বিএম কলেজের সাবেক অধ্যক্ষ এমবি চৌধুরী আর নেই

ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের কৃতি সন্তান দেশবরেণ্য শিক্ষাবিদ মেসবা উল বার চৌধুরী (এমবি চৌধুরী) বৃহস্পতিবার (৪ জুলাই) ভোর রাতে ঢাকায় একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।শতবর্ষী এই মানুষটি শুধু শিক্ষাবিদই ছিলেন না তিনি ছিলেন, একজন বিদ্বান, বিদ্যোৎসাহী, নিরহংকার, নির্ভীক মানুষ।

সারাজীবন তিনি জ্ঞান অন্বেষণ, জ্ঞানের চর্চা ও জ্ঞান বিতরণে নিজেকে উৎসর্গ করেছেন। আদর্শবান এ মানুষটি কখনো তাঁর আদর্শ থেকে বিচ্যুত হননি। তাঁর চারিত্রিক দৃঢ়তা ইস্পাতসম। তিনি অত্যন্ত দৃঢ় অথচ বিনয়ী। নীতির প্রশ্নে তিনি থেকেছেন অবিচল। তিনি সারাজীবন তাঁর ছাত্রদের আদর্শবান মানুষ হওয়ার জন্য উপদেশ দিয়েছেন এবং পথ প্রদর্শন করেছেন। তিনি মনে করেন মনুষ্যত্বই একজন আদর্শবান মানুষের মূল ভিত্তি। মেসবা-উল বার চৌধুরীর জন্ম ১৯১৯ সালের ১লা ফেব্রুয়ারি মাধবপুর থানার বহরা গ্রামে।

তাঁর পিতা ছিলেন বিশিষ্ট সমাজসেবক হবিগঞ্জ লোকাল বোর্ডের সদস্য ও ২নং সার্কেলের সরপঞ্চ আজিজুল বার চৌধুরী। মেসবা-উল বার চৌধুরী এমবি চৌধুরী নামে সমধিক পরিচিত।

এমবি চৌধুরী ১৯৩৪ সালে হবিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুল থেকে ৪ বিষয়ে লেটার মার্কস পেয়ে ১ম বিভাগে মেট্রিকুলেশন পাস করেন। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সমগ্র আসামের মধ্যে ২জন ছাত্র ১৫ টাকা বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেন। দু’জনের একজন হলেন এমবি চৌধুরী আর অপরজন হলেন ডা. জামশেদ বখত। সিলেট এমসি কলেজ থেকে ১৯৩৬ সালে ১ম বিভাগে আইএসসি এবং একই কলেজ হতে ১৯৩৮ সালে বিএ পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪০ সালে অর্থশাস্ত্রে এমএ পাস করেন। তিনি সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র ছিলেন। তিনি হলের ছাত্র সংসদের মেম্বার নির্বাচিত হয়েছিলেন।

১৯৪১ সালে আসাম এডুকেশন সার্ভিসে (AES) যোগদান করেন। প্রথম কর্মস্থল ছিল সিলেট এমসি কলেজ। কর্মজীবনে ১৯৪১-১৯৬১ সাল পর্যন্ত প্রায় একটানা ২০ বছর সিলেট এমসি কলেজের অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেন। ১৯৬১ সালে ‘লিডারশিপ প্রোগ্রাম’-এর আওতায় মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা ও সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক উন্নয়ন ও ঐতিহাসিক স্থান সরজমিনে প্রত্যক্ষ করার জন্য মার্কিন সরকার তাঁকেসহ তদানিন্তন পাকিস্তানের একদল শিক্ষককে যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য আমন্ত্রণ জানান। সেখানে তিনি হার্ভার্ড, মিশিগান, শিকাগো, সান্টিয়াগো মেকগিল প্রভৃতি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ব্যাপক জ্ঞান লাভ করেন। বিভিন্ন সভা-সেমিনার ইত্যাদিতে অংশগ্রহণ করেন। প্রায় ৪ মাস পর দেশে ফিরলে ১৯৬২ সালের ফেব্রুয়ারি মাসে সরকার তাঁকে বরিশাল বিএম কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ করেন। ১৯৬৫ সালের জুন মাস পর্যন্ত উক্ত কলেজের প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন।

১৯৬৫ সালের জুলাই মাসে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রিন্সিপাল হিসেবে নিয়োগ পান। সেখানে প্রায় দুই বছর দায়িত্ব পালন করে ১৯৬৭ সালের জুলাই মাসের মধ্য ভাগে যোগ দেন খুলনা বিএল কলেজের প্রিন্সিপাল হিসেবে। ১৯৭১ সালের প্রথমদিকে সরকার তাঁকে রংপুর কারমাইকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে নিয়োগ দেয়। কিন্তু তিনি রংপুর যেতে রাজি না হলে ১৯৭১ সালের ফেব্রুয়ারি মাসে তিনি শিক্ষা অধিদপ্তরে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন।

১৯৭৩ সালের আগস্ট মাসে সরকার তাঁকে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। শিক্ষা বোর্ডের এসএসসি ও এইচএসসি পরীক্ষাসমূহ গ্রহণে চরম বিশৃঙ্খলা দেখা দেয় এক শ্রেণির পরীক্ষার্থী অবাধ নকলের সুযোগ চায়। কোনো কোনো রাজনৈতিক নেতা এতে সায় দেন। কিন্তু দৃঢ়চেতা এমবি চৌধুরী তাঁর দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাদের কাছে মাথানত না করে অত্যন্ত কঠোর হস্তে তা দমন করেন। ছাত্র নেতারা শিক্ষামন্ত্রীকে জানালে একপর্যায়ে তৎকালীন শিক্ষামন্ত্রী তাঁর কাছে ধর্না দেন। কিন্তু তিনি তাঁর সিদ্ধান্তে অটল থাকেন। পানি অনেকদূর গড়ায়। ডাক পড়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর অফিস গণভবনে। দুজনে সামনা-সামনি কথা বলেন। বঙ্গবন্ধু এমবি চৌধুরীর যুক্তি মেনে নেন এবং তাঁর চারিত্রিক দৃঢ়তা দেখে মুগ্ধ হন। ফলে কিছুদিনের মধ্যেই তিনি এমবি চৌধুরীকে শিক্ষা বিভাগের সর্বোচ্চ পদ জন শিক্ষা পরিচালক (ডিপিআই) হিসেবে নিয়োগ প্রদান করেন। ডিপিআই পদে ১৯৭৪ সালের আগস্ট মাসে যোগ দিয়ে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে ১৯৭৬ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

অবসর গ্রহণের পর তৎকালীন প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল জিয়াউর রহমান তাকে ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ করেন। কলেজটিকে একটি সুশৃঙ্খল ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলে ১৯৮৪ সালে সেখান থেকে অবসর গ্রহণ করেন। সিলেটবাসীর অব্যাহত দাবির প্রেক্ষিতে সরকার ১৯৮৬ সালে সিলেটে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করে এবং ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে। এমবি চৌধুরী ছিলেন সেই কমিটির অন্যতম সদস্য। কমিটির দ্রুত রিপোর্ট দাখিল করলে প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ এমবি চৌধুরীকে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক নিয়োগ করেন। সেই সুবাদে তিনি ১৯৮৬-১৯৮৮ সাল পর্যন্ত সিলেটের প্রথম বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের Project Director ছিলেন। তাঁর কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফলে বিশ্ববিদ্যালয়টি দ্রুত প্রতিষ্ঠা লাভ করে। নবগঠিত বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে তাঁকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু Project Director হিসেবে দায়িত্ব পালনের সময় সরকারের সর্বোচ্চ পর্যায়ের অন্যায় আদেশের কাছে মাথানত না করায় তাঁকে সে পদে নিয়োগ দেয়া হয়নি।

দেশের একজন প্রবীণ শিক্ষাবিদ হিসেবে তিনি সর্বত্র সমাদৃত। তাঁর ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মরহুম আবদুস সামাদ আজাদ, দুই অর্থমন্ত্রী মরহুম শাহ এএমএস কিবরিয়া, সাবেক অর্থমন্ত্রী মরহুম সাইফুর রহমান এবং সাবেক অর্থমন্ত্রী এএমএ মুহিত, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, দেওয়ান ফরিদ গাজী, সুরঞ্জিত সেনগুপ্ত, সাবেক সিএসপি মফিজুর রহমান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনসহ অসংখ্য প্রতিষ্ঠিত ব্যক্তি।

তাঁর একান্ত প্রচেষ্টায় মাধবপুরের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, চুনারুঘাটের রাজার বাজার উচ্চ বিদ্যালয় এবং কানাইঘাট উচ্চ বিদ্যালয় সরকারি স্কুল হিসেবে স্বীকৃতি পায়। দেশের শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে পাকিস্তানের প্রবল ক্ষমতাধর তদানিন্তন প্রেসিডেন্ট আইয়ুব খান ও শীর্ষস্থানীয় আমলা আলতাফ গওহর তাঁর পরামর্শ চেয়েছেন। প্রেসিডেন্ট আইয়ুব খান ও আলতাফ গওহর তাঁর নিকট ব্যক্তিগতভাবে পত্র লিখেছেন। তাঁকে তৎকালীন পূর্ব পাকিস্তানের ৪টি সেরা কলেজের প্রিন্সিপাল হিসেবে নিয়োগ দিয়েছেন। শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত দেশ-বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন সভা-সেমিনারে সরকারি প্রতিনিধি দলের সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। স্বাধীনতার পর শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নকলমুক্ত পরিবেশে পাবলিক পরীক্ষা অনুষ্ঠানের বিষয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁকে গণভবনে ডেকে নিয়ে পরামর্শ গ্রহণ করেছেন। শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং উচ্চ শিক্ষা সম্প্রসারণে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ তাঁকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়ে তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন।

ব্যক্তিগত জীবনে তিনি ১৯৪১ সালে হবিগঞ্জের তৎকালীন এসডিও আসাম সিভিল সার্ভিসের কৃতী পুরুষ সৈয়দ নবীব আলীর ২য় মেয়ে জোবেদা খাতুনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি ৫ সন্তানের জনক। তাঁর বড় সন্তান আনোয়ারুল বার চৌধুরী সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক সচিব ও ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের পদে দায়িত্ব পালন করে ২০০৪ সালে অবসর গ্রহণ করেন, অপর সন্তান ড. ইফতেখার-উল বার চৌধুরী এবং ইতরাদ-উল বার চৌধুরী দেশ-বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ করে বর্তমানে আমেরিকায় গুরুত্বপূর্ণ পদে চাকরি করছেন। কন্যা মমতাজ চৌধুরী সৌদি এয়ার লাইনস এবং রোকসানা বার চৌধুরী শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। তাঁর স্ত্রী জোবেদা বার চৌধুরী বিশিষ্ট সমাজসেবক ও নারীনেত্রী। তিনি দীর্ঘদিন যাবৎ ঢাকা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। এখনও তিনি লেডিস ক্লাবের সাথে যুক্ত রয়েছেন। তিনি ২০০৪ সালে আজাদ প্রডাক্টস লিমিটেড কর্তৃক ‘রত্ন গর্ভা’ সম্মাননা লাভ করেন। এ ছাড়া সিলেট রত্ন ফাউন্ডেশন ২০০৮ সালে তাঁকে ‘রত্ন গর্ভা মা’ এ্যাওয়ার্ড প্রদান করে। এমবি চৌধুরী ‘স্মৃতির পাতা থেকে’ নামে একটি চমৎকার আত্মজীবনীমূলক গ্রন্থ রচনা করেছেন যা থেকে তাঁর দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতার কথা বর্তমান প্রজন্ম জানতে পারবে। প্রায় শতবর্ষ বয়সী এই শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় ও জালালাবাদ অ্যাসোসিয়েশন কর্তৃক সম্মানিত হয়েছেন। একাধিকবার তিনি জালালবাদ শিক্ষা ট্রাস্টের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

বেশ কয়েকদিন চেষ্টার পর গত ০১ জুন ২০১৮ শুক্রবার সুযোগ হয়েছিল শ্রদ্ধাভাজন এ মানুষটির সাথে কিছুটা সময় কাটানো ও কথা বলার। আলাপচারিতায় তাঁর কাছে জানতে চেয়েছিলাম তিনি কেমন আছেন, উত্তরে তিনি জানান আল্লাহর মেহেরবাণীতে ভালো আছেন। ১৯৩৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন। তাঁর বিভাগের শিক্ষক এবং সহপাঠীদের মনে পড়ে কি-প্রশ্ন করা হলে তিনি বলেন, কিছুটা মনে পড়ে, তবে শিক্ষকদের নাম মনে নেই। শুধু বিভাগীয় প্রধানের নাম মনে আছে। তখন অর্থনীতি বিভাগের প্রধান (হেড অফ দি ডিপার্টমেন্ট) ছিলেন প্রফেসর অমিয় চক্রবর্তী।

আলাপচারিতায় তিনি জানান, তখন তার বিভাগে ৫০ জনের মত ছাত্র ছিল। কিন্তু কোনো ছাত্রী ছিল না। সেই সময় উচ্চশিক্ষায় মুসলমান মেয়েদের অংশগ্রহণ ছিল খুবই নগণ্য। উচ্চশিক্ষায় মুসলমান শিক্ষার্থীরা প্রথম দিকে আলীগড় বিশ্ববিদ্যালয়ে, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণের জন্য আসতে থাকে। প্রথমদিকে খুবই নগণ্য সংখ্যক মেয়ে শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতে দেখা যেতো।

শিক্ষা জীবন সম্বন্ধে জানতে চাইলে তিনি জানান, তাঁদের বাড়িতেই প্রাথমিক বিদ্যালয়ে, এবং আউলিয়াবাদ মাধ্যমিক স্কুলে লেখাপড়া করেছেন, তারপর হবিগঞ্জ সরকারি হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন করেন। সিলেট এম.সি কলেজ থেকে বিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.এ ডিগ্রি লাভ করেন। সে সময়ে সামাজিক ও অর্থনৈতিক অবস্থা কেমন ছিল- জানতে চাইলে তিনি জানান, সে সময় সামাজিক অবস্থা ভালো ছিল। কিন্তু অর্থনৈতিক অবস্থা উচ্চমানের ছিল না।

পরিবার সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, তাঁর স্ত্রী জোবেদা বার চৌধুরী ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে Political Science -এ এম.এ ডিগ্রি অর্জন করেন। বড় ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ, মেজ ছেলে Agricultural Science -এ এম.এ এবং ছোট ছেলে আমেরিকা থেকে অর্থনীতিতে এমএ ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। তাঁর বড় কন্যা মমতাজ বার চৌধুরী ও ছোট কন্যা রোকসানা বার চৌধুরী, দু’জনেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি লাভ করেন।

তাঁকে প্রশ্ন করেছিলাম আপনার জীবনের লক্ষ্য কি ছিল? তা কি অর্জিত হয়েছে? উত্তরে তিনি জানান, তাঁর জীবনের লক্ষ্য ছিল সৎ ও ভদ্রভাবে সুখে-শান্তিতে জীবনযাপন করা। আল্লাহ শুকুর তা অর্জিত হয়েছে।
তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন সে সময়কার এবং বর্তমান সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি কি পার্থক্য দেখতে পাচ্ছেন-এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাদের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা ছিল শান্ত এবং শিক্ষার পরিবেশ ছিল খুবই উন্নত। কিন্তু বর্তমানে তার ঠিক উল্টো।

বর্তমান প্রজন্মের তরুণ সমাজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তাঁর কোনো দিকনির্দেশনা বা পরামর্শ আছে কি না-জানতে চাইলে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপদেশ দেয়ার জন্য রাজনৈতিক দলগুলোই যথেষ্ট। এর বাইরে কারো কোনো উপদেশ তাদের কাছে গ্রহণযোগ্য হবে কি না জানি না। তিনি বলেন, সে সময়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা শুধুমাত্র জ্ঞানার্জনের প্রতিই মনোনিবেশ করতো। তাঁর মতে, Politics should not be alowed in campus. তিনি মনে করেন, শিক্ষা ক্ষেত্রে রাজনীতি থাকা উচিত নয়।
জনাব মেসবা-উল বার চৌধুরী ঢাকা ইউনির্ভাসিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর মহামিলন উৎসব ২০১০ এবং হিরন্ময় অ্যালামনাই মেলবন্ধন ২০১৬-তে সবচেয়ে বয়োজ্যৈষ্ঠ সম্মানিত অ্যালামনাই হিসেবে প্রধান অতিথির আসন অলংকৃত করেছিলেন।

তাঁর সময়কার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, সে সময় অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক অমিয় চক্রবর্তীকে একদিন ক্লাসে একটি প্রশ্ন করেছিলেন। কিন্তু উত্তর দেয়ার আগেই ক্লাসের সময় শেষ হয়ে যায়। সন্ধ্যার পর অধ্যাপক অমিয় চক্রবর্তী তার হলের রুমে এসে হাজির হন। তিনি বলেন, তুমি ক্লাসে একটি প্রশ্ন করেছিলে। ক্লাস শেষ হয়ে যাওয়াতে তার উত্তর আমি দিতে পারিনি। সে প্রশ্নের উত্তর দিতে আমি এসেছি। তারপর তিনি সুন্দর করে সে প্রশ্নের উত্তর বুঝিয়ে দিয়ে যান। তিনি আরো বলেন, সে সময় তিনি সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র ছিলেন। তখন হলের প্রভোস্ট ছিলেন ইংরেজী বিভাগের প্রধান ড. হাসান।

তাঁর সাথে বেশ খানিকটা সময় কাটিয়ে ফিরে আসি। তিনি বর্তমান প্রজন্মের এবং জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিদায় জানান।

সৌজন্যে- দৈনিক মানবজমিন

বুদ্ধ পূর্ণিমায় জঙ্গি হামলার শঙ্কা: সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমাকে ঘিরে জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনও আশঙ্কা না থাকলেও আগাম প্রস্তুতি হিসেবে দেশের প্রত্যেক পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া। পাশাপাশি ডিএমপির প্রতিটি থানা ও পুলিশ ফাঁড়ির নিরাপত্তা জোরদার করতে বলেছেন তিনি। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত ব্লক রেইড ও তল্লাশি কার্যক্রম বাড়াতেও বলেছেন ডিএমপি কমিশনার।

এ উৎসবকে সামনে রেখে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশ বলছে, আগামী ১৮ মে অনুষ্ঠিতব্য বুদ্ধ পূর্ণিমাকে ঘিরে ইতোমধ্যে সব ধরণের নিরাপত্তামূলক প্রস্তুতি সম্পন্ন করেছে ডিএমপি।

সম্প্রতি ডিএমপি সদর দফতরে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় কমিশনার এই নির্দেশনা দেন। সভায় ঢাকার ৫০ থানার ওসিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, গোয়েন্দা পুলিশ ও সিটিটিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত থাকা নির্ভরযোগ্য একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমপির দায়িত্বশীল সূত্র জানায়, সম্প্রতি নিউজিল্যান্ডের মসজিদ এবং শ্রীলংকায় গির্জা ও হোটেলে হামলার পরিপ্রেক্ষিতে ধর্মীয় উপাসনালয়গুলোর নিরাপত্তায় বিশেষ পদক্ষেপ নিয়েছে ডিএমপি। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও।

আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে জঙ্গিবিরোধী কার্যক্রমে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে গত ২৮ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত ডিএমপি জঙ্গিবিরোধী গণসংযোগ সপ্তাহ পালন করে। এছাড়া নগরীর গুরত্বপূর্ণ স্থানে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।

ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা সূত্র জানায়, নাশকতার জন্য সব সময় জঙ্গিরা জনাকীর্ণ স্থানগুলোকে টার্গেট করে। তাই গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনায় সিসিটিভি সংখ্যা বাড়িয়ে সার্বক্ষণিক মনিটরিংয়ের মধ্যে রাখতে বলা হয়েছে। ভাড়াটিয়া স্থান পরিবর্তন করলে বাড়িওয়ালারা থানায় তথ্য জানাচ্ছেন কিনা তা নিয়মিত পর্যবেক্ষণে রাখতে হবে এমন নির্দেশনা দিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘কোনো কোনো থানা এটা করছে না, যা ঠিক নয়।’ সঠিক তদারকির মাধ্যমে ভাড়াটিয়া তথ্য আপডেট করার জন্য জোর নির্দেশনা দেন কমিশনার। একই সাথে বিট পুলিশিং কার্যক্রমকে আরও বেশি এগিয়ে নেওয়ার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

এদিকে গত শনিবার ভারতীয় জি-নিউজের এক প্রতিবদেনে আগামী ১৮ মে বুদ্ধ পূর্ণিমায় পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে জঙ্গিরা হামলা করতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো’র (আইবি) বরাত দিয়ে আইএসপন্থী জঙ্গি সংগঠন জেএমবি ‌‌‘ফিদায়ী’ হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে। এছাড়া গত মাসে শ্রীলঙ্কায় ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার পর রাজধানী ঢাকাসহ সারাদেশে এমনিতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এরমধ্যেই গত ২৯ এপ্রিল গুলিস্তান এলাকায় তিন পুলিশ সদস্যদের ওপর বোমা হামলা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। ঘটনার পর সেই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস। ওই দিন সকালেই এলিট ফোর্স র‌্যাব রাজধানীর মোহাম্মদপুরে একটি জঙ্গি আস্তানায় অভিযান চালালে দুই জঙ্গি আত্মঘাতী হয়। এছাড়া আল-কায়েদা সমর্থিত বালাকোট মিডিয়ার মাধ্যমে জঙ্গিদের ‘লোন উলফ’ হামলার পরিকল্পনার খবরও প্রকাশ হয়েছে সম্প্রতি।

তবে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিচালক এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বলেন, ‘আসন্ন বুদ্ধ পূর্ণিমা উদযাপনকে কেন্দ্র করে সন্ত্রাসী ও নাশকতামূলক হামলার সুনির্দিষ্ট কোনও আশঙ্কা নেই। তারপরও, বাড়তি সতর্কতা হিসেবে গোয়েন্দা সংস্থাগুলোকে নজরদারি বাড়াতে বলা হয়েছে। বাড়তি সতর্কতা অবলম্বনের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নির্দেশ দেয়া হয়েছে। বিশেষ করে বৌদ্ধ মন্দিরসহ সব ধর্মীয় উপাসনালয়গুলোকে সুরক্ষিত রাখার জন্য পুলিশের সকল ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।’

এই কর্মকর্তা বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালাতে বলা হয়েছে। স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ ও জনগণের সঙ্গে পরামর্শ করে নিরাপত্তা পরিকল্পনা সাজাতে বলা হয়েছে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিং ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তা নিতেও পরামর্শ দেওয়া হয়েছে।

সম্প্রতি ডিএমপির একজন পুলিশ সদস্য ইয়াবাসহ গ্রেফতার হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার। তিনি বলেছেন, ব্যক্তি পুলিশের অসদাচরণ বা অপরাধমূলক কোনও কর্মকাণ্ডের দায় বাংলাদেশ পুলিশ নেবে না। যেসব সদস্যের বিরুদ্ধে এরকম অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা এবং ফৌজদারি আইনে শাস্তি নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।

ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, অপরাধ সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন নির্দেশনা, বিভিন্ন ধরনের অপরাধ পর্যালোচনা করা হয়েছে। একইসঙ্গে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়েছে।

এফ আর টাওয়ারে আগুন: ফারুক-তাসভিরুল ৭ দিনের রিমান্ডে

রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে ভয়াবহ আগুনের ঘটনায় জমির মালিক এস এম এইচ আই ফারুক ও ভবনের বর্ধিত অংশের মালিক তাসভিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে ঢাকা মুখ্য মহানগর আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে বেলা পৌনে ৩টায় মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক জালাল উদ্দিন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্তদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর এফ আর টাওয়ারে আগুন লাগে। ভয়াবহ এ আগুন ছড়িয়ে পড়ে ২২ তলাবিশিষ্ট ওই ভবনের কয়েকটি তলায়। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে সশস্ত্র বাহিনীর সদস্য ও বিমানবাহিনীর পাঁচটি হেলিকপ্টার ব্যবহার করা হয়। এ আগুনে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। এতে আহত ও দগ্ধ হয়েছেন অন্তত ৭০ জন।

এ ঘটনায় শনিবার রাতে বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিল্টন দত্ত বাদী হয়ে মামলা করেন। এতে এস এম এইচ আই ফারুক, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান ও তাসভিরুল ইসলামকে আসামি করা হয়। এরপর শনিবার রাতে এস এম এইচ আই ফারুককে তার বারিধারার বাসা থেকে এবং তাসভিরুল ইসলামকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

৬৩০ কোটি টাকায় হবে ১১ মডার্ন ফায়ার সার্ভিস স্টেশন

দেশের সার্বিক উন্নয়নের সঙ্গে ফায়ার সার্ভিসকে আরও আধুনিক করতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন নির্মাণের পাশাপাশি ১১টি আধুনিক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের প্রকল্প হাতে নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, এজন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬২৯ কোটি ৭৩ লাখ ৫৫ হাজার টাকা। সরকারের নিজস্ব অর্থায়নে ২০২১ সালের ৩০ জুনের মধ্যে এসব স্টেশন স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সূত্র জানিয়েছে, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এ-সংক্রান্ত প্রকল্পে প্রশাসনিক আদেশে সম্মতি প্রদানের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। সেই সঙ্গে প্রকল্পটির অনুমোদিত অঙ্গভিত্তিক ব্যয় বিভাজনও দেয়া হয়েছে।

এক্ষেত্রে ১১টি মডার্ন ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ ও পূর্ত কাজে ব্যয় ধরা হয়েছে ১৫৮ কোটি ৭৫ লাখ ২৩ হাজার টাকা। ভূমি অধিগ্রহণ বা ক্রয়ের জন্য ৫৮ কোটি ৫৫ লাখ ১৮ হাজার টাকা; ১০টি কেন্দ্রের জন্য আসবাবপত্র বাবদ এক কোটি তিন লাখ ৫০ হাজার টাকা, রূপপুর-পাবনা কেন্দ্রের জন্য আসবাবপত্র বাবদ ১০ লাখ ৭৫ হাজার টাকা; প্রকল্প পরিচালকের অফিসের জন্য আসবাবপত্র ক্রয় বাবদ পাঁচ লাখ টাকা এবং তৈজসপত্র ও অন্যান্য খাতে ব্যয় ধরা হয়েছে ২৯ লাখ ৭০ হাজার টাকা।

এছাড়া সরঞ্জামাদিসহ কম্পিউটার বা ল্যাপটপ কেনায় দুই লাখ টাকা; ফটোকপি মেশিনের জন্য আড়াই লাখ টাকা; ফ্যাক্স বাবদ ৫০ হাজার টাকা; একটি ইন্সপেকশন জিপ ক্রয়ে ৭০ লাখ ৩০ হাজার টাকা; ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট কেনার জন্য ২৬৫ কোটি ৮৮ লাখ ৫০ হাজার টাকা এবং ফায়ার ফাইটিং এক্সেসরিজ কেনা বাবদ ১৯ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।

বেতার সরঞ্জাম ও টাওয়ার স্থাপন বাবদ ১৪ লাখ ৩০ হাজার টাকা; রিপিটারের জন্য ৩৫ লাখ টাকা; ৪৪টি ওয়াকিটকি সেট কেনার জন্য ৩৩ লাখ টাকা এবং আমদানি শুল্ক, ভ্যাট ও অন্যান্য ব্যয় বাবদ ধরা হয়েছে ৭৮ কোটি ১৩ লাখ ২৬ হাজার টাকা।

এছাড়া ফিজিক্যাল কন্টিনজেন্সি বাবদ ১১ কোটি ৭৭ লাখ এবং প্রাইস কন্টিনজেন্সি বাবদ ব্যয় ধরা হয়েছে ২৯ কোটি ৪২ লাখ ৬৯ হাজার টাকা।

বেতন খাতে কর্মকর্তাদের জন্য ৪২ লাখ ১৩ হাজার টাকা; কর্মচারীদের জন্য ১৬ লাখ ৭৮ হাজার টাকা; কর্মকর্তা-কর্মচারীদের ভাতা বাবদ ৬০ লাখ ৭১ হাজার টাকা; টিএ/ডিএ ও ওভারটাইম বাবদ পাঁচ লাখ টাকা এবং শ্রমিকদের মজুরি বাবদ ব্যয় ধরা হয়েছে ১২ লাখ ৯০ হাজার টাকা।

টেলিফোন ও মোবাইল বিল বাবদ ২০ লাখ টাকা; যানবাহন রেজিস্ট্রেশন বিল পাঁচ লাখ টাকা; ফুয়েল, লুব্রিকেন্ট ইত্যাদি বাবদ পাঁচ লাখ টাকা; খেলার সামগ্রী বাবদ দুই লাখ ৬৪ হাজার টাকা; ১১টি স্থাপত্য নকশা বাবদ ১১ লাখ টাকা এবং ১১টি কাঠামো নকশা বাবদ ব্যয় ধরা হয়েছে ২২ লাখ টাকা।

প্রাক্কলন, দরপত্র, ডিপিপি ছাপানো, বাঁধানো বাবদ ৬৯ লাখ টাকা; স্টেশনারি বাবদ পাঁচ লাখ টাকা; পত্রিকার বিজ্ঞপ্তি বাবদ ৪৮ কোটি ৩০ লাখ টাকা; বিভিন্ন খাতে সম্মানী বাবদ ১০ লাখ টাকা এবং ম্যাটেরিয়াল পরীক্ষা ও মান নিয়ন্ত্রণ বাবদ ব্যয় ধরা হয়েছে ১১ লাখ টাকা।

১১ দফা ডিজিটাল সার্ভের জন্য ১২ লাখ ১০ হাজার টাকা; ১১ দফা মাটি পরীক্ষার জন্য ১৩ লাখ ২০ হাজার টাকা; বিদেশে প্রশিক্ষণ বাবদ এক কোটি টাকা এবং মেরামত ও সংরক্ষণ খাতে ব্যয় ধরা হয়েছে পাঁচ লাখ টাকা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন উপজেলায় নতুন ঘরবাড়ি ও কল-কারখানা হচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সব উপজেলায় ৫৬৫টি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের সব উপজেলায় ৫৬৫টি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কাজ শেষ পর্যায়ে।

তিনি বলেন, ইতোমধ্যে ৪০৬ উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কাজ শেষ হয়েছে। বাকি ১৫৯টি স্টেশন নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। এসব স্টেশন তৈরির কাজ শেষ হলে মানুষের জানমাল সুরক্ষায় ফায়ার সার্ভিসের সামর্থ্য বৃদ্ধি পাবে।

ভোলা বরিশাল ব্রীজের অর্থায়নের জন্য সেতু মন্ত্রণালয় কাজ করছে- তোফায়েল আহমেদ

ভোলা প্রতিনিধি:  ভোলা আসনের সংসদ সদস্য ,আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য,বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এই দেশে জিয়াউর রহমান ক্ষমতায় ছিলো । স্বাধীনতার চেতনা মূল্যবোধকে ধ্বংস করেছিলো। স্বাধীনতা বিরোধীদের রাজনীতিতে পুনরবাসিত করেছিলো। খালেদা জিয়াও ক্ষমতায় ছিলো। তিনিও স্বাধীনতা বিরোধীদের গাড়িতে পতাকা দিয়ে ছিলো। বিএনপি কোন ভিত্তির উপর জন্ম গ্রহণ করেনি। দিনে দিনে মানুষের কাছে তা পরিচিতি লাভ করেছে। যার কারনে বিগত নির্বাচনে মাত্র ৬টি আসন পেয়েছে। আর বিএনপি জোট পেয়েছে মাত্র ৮টি আসন। আর আওয়ামী লীগের ৪৯ সালে জন্ম। আজকে ৭০ বছর আওয়ামী লীগ কতো উথœান পতন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুকে ১৩ বছর কারাগারে বন্ধি করে রেখেছে। কিন্তু তিনি আপোস করেনি। আজ শনিবার দুপুরে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় দিনের মতবিনিময় সভায় সদর উপজেলা ধনিয়া ও চরসামাইয়া ইউনিয়নের আওয়মী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অনুষ্ঠিত মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। তিনি আরো বলেন, ভোলা-বরিশাল বীজের সম্ভবতা যাচাই হয়েছে। অর্থায়নের জন্য সেতু মন্ত্রনালয় কাজ করে চলেছে। এই ব্রীজটি হলে ভোলা পর্যটন কেন্দ্র হবে। ভোলা সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন’র সভাপতিত্বে মতবিনিময় সভায় ভোলা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলুসহ ২ ইউনিয়নের কয়েক হাজার নারী পুরুষ নেতাকর্মী অংশ নেয়। উল্লেখ্য, গত বুধবার থেকে ভোলা আওয়মী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে ৫ দিন ব্যাপী মতবিনিময় সভা শুরু হয়।

রমজানে পণ্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের আগাম প্রস্তুতি

চাহিদার তুলনায় নিত্যপ্রয়োজনীয় পণ্য অনেক বেশি মজুদ থাকায় রমজান মাসে পণ্যের দাম স্বাভাবিক থাকবে- এমন কথা কয়েক বছর ধরে বলে আসছে বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু শেষ পর্যন্ত পণ্যের মূল্য স্বাভাবিক থাকে না। অধিক মূল্য দিয়েই ক্রেতাদের পণ্য কিনতে নাভিশ্বাস ওঠে। তাই এবার একটু আগেভাগেই প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

এরই অংশ হিসেবে রমজান মাস সামনে রেখে ছয়পণ্য আমদানি বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। রোজায় সবচেয়ে বেশি ব্যবহার হয় এমন ছয়টি পণ্য হচ্ছে- ভোজ্যতেল, চিনি, ডাল, ছোলা, পেঁয়াজ ও খেজুর। রমজানে যাতে এ ধরনের পণ্যসামগ্রীর কোনো সঙ্কট তৈরি না হয় সে লক্ষ্যে ব্যবসায়ীদের আমদানি বাড়ানোর পরামর্শ দেয়া হয়েছে। একই সঙ্গে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি নিয়মিত বাজার তদারকি করবে প্রধানমন্ত্রীর কার্যালয়ও।

কারসাজি করে দাম বাড়ানোর কৌশল নেয়া হলে অপরাধী ব্যবসায়ীকে এবার পেতে হবে কঠোর শাস্তি। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. মফিজুল ইসলাম  বলেন, ‘রমজান উপলক্ষে অন্যান্য বারের মতো এবারও আমাদের মজুদ পরিস্থিতি খুব ভালো। রমজানে যেসব পণ্যের চাহিদা বেশি থাকে সেগুলোর মজুদ আরও বাড়ানো হচ্ছে। ওই সময়ের চাহিদা বিবেচনায় নিয়ে আমদানি বাড়ানোসহ যা করণীয় সরকারের পক্ষ থেকে সব করা হবে। এছাড়া এবার সরকার নিয়ন্ত্রিত সংস্থা টিসিবির কার্যক্রম আরও বাড়ানোর পদক্ষেপ নেয়া হবে।’

মে মাসের প্রথম সপ্তাহে এবার রোজা শুরু হবে। সে হিসাবে আর দু’মাস পর আসছে মাহে রমজান। রমজানে পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখায় করণীয় ঠিক করতে এ মাসেই ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, বিপণন ও মূল্য পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে। ওই প্রতিবেদনে ভোক্তাদের জন্য এ সুখবর দিয়ে আরও বলা হয়, রমজানের চাহিদাকে পুঁজি করে কেউ যাতে অস্বাভাবিকভাবে পণ্যের মূল্য বৃদ্ধি করতে না পারে সে লক্ষ্যে বাজারের দিকে গোয়েন্দা সংস্থার তীক্ষ্ণ নজরদারি থাকবে। ওই প্রতিবেদনে বিভিন্ন পণ্যের চাহিদা ও জোগান বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

oil-1

ভোজ্যতেল : বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ১৫ লাখ টন ভোজ্যতেলের বার্ষিক চাহিদা রয়েছে। প্রতি মাসে গড়ে এক লাখ ১০ হাজার টন সয়াবিন ও পাম অয়েলের চাহিদা রয়েছে। এর মধ্যে রমজান মাসে চাহিদা প্রায় আড়াই লাখ টন। এর মধ্যে দেশে প্রায় সাড়ে সাত লাখ টন সরিষা উৎপাদন হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজার থেকে অপরিশোধিত এবং পরিশোধিত সয়াবিন ও পাম অয়েল আমদানি করে ঘাটতি পূরণ করতে হয়। ঘাটতি পূরণে ২০১৮-১৯ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই থেকে ফেব্রুয়ারি) আট লাখ ৬৪ হাজার টন ভোজ্যতেল আমদানি করা হয়েছে। আরও বেশ কয়েক টন ভোজ্যতেল আমদানি পাইপ লাইনে রয়েছে। সুতরাং এ মুহূর্তে চাহিদার তুলনায় অনেক বেশি ভোজ্যতেল মজুদ রয়েছে।

Onion

পেঁয়াজ : দেশে প্রায় ২২ লাখ টন পেঁয়াজের চাহিদা রয়েছে। প্রতি মাসে গড়ে এক লাখ ৭০ হাজার টন চাহিদা থাকলেও শুধু রোজার মাসে চাহিদা দাঁড়ায় তিন লাখ টন। এর মধ্যে দেশে ২৩ লাখ টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। এনবিআরের তথ্য মতে, চলতি অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত সাত লাখ ২০ হাজার টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। তাই চাহিদার তুলনায় এ মুহূর্তে দেশে পেঁয়াজ অনেক বেশি রয়েছে। তাই সরবরাহ ব্যবস্থা যথেষ্ট স্বাভাবিক ও দাম ভোক্তার ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে। রমজানেও দাম বাড়ার কোনো আশঙ্কা নেই।

sugar-3

চিনি : দেশে প্রায় ১৫ লাখ টন চিনির বার্ষিক চাহিদা রয়েছে। রোজার মাসে তিন লাখ টন চাহিদা দাঁড়ায়। এর মধ্যে দেশে প্রায় ৬৫ হাজার ৫৬২ টন চিনির উৎপাদন হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজার থেকে চিনি আমদানি করে ঘাটতি পূরণ করতে হয়।

এনবিআরের তথ্য মতে, ঘাটতি পূরণে ব্যবসায়ীরা গত ২০১৭-১৮ অর্থবছরে প্রায় ২৫ লাখ টন চিনি আমদানি করে। সে হিসাবে গত অর্থবছরে আমদানি করা চিনির মজুদ রয়েছে নয় লাখ টন। এছাড়া চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই থেকে ডিসেম্বর) সাড়ে আট লাখ টন চিনি আমদানি হয়েছে। সুতরাং এ মুহূর্তে চাহিদার তুলনায় অনেক বেশি চিনির মজুদ রয়েছে।

dal-4

ডাল : দেশে প্রায় চার লাখ টন ডালের বার্ষিক চাহিদা রয়েছে। রমজান মাসে চাহিদা দাঁড়ায় ৬০ টন। এর মধ্যে দেশে ১০ লাখ টন সব ধরনের ডালের উৎপাদন হয়েছে। এছাড়া ব্যবসায়ীরা ২০১৮-১৯ অর্থবছরের প্রথম আট মাসে প্রায় সাত লাখ টন ডাল (মশুর ও মুগ ডাল) আমদানি করেছে। সুতরাং এ মুহূর্তে চাহিদার তুলনায় অনেক বেশি ডালের মজুদ রয়েছে।

sola-5

ছোলা : অভ্যন্তরীণ মার্কেটে বার্ষিক ছোলার চাহিদা রয়েছে এক লাখ টন। রমজান মাসে চাহিদা দাঁড়ায় ৮০ হাজার টন। এর মধ্যে সাত হাজার টন দেশে উৎপাদিত হয়ে থাকে। বাকিটা আমদানি করে চাহিদা মেটানো হয়।

এনবিআরের তথ্য মতে, ঘাটতি পূরণে ব্যবসায়ীরা ২০১৮-১৯ অর্থবছরের প্রথম আট মাসে প্রায় দুই লাখ টন ছোলা আমদানি করেছে। সুতরাং এ মুহূর্তে চাহিদার তুলনায় দ্বিগুণেরও বেশি ছোলার মজুদ রয়েছে।

Khajur

খেজুর : দেশে বার্ষিক প্রায় ২০ হাজার টন খেজুরের চাহিদা রয়েছে। এর মধ্যে রমজানে চাহিদা প্রায় ১৮ হাজার টন। এনবিআরের তথ্য মতে, চলতি বছরের মার্চ পর্যন্ত অর্থাৎ প্রথম আট মাসে প্রায় ৪০ হাজার টন খেজুর দেশে আমদানি হয়েছে। সুতরাং এ মুহূর্তে চাহিদার তুলনায় দ্বিগুণ খেজুর মজুদ রয়েছে। ফলে খেজুরের বাজার স্বাভাবিক রয়েছে। তাই রমজানেও খেজুরের দাম বাড়বে না বলে দাবি করা হয় বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে।

এছাড়া প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, চাল, গম, আদা ও রসুনের মজুদ চাহিদার চেয়ে অনেক বেশি। ফলে এসব পণ্যের বাজার স্বাভাবিক রয়েছে। রমজানেও দাম বাড়বে না বলে দাবি করছে বাণিজ্য মন্ত্রণালয়।

ইলিয়াস কাঞ্চনের পর এবার শাহজালালে পিস্তল নিয়ে মামুন

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পিস্তল নিয়ে বিতর্ক শেষ না হতে না হতেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে প্রথম চেকিং পার হওয়ার পর নিজের সঙ্গে অস্ত্র থাকার কথা স্বীকার করলেন মামুন আলী নামে এক যাত্রী। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে অভ্যন্তরীণ টার্মিনালে এই ঘটনা ঘটে।

শাহ শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-১৩১ ফ্লাইটে সিলেটে যাওয়ার জন্য বেলা সাড়ে ১১টার দিকে অভ্যন্তরীণ টার্মিনালে আসেন মোহাম্মদ মামুন আলী। তার সঙ্গে পিস্তল ও সাত রাউন্ড গুলি থাকলেও বিমানবন্দরে প্রবেশের সময় কোনো ঘোষণা না দিয়েই ভেতরে প্রবেশ করেন তিনি। অভ্যন্তরীণ টার্মিনালের প্রথম গেটের আর্চওয়েতে তার শরীর তল্লাশি করেন আনসার সদস্য রিপন। আর্চওয়ে পার হওয়ার পরেও মামুনের সঙ্গে থাকা অস্ত্র শনাক্ত করতে পারেননি সেখানের নিরাপত্তাকর্মীরা বলে দাবি মামুনের। এ সময় মামুন নিরাপত্তাকর্মীদের কাছে জানতে চান, ‘আপনাদের চেকিং কি শেষ হয়েছে? দায়িত্বরত আনসার সদস্য জবাবে ‘হ্যাঁ’ বললে যাত্রী মামুন বলেন, ‘আপনি কী চেক করলেন? আমার কাছে তো পিস্তল আছে।’ এরপর তিনি পিস্তল বের করেন এবং লাইসেন্সও দেখান।

ঘটনার কিছুক্ষণ পরই ঘটনাস্থলে উপস্থিত হন শাহজালালের অ্যাভিয়েশন সিকিউরিটির (এভসেক) পরিচালক নূরে আলম সিদ্দিকী। সে সময় এভসেক থেকে ইউএস-বাংলাকে বলা হয় ওই যাত্রীকে অফলোড করার জন্য। তবে এভসেক থেকে লিখিত কোনো ডকুমেন্ট না দেয়ায় মামুন আলীকে অফলোড করেনি ইউএস-বাংলা। পরবর্তীতে যাত্রী মামুন পিস্তল ও গুলি এয়ারলাইন্সের মাধ্যমে নিয়ম মেনে সঙ্গে করে সিলেটে নিয়ে যান।

সূত্রমতে, মামুন আলী নিজেকে জাতীয় মানবাধিকার কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে পরিচয় দেন।

এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এম মহিবুল হক বলেন, ‘এক শ্রেণির মানুষ মিডিয়া কাভারেজ পাওয়ার জন্যে এই হীন প্রক্রিয়া অবলম্বন করতে শুরু করেছে। বেবিচককে বিতর্কিত করে রাষ্ট্রকে অকার্যকর করা এর উদ্দেশ্য বলে আমি মনে করি।’

তিনি বলেন, ‘এ ধরনের তামাশা করা সমীচীন নয়। ঘোষণা না দিয়ে অস্ত্র নিয়ে বিমানে ওঠার ধৃষ্টতা না দেখানোই ভালো।’

প্রধানমন্ত্রীকে ববি উপাচার্যের অভিনন্দন

ববি প্রতিনিধি: সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় এবং বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি হিসেবে চতুর্থবারের মত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী পদে আসীন হতে যাওয়ায় বাঙালী জাতির জনক স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা মাদার অব হিউম্যানিটি দেশরত্ন শেখ হাসিনা কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ বিসিএসআইআর এর সাবেক চেয়ারম্যান বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রখ্যাত মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. এস এম ইমামুল হক । এক অভিনন্দন বার্তায় উপাচার্য  টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্বে আসীন হওয়াকে দেশরত্ন শেখ হাসিনার দৃঢ়চেতা মনোভাব, দূরদর্শী নেতৃত্ব এবং যুগোপযোগী উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে জনগনের পূর্ন আস্থা অর্জনের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন। দেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রার সফল কান্ডারি হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন বিকল্প নেই। উপাচার্য আশা প্রকাশ করে বলেন প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের মাধ্যমে বাংলাদেশ অচিরেই একটি উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে রোল মডেলে পরিনত হবে। একই সাথে প্রধানমন্ত্রীর সাবলীল নেতৃত্বে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক, জঙ্গীবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও মাদক মুক্ত রাষ্ট্রে পরিনত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।ববি উপাচার্য প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সু-স্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।

বরিশালে পৌঁছেছে নির্বাচনী সামগ্রী

আকিব মাহমুদ: একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে বরিশাল জেলার দশটি উপজেলায় ভোট গ্রহণের সব সামগ্রী পৌঁছেছে। শনিবার থেকে এসব উপকরণ স্ব-স্ব উপজেলা থেকে প্রতিটি কেন্দ্রে পৌঁছে যাবে। এতে রয়েছে ভোটের বাক্স, ব্যালট পেপার সহ অন্যান্য উপকরণ।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানিয়েছেন, বরিশালে ভোট গ্রহণের যাবতীয় কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন করেছেন। নির্বাচনী পরবেশ ও ভোট সুষ্ঠু করতে মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি ও সেনা বাহিনী। আর আগামী রবিবার সকাল ৮টা থেকে যথারীতি ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বরিশাল এবারও সেরা জেএসসিতে, জিপিএ-৫-এ শীর্ষে ঢাকা

আকিব মাহমুদ,বরিশাল: অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় আট বোর্ডের মধ্যে পাসের হারে গত বছরের মতো এবারও সেরা বরিশাল। অপরদিকে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে বরাবরের মতো শীর্ষে ঢাকা বোর্ড।

সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এবার জেএসসিতে পাসের হার ৮৫ দশমিক ২৮ শতাংশ। আটটি সাধারণ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন।

৯৭ দশমিক শূন্য পাঁচ শতাংশ পাসের হার নিয়ে আট বোর্ডের মধ্যে জেএসসিতে পাসে সেরা বরিশাল। গত বছরের মতো এবারও দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বোর্ড, এই বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৫৭ শতাংশ।

গত বছর পাসের হারে সবার নিচে অবস্থান করা কুমিল্লা বোর্ড তৃতীয় অবস্থানে উঠে এসেছে। কুমিল্লায় এবার পাসের হার ৮৬ দশমিক ৯৯ শতাংশ।

এবার ৭৯ দশমিক ৮২ শতাংশ পাসের হার নিয়ে সবার নিচে অবস্থান করছে সিলেট বোর্ড। এ ছাড়া ঢাকায় পাসের হার ৮৩ দশমিক ১৯, চট্টগ্রামে ৮১ দশমিক ৫২, যশোরে ৮৪ দশমিক ৬১, ও দিনাজপুরে ৮১ দশমিক ৬৩ শতাংশ। ঢাকা বোর্ডে এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২২ হাজার ৩৩৪ জন।

পাসের হারের মতো এবার জিপিএ-৫ প্রাপ্তিতে সবার নিচে রয়েছে সিলেট বোর্ড। এ বোর্ডে এবার এক হাজার ৬৯৮ জন জিপিএ-৫ পেয়েছে। গত বছরও সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছিল সিলেট বোর্ড।

এ ছাড়া রাজশাহী বোর্ডে ১৪ হাজার ৬৩৮, কুমিল্লা বোর্ডে ৩ হাজার ৭৪২, যশোর বোর্ডে ৭ হাজার ২৫৬, চট্টগ্রাম বোর্ডে ৫ হাজার ২৩১, বরিশাল বোর্ডে ৪ হাজার ৯০৬ ও দিনাজপুর বোর্ডে ৬ হাজার ৩০৩ জন জিপিএ-৫ পেয়েছে।