বরিশাল সদর আসনে নৌকার কান্ডারী হতে চান মাহাবুব উদ্দিন বীরবিক্রম

শামীম আহমেদঃ মাহবুব উদ্দিন বীরবিক্রম। তিনি ১৯৪৫ সালের ৩ জানুয়ারী বরিশালের সদর উপজেলার আমনতগঞ্জে জন্মগ্রহন করে। ১৯৬৭ সালে পুলিশের পিএসপি অফিসার পদে যোগদান করেন। ১৯৭১ সালে ঝিনাইদাহের মহকুমার জেলার পুলিশ প্রশাসক ছিলেন। ২৫ মার্চ রাতে পাকিস্তানী সেনাবাহীনি গনহত্যা শুরু করলে তিনি ঝাপিয়ে পরেছিলেন হানাদার বাহিনীর বিরুদ্ধে। তিনি সরাসরি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর বেশে লড়াই করেছিলেন। তার এই অবদান আজও সাধারন মানুষের মুখে মুখে। দেশের এই ত্যাগী নেতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। দেশের জন্য নিজেকে উজার করে দিয়েছেন এই নেতা। আওয়ামীলীগের নৌকার পক্ষে গত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনেও তাকে দেখা গেছে। আওয়ামীলীগ প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল¬াহর জন্য তিনি দিন রাত পরিশ্রম করে নৌকার বিজয় নিশ্চিত করেছেন। তার এই ত্যাগের স্বিকৃতি স্বরুপ তিনি বরিশাল ৫ আসন থেকে এবছর মনোনয়ন পাবে বলে আশাবাদী বরিশালবাসী। উন্নয়নের ধারাবাহিকতা ও বরিশাল বরিশাল ৫ আসনকে আধুনিকায়ন করতে তার বিকল্প নেই বলেও জানিয়েছে সাধারন ভোটাররা। জনপ্রিয় এই নেতার নেতৃত্বে বরিশাল আরো সামনের দিকে এগিয়ে যাবে এমনটাই সাধারনের প্রত্যাশা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ০৫ আসনে একাধিক প্রার্থী থাকলেও তিনি ব্যতিক্রমী একজন নেতা। লোভ লালসা, আর দূর্নীতি তার কাছে পৌছাতে পারেনি। সবার মতো নয় , আওয়ামীলীগকে ভালোবেশে আওয়ামীলীগের পাশে থেকে প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ গড়তে তিনিও অংশিদার হতে চান। ১৯৭১ সালের মহান মুক্তিযদ্ধে যেমন তার অবদান ভোলার নয়, তেমনি বিরোধী দলের নির্যাতন সহ্য করে দলের স্বার্থে রাজপথের আন্দোলনও মানুষ ভুলতে পারবেনা। ১৯৯১ সালের নির্বাচন, ৯৬ এর নির্বাচনে জোর করে মাহবুব উদ্দিন বীর বিক্রমকে হারালেও বরিশাল ছেড়ে যাননি। থেকেছেন মানুষের কাছাকাছি। সাধারন মানুষের বুকভরা ভালোবাসায় তিনি দলের জন্য কাজ করে গেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলাপ হয় আওয়ামীলীগ থেকে মনোনয় প্রত্যাশী মাহবুব উদ্দিন বীরবিক্রমের সাথে। তিনি বলেন, আমি সাধারন মানুষের ভালোবাসা পেয়েছি। চাকুরী জিবনে কারো সাথে আপোশ করিনি। দূর্নীতি মুক্ত থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছি। কর্মজীবনে নয় ব্যক্তি জীবনেও মানুষের পাশে থেকে তাদের সুখ: দুখে পাশে থাকার চেষ্টা করেছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করি। দল আমাকে যোগ্য মনে করলে আমি বরিশাল সদর আসন থেকে মনোনয়ন পাবো। তিনি বলেন, বর্তমান সরকার দেশকে আধুনিক ও উন্নয়নশীল দেশে রুপান্তরিত করেছে। সরকারের এই উন্নয়নের ধারাবাধিকতা বজায় রাখতে আমি পারবো বলে বিশ্বাস করি। আজকের বরিশাল আগামী ৫ বছর পর এমন থাকবেনা। উন্নয়রনের ধারাবাধিকতা বজায় থাকলে বরিশাল হবে শ্রেষ্ঠ এক মহানগরী। মহাবুব উদ্দিন বীরবিক্রম বলেন, আমি ইতমধ্যে মানুষের আস্থা অর্জন করতে পেরেছি। তাদের জীবন যুদ্ধ আমি পরিলক্ষিত করেছি। তাদের চাওয়া পাওয়া আমি জানি। তিনি আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা যাতে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রদান করবেন আমি তার হয়ে কাজ করবো। কেননা এখানে প্রার্থী একাধিক হতে পারে কিন্তু যারাই প্রচারনা করবে সবাই নৌকার জন্য ভোট চাইবে। ভবিষতে বরিশালের বিভিন্ন উন্নয়ন কার্যাক্রমের কথা উলে¬খ করে তিনি বলেন, আমি নির্বাচিত হলে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। উন্নয়নের জন্য যে অর্থ বরাদ্দ হবে তা উন্নয়নেই ব্যয় করা হবে। তিনি বলেন, আমি বয়সে প্রবীন হলেও মনের দিক থেকে তুরুন। তাই তরুন সমাজের সাথে একত্রে কাজ করতে চাই। তারা আমাকে সমর্থন দিয়ে সামনের দিনগুলোতে পাশে থেকে কাজ করবে বলে আামি মনে করি। সবশেষে তিনি বলেন, এবছরই হয়তো আমি নির্বাচন করতে পারবো। আগামী ৫ বছর পর আমার নির্বাচন করার মতো শক্ত নাও থাকতে পারে। তাই আমি যদি এবছর নির্বাচিত হই তাহলে আমি যে উন্নয়ন কার্মকান্ড করে যাবো আগামী প্রজন্ম সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পারবে। আর এসবকিছুই তরুন সমাজের জন্য। মাহবুব উদ্দিন বীর বিক্রম বরিশাল সদর ০৫ আসনেবিভিন্ন সামাজিক , সাংস্কৃতিক অঙ্গনে সাহায্য সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। স্কুল , কলেজ মাদ্রাসা, ক্লাব উন্নয়নে তিনি অনুদান প্রদান করেছেন। খরা, মন্দা, বণ্যা, প্রাকৃতিক দূর্যোগে তিনি গরীব দুখীদের মাঝে অনুদান প্রদান করেছেন। নদী ভাঙ্গন গৃহহীনদের বিভিন্ন সময়ে আর্থিক অনুদান বিতরন করেছেন। সকল প্রকার সামাজিক কর্মকান্ডে তিনি অংশ নিয়ে সহযোগীতা করেছেন। এমনকি গরীব, অসহায় পরিবারের বিবাহতে সাহায্য সহযোগীতা ও নিজে উপস্থিত থেকে তা সম্পন্ন করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *