করোনা: ঝালকাঠিতে হাত ধোয়ার ব্যবস্থা করল সবুজসংঘ ক্লাব

নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে সবুজসংঘ ক্লাবের উদ্যোগে ঝালকাঠিতে পথচারীদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় জেলা আওয়ামী লীগ অফিসের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন সবুজসংঘ ক্লাবের উপদেষ্টা ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ খান।
এসময় উপস্থিত ছিলেন সবুজসংঘ ক্লাবের সাধারণ সম্পাদক ও দাবানল টোয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক কাজী মারুফুজ্জামান ইরান, জেলা যুবলীগ নেতা
কাওসার হোসেন মায়েজ, মো. আক্তার হোসেন, এনামুল হক জুয়েল, মোস্তাফিজুর রহমান রিংকু প্রমুখ।
সবুজসংঘ ক্লাবের সাধারণ সম্পাদক কাজী মারুফুজ্জামান ইরান সাংবাদিকদের জানান, ‘করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। সচেতনতার প্রথম শর্ত হচ্ছে হাত ধোয়া। মূলত পথচারীদের সচেতন করে তুলতেই হাত ধোয়ার এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পথচারীরা এখানে হাত ধুতে পারবেন। এজন্য সাবান ও পানি ক্লাবের পক্ষ থেকে সরবরাহ করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *