বরিশালে নৌকা প্রতীকের সমর্থনে মুক্তিযোদ্ধা সমাবেশ

বানারীপাড়া প্রতিনিধি: বানারীপাড়ায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলমের নৌকা প্রতিকের সমর্থনে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বরিশাল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহে আলম বলেন দেশে এখন দু’টি শক্তি বিরাজমান একটি হচ্ছে দেশ প্রেমিক মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি ও অপরটি দেশবিরোধী সাম্প্রদায়িক অপশক্তি। আর এই অপশক্তির হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে ১৯৭১ সালের মতো এবারের জাতীয় সংসদ নির্বাচনের যুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের নেতৃত্বের অগ্রভাগে থেকে অগ্রণী ভূমিকা পালণ করতে হবে। মুক্তিযুদ্ধকালীণ বেজ কমান্ডার বেণী লাল দাস গুপ্ত বেণুর সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি দেবাশীষ দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুক,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার তরুনেন্দ্র নারায়ণ ঘোষ,মুক্তিযোদ্ধা আলহাজ¦ মকবুল হোসেন মল্লিক,হায়দার কাজী,মীর সাইদুর রহমান শাহজাহান ও জগন্নাথ,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মাষ্টার রুহুল আমিন প্রমুখ। এসময় মুক্তিযোদ্ধারা শাহে আলমের হাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব, উন্নয়ন ও অগ্রগতির প্রতিক নৌকা তুলে দেন। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এমএ জব্বার,আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির নেতা মিঠু হাজারী,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আনিসুর রহমান মিলন,সম্পাদক কামরুল ইসলাম,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সম্পাদক কাওসার হোসেন প্রমুখ। এদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহে আলম রবিবার বিকালে উপজেলা বিশারকান্দি,সন্ধ্যায় ইলুহার ও রাতে সৈয়দকাঠি ইউনিয়ন ও পৌর শহরের ১ নং ওয়ার্ডের উত্তরপাড়ে নৌকা প্রতিকের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *