কলাপাড়ায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন করলো কোয়ান্টাম সদস্যরা

কামাল হাসান রনি:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় আলীপুরে গোড়াআমখোলায় অতুল চন্দ্র রায়ের ছেলে অমল চন্দ্র রায় (৬০) করোনা উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় গতকাল সন্ধায় মৃত্যু বরন  করেন। অমল চন্দ্র পিরোজপুরের মঠবাড়িয়া একজন করোনা রোগীর সংস্পর্শে ছিলেন। মঠবাড়িয়া থেকে আলীপুরের গোড়াআমখোলায় আসলে  লতাচাপলী ইউনিয়ন চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লার তত্ত্বাবধানে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। হোম কোয়ারান্টাইনে থাকা অবস্থায় ১০ম  দিনে করোনা উপসর্গ নিয়ে মৃতুবরন করেন।কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসানাত মোহাম্মদ শহিদুল হক-এর নির্দেশে মহিপুর থানা পুলিশের সহযোগিতায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকর্মীরা আজ সকালে তার নমুনা সংগ্রহ করে। কলাপাড়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যান পরিষদ সৎকারের দায়িত্ব  নেয়ার  পরে তারা অপারগতা প্রকাশ করে।  সৎকার্য করার জন্য মহিপুর থানার ইনচার্জ অফিসার মনিরুজ্জামান  যোগাযোগ করেন মহিপুর থানার কোয়ান্টাম সদস্য এস আলম হাওলাদারের সাথে । মহিপুর থানা ইনচার্জ  অফিসার মনিরুজ্জামান এবং এস আলম হাওলাদার  সৎকার্য করার জন্য বরিশাল থেকে ৬ সদস্যদের  একটি টিমকে ডাকেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ মোতাবেক কোয়ান্টাম সদস্যরা নিয়ম মেনে মহিপুর থানা ইনচার্জ অফিসার মনিরুজ্জামান, ডিউটি অফিসার এস আই মনিরুজ্জামানসহ মহিপুর থানা পুলিশ এবং স্থানীয় প্রতিনিধি আনছার উদ্দিন মোল্লার  সহযোগিতায় শেষকৃত্য  সম্পন্ন করেন।  বরিশাল কোয়ান্টাম টিম কলাপাড়া উপজেলা প্রশাসন, মহিপুর থানা এবং স্থানীয় প্রতিনিধিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মহিপুর কোয়ান্টাম সদস্য এস আলম হাওলাদার জানান, ভবিষ্যতেও করোনা রোগীর দাফন,সৎকার করার জন্য কোয়ান্টাম সদস্যরা প্রস্তুত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *