বরিশাল নগরীতে জীবানুনাশক স্প্রের মাধ্যমে পানি ছিটানো কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
বরিশাল নগরীতে প্রাণঘাতী কোভিড-(১৯) করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধের কার্যক্রম ও শহরকে রক্ষা করার লক্ষে প্রধান প্রধান সড়ক ও নগরীর বিভিন্ন অলিগলিতে জীবাণুনাশক  স্প্রের মাধ্যমে পানি ছিটানো কার্যক্রমের উদ্ভোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

আজ মঙ্গলবার (১৪ই) এপ্রিল সকাল সাড়ে ১১ টায় নগরীর ফজলুল হক এ্যাভিনিয় সড়ক পুরাতন কালেক্টরেট ভবন ও সিটি কর্পোরেশনের মোড়ে ফায়ার সার্ভিসের গাড়ী দ্বারা জীবণুনাশক স্প্রের মাধ্যমে পানি ছিটানোর কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে একাজে উদ্বোধন করা হয়।

আরো উপস্থিত ছিলেন বরিশাল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বিভাগীয় উপ-পরিচালক এবিএম মোন্তাজ উদ্দিন,এডি আখতারুজ্জামান,ডিএডি ফারুক হোসেন সিকদার সহ এলজিইডি কর্তৃপক্ষ।

এসময় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন আমাদের সরকারী উপহার স্বরুপ খাদ্য সামগ্রী বিতরন কাজ অব্যাহত আছে।

এখানে কেহ বাদ পড়বে না সবাইকে একটু কষ্ট করে ধয্য ধরতে হবে। করোনা আজ দেশবাশী সকলের এজন্য সকলকে কোন সমাগম করে কথা-বার্তা নয় সবাই ভাল ও সুস্থ থাকার জন্য ঘড়ে নিরাপদে যেন আমরা সকলেই থাকি। আপনি ভাল থাকুন ঘড়ের সকলকে সুস্থ ও ভাল রাখার আহবান জানান।

পরে নগরীর বিভিন্নস্থানে ঘুড়ে ঘুড়ে জীবনুনাশক স্প্রের মাধ্যমে পানি ছিটানো হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *