ঝালকাঠির ‘স্বপ্নপুরণ’ পাঁচ টাকায় পনের দিনের খাদ্য সামগ্রী দিলো সারে ৩শ পরিবারকে

ঝালকাঠি প্রতিনিধি ॥ ‘স্বপ্নপুরন সমাজ কল্যাণ সংস্থা’ এটি ঝালকাঠির একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন। কভিড ১৯ নভেল করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে সরকারের নির্দেশনায় মানুষ যখন ঘরমুখী হয়ে বেকার দিন কাটাচ্ছে। এমনই সময় মধ্যবিত্তরা পড়েছে বিপাকে। তারা কারোকাছে হাত পেতে চাইতেও পারেনা। ঠিক তখনই তাদের পাশে দাঁড়ালো ‘স্বপ্নপুরন সমাজ কল্যাণ সংস্থা’টি। করোনা প্রাদুর্ভাবে ঝালকাঠির সারে ৩’শ পরিবারকে ইতিমধ্যে খাদ্য সহায়তা দিয়েছে তারা। এ সংগঠনের খাদ্য সহায়তার ধরনটা ছিল একটু ভিন্ন রকমের। আর তাহলো সাহায্য নয়, কেনাকাটা। একটি পরিবারের ১৫ দিনের চাল, ডাল, আলু, তেল, পিঁয়াজ, লবণ, সাবান দিয়েছে ৫ টাকার বিনিময়ে। রমজান মাসে এই মালামালের সাথে যোগ করা হয়েছে ছোলা, চিনি, চিড়া। আসন্ন ঈদুল ফিতর ঊপলক্ষে ছোলা এবং চিড়ার পরির্বতে দেয়া হচ্ছে দুধ ও সেমাই। স্বাস্থ্য সুরক্ষার জন্য এর সাথে সকল ক্রেতাকে একটি করে মাক্স দেয়া হচ্ছে। এসব খাদ্যপন্য ৫ টাকায় কিনে নিচ্ছে সাধারণ মধ্যবিত্তরা। সংগঠন সুত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে তাদের ৫ টাকার পন্য বিক্রি ৪’শ পার হবে। যেহেতু এটি একটি সেচ্ছাসেবী সংগঠন, সেহেতু ৫ টাকায় হাজার টাকার সামগ্রী দিতে অনেকটা হিমসিম খেতে হয়েছে সংগঠন কর্তৃপক্ষের। চাহিদা অনেক কিন্তু তাদের রয়েছে অর্থনৈতিক সীমাবদ্ধতা। আর তাই তারা সঠিক প্রাপ্য পরিবারকে আগেই টোকেন সরবরাহ করে পন্য বিক্রি করেছে। তবে এই সংগঠনের বিগত দিনে সামাজিক কর্মকান্ড গ্রহনযোগ্য হওয়ায় করোনার এই দুর্যোগকালে তাদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে শরিয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার, সুইডেন প্রবাসীসহ কয়েকজন দানবীর। তাই সেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নপুরন সমাজকল্যাণ সংস্থা’ তাদের কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম হয়েছে। সাধারন মানুষের স্বপ্নপুরন করতেই ২০১৬ সালের বিজয়ের মাসের ৩০ তারিখে ঝালকাঠি পৌর এলাকার কৃষ্ণকাঠির যুবক রিয়াজ খান অশ্রু এই সংগঠনটির প্রতিষ্ঠা করেন। যিনি বর্তমানে সভাপতির দায়িত্বে থেকে নিষ্ঠার সাথে কর্তব্য পালন করে যাচ্ছেন। প্রতিষ্ঠার ৪ বছরে ব্যাপক সুনামও অর্জন করেছে এ সংগঠনটি। ঈদ বস্ত্র, শীত বস্ত্র বিতরণসহ নানা কর্মসুচী বিগত দিনে সুনাম ও গ্রহনযোগ্যতার সাথে পালন করেছে তারা। করোনার সক্রমণ শুরুর দিকে বিভিন্ন মসজিদের অজুখানায় সাবান টাঙিয়েদিয়ে বেশ প্রশংসাও কুড়িয়েছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *