিডি ক্লিন বরিশালের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধের স্বপক্ষে থাকার আহবান জানিয়ে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে অতিথিরা পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *