বরগুনায় ১০ দফা দাবিতে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের মানববন্ধন

বরগুনায় কিন্ডারগার্টেন স্কুলের জন্য সহজ শর্তে ঋণ ও শিক্ষকদের আর্থিক সহায়তা প্রদানসহ ১০ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বেলা সাড়ে ১২ টা থেকে ১ টা পর্যন্ত প্রেসক্লাব চত্তরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এ মানববন্ধন করে।

মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, ফরিদ উদ্দিন ফোরকান, জেলা কমিটির আহবায়ক ইলিয়াস আহমেদ, পাথরঘাটা উপজেলা কমিটির সভাপতি মোঃ সুমন মিয়া।

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে মহামারী করোনা ভাইরাসে জনজীবন বিপর্যস্ত। এমন কোন খাত নেই যেখানে করোনার কারণে ক্ষতির শিকার হচ্ছে না। করোনার ভয়াবহ পরিস্থিতিতে বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য কিন্ডার গার্টেনের শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হয়ে আজ অনেকে মানবতর জীবনযাপন করছে।

মানববন্ধন ও সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *