বরিশাল নগর জুড়ে বিক্রি হচ্ছে বিজয়ের পতাকা

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগর জুড়ে ফেরি করে বিক্রি চলছে পতাকার। ছবিটি গতকাল মঙ্গলবার নগরের নবগ্রাম রোড থেকে তোলা। বিজয়ের মাস ডিসেম্বর। আবেগের মাস ডিসেম্বর। বিজয়ের এই মাসে বিশেষ করে ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে কেন্দ্র করে বরিশাল নগরে জমজমাট হয়ে উঠেছে জাতীয় পতাকার বেচাকেনা। বাড়ির ছাদ, গণপরিবহন, রিকশা থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ি, অফিসের ডেস্ক, মটরসাইকেলে,দোকানপাটেও উড়ছে বিজয়ের নিশান। মার্চ আর ডিসেম্বর মাস এলেই বিজয়ের পতাকা ও এর লোগো সংবলিত নানা অনুষঙ্গের ব্যবসা শুরু হয়। রাস্তায় রাস্তায় পাড়া মহল্লায় ফেরি করে বিক্রি চলছে নানা আকারের পতাকা এবং এর লোগো সংবলিত মাথা ও হাতে বাঁধার ব্যান্ড। পতাকার মধ্যে বর্তমান লাল-সবুজ জাতীয় পতাকা যেমন রয়েছে, তেমনি রয়েছে মুক্তিযুদ্ধকালীন লাল-সবুজের মাঝে হলুদ মানচিত্র আঁকা পতাকাও। নগরের নবগ্রাম রোড এলাকায় ফেরিওয়ালার সাব্বিরের সঙ্গে কথা হয়। সাব্বির জানান, তাঁর বাড়ি কুষ্টিয়া। দুই বছর ধরে বরিশালে বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন। বছরের নানা সময় বিভিন্ন জিনিস ফেরি করে সংসার চলায় সাব্বির। পড়ালেখাও করেন পাশাপাশি ফেরি করছেন বিজয়ের পতাকা। বেচা-কেনা খারাপ নয়। দিন শেষে ৫’শ টাকা পকেটে আয় করে। বাঁশের মাথায় নানা আকারের পতাকা টাঙ্গিয়ে বরিশাল নগরের এলাকায় ফেরি করছেন অপর ব্যাবসায়ী আবুল মিয়া। মাথায় পতাকাশোভিত ব্যান্ড। তিনি বলেন, একদম ছোট আকারের মিনি পতাকার দাম ২০ টাকা। আকার ভেদে এক-দেড় শ টাকার ঢাউস পতাকাও রয়েছে তাঁর কাছে। মানুষজন অফিস, বাসাবাড়ির ছাদে ওড়ানোর জন্য বড় পতাকা কেনে। বাস, ব্যক্তিগত গাড়ি ও রিকশার হ্যান্ডেলে বাঁধার জন্য কেনে মিনি পতাকা। বিজয় দিবস সামনে এলে বিক্রিবাট্টা আরও বাড়ে। তরুণ-তরুণীরা মাথায় বাঁধার জন্য বন্ধনী ও হাতে বাধায় জন্য ব্রেসলেটের আদলে বিজয়ের লোগো সংবলিত ফিতা কেনে। বিক্রেতা আবুল আরো বলেন, আকার বেঁধে ২০ টাকা থেকে ৫০০ টাকা হারে বিক্রি হচ্ছে এক একটি পতাকা। কাগজের পতাকা প্রতি হাজার ৮০০ টাকা করে বিক্রি করা হচ্ছে। নগরের টাউন হলের সামনে রিক্সার হাতলে জাতীয় পতাকা বেঁধে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন খালেক। তিনি বলেন, জাতীয় পতাকা দেখলেই মনটা ভালো হয়ে যায়। তাই নিজেও একটা কিনেছেন। যাত্রীরাও এটা পছন্দ করবে আশা করা যায়। রূপাতলী এলাকার ভাড়ার মটরসাইকেল চালক সুজন বললেন, ‘বছরের অন্য সময় গাড়িতে পতাকা টানানোর নিয়ম নেই। ডিসেম্বর মাসে এই নিয়ম মাফ। এ সময় গাড়িতে পতাকা টাঙ্গালে নিজেকে অনেক বড় মনে হয়।’ বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী জাহিদ বলেন, বছরের অন্য সময়েও দেশের প্রতি টান থাকে। ডিসেম্বরসহ কয়েকটা মাসে এটা প্রকাশ করার উপলক্ষ পাওয়া যায়। তাই পতাকা কিনি। মাথায়, হাতে ফেট্টি বাঁধি। বাঙালি আবেগী জাতি। আমরা আবেগ প্রকাশ করতে জানি। তাই বিভিন্ন দিবসে উৎসবে মাতি। দিবস ভেদে নানা অনুষঙ্গের মাধ্যমে আবেগের প্রকাশ করি। এখন সারা দেশের মত বরিশালেও উড়ছে বিজয়ের পতাকা। দেখতেও ভালো লাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *