বরিশালে চার রোগীর দালালকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

বরিশালে মোবাইল কোর্ট অভিযানে ৪ জন রোগীর দালালকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় জেলা প্রশাসন বরিশালের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বীর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

বরিশাল নগরীর বাটারগলি এলাকায় এ অভিযানে সহযোগিতা করেন মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম।

আটকৃতরা সবাই বরিশালের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের জন্য দালালী করে আসছে।

তাদের আটক করে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারা লঙ্ঘনের দায়ে ৩ জনকে ১মাসের এবং ১ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আতাউর রাব্বী জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *