বরিশালে মাস্ক ব্যবহারে অভিযান

শামীম আহমেদ ॥ করোনার দ্বিতীয় ঢেউ থেকে জনসাধারনকে রক্ষায় বরিশালে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের পৃথক ভ্রাম্যমান আদালত। ৩৪ ব্যক্তি ও ৬ প্রতিষ্ঠানকে ১৯ হাজার ২শ’ টাকা জরিমানা করেছে তারা।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা এবং রোমানা আফরোজের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

নগরীর নথুল্লাবাদ ও কাশীপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমান আফরোজ মাস্কবিহীন ৯জন ব্যক্তিকে ৭ হাজার ২শ’ টাকা জরিমানা করেন।

এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজার ভ্রাম্যমান আদালত চকবাজার, বাজার রোড ও সদর রোডের জেলখানা মোড় এলাকায় মাস্কবিহীন ২৫জন ব্যক্তি ও ৬টি প্রতিষ্ঠান থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এ সময় জনসাধারনকে মাস্ক পড়তে উদ্বুদ্ধ করা হয়। বোঝানো হয় মাস্ক না পড়লে করোনা সংক্রামনের ঝূঁকির কথা। অভিযানের সময় আর্থিক দন্ডপ্রাপ্ত জনগনের মাঝে মাস্ক ও লিফলেট বিতরন এবং জেলা প্রশাসনের সচেতনতামূলক ফেস্টুন সাটিয়ে দেয় ভ্রাম্যমান আদালত।

জনস্বার্থে এই অভিযান আরও জোরদার করার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *