বানারীপাড়ায় করোনা সন্দেহে তিন জনের নমুনা সংগ্রহ

বরিশালের বানারীপাড়ায় প্রাণঘাতি করোনাভাইরাস সন্দেহে তিন জনের নমুনা সংগ্রহ করে সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে অথবা প্রয়োজনে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রন ও গবেষণা ইনস্টিটিউটে ( আইইডিসিআর) পাঠানো হবে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এসএম কবির হাসান জানান। মঙ্গলবার সকালে উপজেলার সলিয়াবাকপুর ও চৌয়ারীপাড়া গ্রামের দু’জন ও পৌর শহরের ৯নং ওয়ার্ডের কুন্দিহারে একজনের জ্বর, সর্দি ও কাশি সহ করোনার উপসর্গ থাকায় তাদের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়। এদের মধ্যে একজন নারায়নগঞ্জ থেকে এসেছে বলে জানা গেছে। নমুনা সংগ্রহের পরে ওই তিনজনকে তাদের নিজ বাসায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের প্রত্যেকের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে এবং তিনজনই পুরুষ। এর আগে এক রোগীর নমুনা সংগ্রহ করে বরিশালে পাঠানোর পরে পরীক্ষা-নিরীক্ষায় করোনাভাইরাসের আলামত পাওয়া যায়নি বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *