বরিশালে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক: বরিশালের তৃতীয় দিনের প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন প্রার্থীরা। গতকাল বুধবার সকালে নগরের নবগ্রাম রোডে (এমএ জলিল সড়ক) গণসংযোগ সহ নৌকার প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করেন বরিশাল সদর আসনে আ’লীগের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। পরে তিনি সদর উপজেলার জাগুয়া এলাকায় গণসংযোগ এবং উঠান বৈঠক করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় আ’লীগ প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম গণমাধ্যমকে বলেন, তার প্রধান প্রতিদ্বন্দ্বী (মজিবর রহমান সরোয়ার) ২৫ বছর ধরে বরিশালে ক্ষমতায় ছিলেন। কিন্তু তার সময়ে বরিশালে তেমন কোন উন্নয়ন হয়নি। এবার নৌকায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করার মাধ্যমে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার পাশাপাশি আগামী ৫ বছর বরিশালে উন্নয়নের জোয়ার বইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। বরিশালে নির্বাচনের পরিবেশ অত্যন্ত ভালো উল্লেখ করে কর্নেল (অব) জাহিদ ফারুক বলেন, বিএনপি প্রচারণা চালাচ্ছে, আ’লীগও প্রচারনা চালাচ্ছে। জয় নিশ্চিত করবে বরিশালের জনগণ। অন্য দিকে সকাল ১১টায় নগরের মতাসার এলাকায় গণসংযোগ সহ ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন সদর আসনে বিএনপি প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। পরে তিনি সদর উপজেলার চরবাড়িয়া এলাকায় গণসংযোগ সহ উঠোন বৈঠক করে বরিশালের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ধানের শীষে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। গণসংযোগকালে বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ার গণমাধ্যমকে বলেন, তারা গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়ার মুক্তি এবং বরিশালের উন্নয়নের জন্য ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন। এ সময় তিনি অভিযোগ করেন, এখানে সরকারী দল নির্বাচনী আচরনবিধি মানছে না। বিএনপি’র প্রচারনায় নানাভাবে বাঁধার সৃষ্টির অভিযোগ করে সরোয়ার বলেন, বরিশালের প্রশাসন বিগত সিটি নির্বাচনে পক্ষপাতমূলক আচরনের জন্য অভিযুক্ত। অভিযুক্ত প্রশাসন আবারও পক্ষপাতমূলক আচরন করছে বলে অভিযোগ তার। উল্লেখ্য, বরিশাল জেলার ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৩৯জন প্রার্থী। তারাও সকাল থেকে রাত পর্যন্ত প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *