বরিশালে পরশমনি সংস্থার অসহায় পরিবারদের সেলাই মেশিন বিতরণ

বরিশালের অসহায় পরিবারের বাড়তি আয়ের জন্য সেলাই মেসিন বিতরণ করা হয়েছে। পরশমনি সংস্থার সহযোগীতায় এবং জাতীয় সমাজকল্যান পরিষদের অর্থায়নে এই মেশিন দেয়া হয়। বৃহস্পতিবার দূপুরে নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকায় এই সেলাই মেশিন বিতরণ করেন সংস্থার পরিচালক মো. জসিম উদ্দিন।

সেলাই মেশিন পেয়ে বিধবা নয়ন বলেন, আমার স্বামী মারা যাওয়ার পর থেকে সংসারের উপার্জন করার মতো কেউ নেই। বর্তমানে মেয়ে জামাইয়ের সহায়তায় কোন রকম খেয়ে না খেয়ে বেঁচে আছি। এখন আমাকে দেওয়া সেলাই মেশিন দিয়ে কিছুটা হলেও আয় করে সংসার চালাতে পারবো।

সেলাই মেশিন বিতরণকালে সংস্থার পরিচালক জসিম উদ্দিন বলেন, অলাভজনক প্রতিষ্ঠান পরশমনি সমাজকল্যাণ সংস্থার প্রতিশ্র“তি অনুযায়ী সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে এই সেলাই মেশিন বিতরণ করা হয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, করোনা রোগের শুরু থেকে এই সংস্থার নিজস্ব তহবিল থেকে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি মানুষের পাশে থেকে ত্রাণ বিতরণ করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *