দীর্ঘ‌দি‌নের জমিজমা সংক্রান্ত বি‌রোধের শান্তিপূর্ণ সমাধান করলেন অ্যাডিশনাল এসপি মাহমুদ

আরিফুর রহমান আরিফ:

ঝালকাঠিতে প্রভাবশালী দুই গ্রুপ জ‌মি নি‌য়ে বি‌রোধ মিমাংসার জন্য দীর্ঘ‌‌দিন পর্যন্ত স্থানীয় সা‌লিশ, রাজ‌নৈ‌তিক নেতা, থানা, জেলা লিগ্যাল এইড অফিসসহ বি‌ভিন্ন জায়গায় বারবার গি‌য়েও হ‌‌য়েছেন ব্যর্থ।‌ অবশেষে মিমাংসিত হ‌য়ে‌ছে জমিজমা সংক্রান্তে দীর্ঘদিনের বি‌রোধ।

স্থানীয় সূ‌ত্রে জানা যায়, ঝালকাঠি জেলার নলছিটি থানার দপদপিয়া এলাকার শাহজাহান মোল্লার সা‌থে একই এলাকার মিজান মাস্টার গংদের সাথে দীর্ঘ‌দিন যাবৎ জ‌মি সংক্রান্ত বি‌রোধ চ‌লে আস‌ছিল।

জ‌মি নি‌য়ে বি‌রোধ মিমাংসার জন্য দীর্ঘ‌দিন পর্যন্ত বি‌ভিন্ন মানু‌ষের সহ‌যো‌গিতা চে‌য়ে ব্যর্থ হ‌য়ে সমস্যার কোন সমাধান পান‌নি তারা। অবশেষে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নির্দেশে সরেজমিনে এসে উভয়পক্ষের উপস্থিতিতে দীর্ঘদিনের জ‌মি নি‌য়ে বি‌রোধ মিমাংসা করলেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান।

রবিবার (১৭ মে) অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মাহমুদ হাসানের সু‌কৌশ‌লী ভূমিকায় সম‌ঝোতার দ্বারপ্রা‌‌ন্তে পৌঁছানো সম্ভব হয়। এতে মিমাংসা হ‌য় দীর্ঘ‌দি‌নের জমিজমা বি‌রোধ। এতে স্থানীয় জনগণ এবং উভয়পক্ষই জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

বি‌রোধ মিমাংসার বিষ‌য়ে স্থানীয় সা‌লিশদারগণ ব‌লেন, দীর্ঘ‌দিন থে‌কেই এই জমি নি‌য়ে সমস্যা বিদ্যমান ছিল। আমরা একাধিকবার চেষ্টা ক‌রেও এ সমস্যার কোন সমাধান কর‌তে পা‌রি‌নি। আজ পুলিশের আন্তরিক চেষ্টায় সেটার শান্তিপূর্ণ সমাধান হয়‌েছে। ত‌বে এবার আর কোন বি‌রোধ থাক‌বে না ব‌লে আশা ক‌রছি।

দীর্ঘ‌দি‌নের সমস্যা নিরস‌নের বিষ‌য়ে মাহমুদ হাসান বলেন বিষয়টি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সরেজমিনে উপস্থিত হয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উভয়পক্ষের সাথে আলোচনাসাপেক্ষে দীর্ঘদিনের চলমান বিরোধের শান্তিপূর্ণ সমাধান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *