শেবাচিমে করোনা উপসর্গে নারীর মৃত্যু

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর (৪০) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টা ৪০ মিনিটে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে ঝালকাঠী সদরের কেফায়েত নগরের বাসিন্দা ওই নারীকে (হাফিজা বেগম) করোনা উপসর্গ নিয়ে গত রবিবার রাত ৯টায় শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করেন তার স্বজনরা। তার নমুনা রিপোর্ট এখনও হাতে পায়নি মেডিকেল কর্তৃপক্ষ।

এ নিয়ে গত ২৯ মার্চ থেকে শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ জনের মৃত্যু হলো। যার মধ্যে ২৮ জনের করোনা পজেটিভ এবং ৩৯ জনের করোনা নেগেটিভ। ৮ জনের রিপোর্ট পাওয়ায় অপেক্ষায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে নানা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৫৩২ জন। যার মধ্যে ১৮৯ জনের করোনা পজেটিভ এবং নেগেটিভ ৩৯৩ জনের। নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার অপেক্ষায় রয়েছেন ৫০ জন। চিকিসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১১ জন।

মঙ্গলবার বিকেল পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১১১ জন। চিকিৎসাধীন রোগীদের মধ্যে ৫০ জনের করোনা পজেটিভ। রোগীদের সেবা দিতে গিয়ে এ পর্যন্ত হাসপাতালের ১৫ জন ডাক্তার, ৭৬ জন নার্স এবং ৩৩ জন কর্মচারীসহ মোট ১২৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *