বরিশাল-৩: হাতপাখা প্রার্থীর গণসংযোগ

বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশাল-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও দলের জেলা কমিটির সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেছেন, ‘স্বাধীনতার ৪৮ বছর পরেও দুর্নীতি-দুঃশাসনের কারণে আমরা কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। অতীতে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তারা স্বেচ্ছাচারী হয়ে দুর্নীতি-লুটপাটে মেতেছিলেন। কারণ, তাদের মধ্যে মহান আল্লাহ পাকের ভয় ছিল না। তাই জনগণের কাছে তাদের জবাবদিহিতাও ছিল না। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে হাজির হয়ে জবাবদিহিতার ভয় রাখে তারা কখনো অন্যায় করতে পারে না। তাই সত্যিকারের মুক্তি অর্জন করতে হলে ইসলামের কোনো বিকল্প নেই।’ বুধবার বাবুগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরের আমতলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

এসময় উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম আরো বলেন, ‘৩০ লাখ শহীদ এবং ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এই দেশ পেয়েছি আমরা। এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া এই দেশটা স্বাধীনতাবিরোধী কোনো অপশক্তির হাতে তুলে দেওয়া যাবে না। ইসলামী আন্দোলনের ন্যায়ের পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামের বিজয় ছিনিয়ে আনতে হবে। ক্ষমতায় গেলে ইসলামী আন্দোলনের নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় ইসলামী সোনার বাংলা গড়ে তোলা হবে।’

বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরের আমতলায় অনুষ্ঠিত ওই পথসভায় ইসলামী আন্দোলনের বাবুগঞ্জ উপজেলা সভাপতি শেখ নজরুল ইসলাম মাহবুবের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা শামসুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন দলের বরিশাল জেলা কমিটির সহ-সভাপতি আব্দুল মালেক কাফরা, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাওসারুল ইসলাম, জেলা শিক্ষক ফোরামের সদস্য সচিব মাস্টার মনিরুল ইসলাম, শ্রমিক নেতা গাজী আব্দুর রাজ্জাক, উপজেলা যুব আন্দোলনের সভাপতি হাফেজ মো. রহমাতউল্লাহ, যুবনেতা মো. মহিউদ্দিন, ছাত্রনেতা ইব্রাহিম হোসাইন, আরমান হোসাইন রিয়াদ, হাফেজ মুহাম্মাদ আবদুল্লাহ প্রমুখ।

নির্বাচনী ওই পথসভার আগে খানপুরা এলাকায় হাতপাখা প্রতীক নিয়ে ব্যাপক গণসংযোগ করেন উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম। এছাড়াও রামপট্টি ও রহমতপুর বাজার এলাকায় বুধবার সকাল থেকেই গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেন তিনি। এসময় তার সঙ্গে ইসলামী আন্দোলনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগকালে লিফলেট বিতরণ করে দলের স্বেচ্ছাসেবকরা। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *