আমতলীতে মহান বিজয় দিবস পালিত

মো: মহসীন মাতুব্বর, আমতলীঃ আমতলীতে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭ টায় স্মৃতি স্তম্বে পুস্পস্তবক অর্পন। সকাল ৮টায় আমতলী সরকারী হাইস্কুল মাঠে কুচকাওয়াজ, শিক্ষার্থীদের ডিসপ্লে। সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিক্ষার্থীদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, নারীদের বালিশ খেলা ও বিকেলে প্রিতি ফুটবল খেলা ও সন্ধ্যা ৭টায় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় আমতলী সরকারী একে হাইস্কুল মাঠে মুল অনুষ্ঠানের উদ্বোধনী সভায় সভাপত্বি করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সরোয়ার হোসেন। প্যারেড ও জাতীয় পতাকা উত্তোলন শেষে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম দেলওয়ার হোসেন। এসময় বক্তব্য রাখেন আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সম্পাদক মো: মতিয়ার রহমান, আমতলী উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: সাকিব হোসেন ও আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলাউদ্দিন মিলন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কমলেশ চন্দ্র মজুমদার, ভাইস চেয়ারম্যান মো: মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারমান মাকসুদা আকতার জোসনা, আমতলী উপজেলা মহিলা আওয়ামীলীগরে সভাপতি নুসরাত জাহান লিমু, আমতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোতাহার উদ্দিন মৃধা, মো: সহিদুল ইসলাম মৃধা, অ্যাড: আলহাজ্ব মো: নুরুল ইসলাম, হারুন অর রশিদ, আখতারুজ্জামান বাদল খান, একেএম নুরুল হক, জেলা পরিষদ সদস্য শাহিনুর তালুকদার, মনিরুল ইসলাম দুলাল খান, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো: জাকির হোসেন, কৃষি কর্মকর্তা এসএম বদরুল আলম, সমাজসেবা কর্মকতা মো: হেমায়েত উদ্দিন, সমবায় কর্মকর্তা আজাদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো: ফারুক হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মর্তা আকমল হোসেন খান, শিক্ষা কর্মকর্তা মো: মজিবুর রহমান, আমতলী একে সরকারী হাইস্কুলের প্রধান শিক্ষক মো: বজলুর রহমান, আমতলী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী আব্দুল মান্নানসহ বিভিণœ স্কুলের শিক্ষাথী, অ্যাডভোকেট, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। মহান বিজয় দিবস উপলক্ষে সুর্যদয়ের সাখে সাথে আমতলী প্রেসক্লাব কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় কেন্দ্রীয় স্মৃতি স্তম্বে পুস্প স্তবক অর্পন ও সকাল ১০ টায় প্রেসকাল কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি মো: জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শাহাবুদ্দিন পান্না, জসিম উদ্দিন হাওলাদার, দেওয়ান মস্তফা কবির, সম্পাদক সৈয়দ নুহু উল আলম নবীন, জিএম মুছা, খায়রুল বাশার বুলবুল, রেজাউল করিম, এমসাঈদ খোকন, কেএম শোহেল, নাসির মাহমুদ, মনিরুজ্জামান সুমন, আশশাকুর ফিরোজ, গাজী মতিয়ার রহমান, মো: হাবিবুর রহমান, শফিকুল হক শোহেল, মহসীন , কামরুল হাসান মিলন ও আবদুল্লা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *