৫০ বছরে পা দিলো খেয়ালী গ্রুপ থিয়েটার

নিজস্ব প্রতিবেদক: আনন্দ উল্লাসের মধ্য দিয়ে পালিত হলো বরিশালের প্রাচীন নাট্য থিয়েটার খেয়ালী গ্রুপ থিয়েটারের ৪৯ তম প্রতিষ্ঠাবাষির্কী। সংগঠনটির নাট্য কর্মীরা কেক কাটা-নাচ-গান-কৌতুক ও আড্ডার মধ্য দিয়ে দিবসটি পালন করে। সোমবার সন্ধ্যায় খেয়ালী গ্রুপ থিয়েটার মিলনায়তনে থিয়েটারের সভাপতি এ্যাড. নজরুল ইসলাম চুন্নুর সভাপতিত্বে এই অনুষ্ঠানে থিয়েটারের শতাধিক নাট্যকর্মী ও সংগঠক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্মৃতিচারন করে বক্তব্য রাখেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি এ্যাড. এসএম ইকবাল, বিএম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর স্বপন কুমার পাল, অধ্যক্ষ প্রফেসর বিমল চক্রবর্তী, অধ্যাপিকা টুন্নু রানী কর্মকার, কাজী মোজ্জামেল হক, অধ্যাপক লুৎফে-ই আলম, সৈয়দ গোলাম মাহাবুব, এ্যাড. সৈয়দ গোলাম মাসুউদ বাবলু, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্টার বাহাউদ্দিন গোলাপ, চারুকলা বরিশাল সভাপতি আলতাফ হোসেন, দেবাশীষ চক্রবর্তী, গণশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ পান্থ, নাট্য নির্দেশক অপুর্ব অপু। এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিরাজুম মুনিম টিটু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *