বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও ব‌রিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপির পক্ষে বরিশালে খাদ্য সামগ্রী বিতরণ করা হ‌য়ে‌ছে।

আজ রবিবার (১৯ এ‌প্রিল) প্র‌তিমন্ত্রীর প‌ক্ষে নগরীর ২১নং ওয়ার্ডে বিভিন্ন স্থানে কর্মহিন ২৬০টি পরিবারের মাঝে আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন এসব অসহায় মানু‌ষের কা‌ছে ত্রাণ সামগ্রী পৌ‌ঁছে দেন।

এসময় উপস্থিত ছিলেন ব‌রিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোয়ারের আব্দুল্লাহ জিন্নাহ, ওয়ার্ড আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজিব, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কানুন ও মহানগর ছাত্রলীগের নেতা শোভন সহ নেতাকর্মীবৃন্দ।

বরিশালে করোনা ইউনিটে চিকিৎসাধীন আরেক যুবকের মৃত্যু

মাত্র ৯ ঘন্টার ব্যবধানে বরিশাল শেল-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে আইসোলেশনে থাকা বেদে যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

মৃত্যু হওয়া যুবক লিটন (২৫) গত ১৭ এপ্রিল রাত ৯টায় জ্বর, সর্দি এবং কাশিসহ করোনার উপসর্গ থাকা সত্যেও তথ্য গোপন করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী ইউনিট-৩ এর ওয়ার্ডে ভর্তি হয়।

বিষয়টি প্রকাশ পেলে ওইদিন রাত রাত ১০টার দিকে লিটন নামের ওই যুবককে করোনা ওয়ার্ডে আইসোলেশনে পাঠানো হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে লিটনের।

বিষয়টি নিশ্চিত করেছেন শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম। তিনি বলেন, মৃত যুবক লিটন মেহেন্দিগঞ্জ উপজেলার সুলতানী গ্রামের আব্দুল সরদারের ছেলে। সে একজন বেদে ছিলেন বলে তার স্বজনদের কাছ থেকে জানাগেছে।

এর আগে আজ রোববার সকাল পৌনে ৮টার দিকে শেবাচিমের করোনা ওয়ার্ডে আইসোলেশনে মৃত্যু হয় জাহাঙ্গির হোসেন নামের অপর এক ব্যক্তির। তার বাড়ি মঠবাড়িয়ায়। তিনিরও করোনাভাইরাসের উপসর্গ ছিল।

১৮ এপ্রিল রাত ৯টা ৫০ মিনিটে তিনি শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। মৃতব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর পাশাপাশি মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া বিকেল সাড়ে ৫টায় মৃত্যু হওয়া যুবকের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রেরণ করা হলেও রিপোর্ট পাওয়া যায়নি।

বরিশালে বহিরাগত প্রবেশ বন্ধে সড়কে কঠোর অবস্থায় ডিসি খাইরুল আলম

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের নির্দেশে কোভিড -১৯ করোনা ভাইরাস প্রতিরোধে বরিশাল নগরীতে বহিরাগত প্রবেশ বন্ধে ডিসি (উত্তর) খাইরুল আলম সড়কে কঠোর অবস্থান গ্রহন করে চেকপোস্ট বসিয়ে নজরদারী করে যাচ্ছেন।

রবিবার সকাল থেকে শুরু করে দিনভর বেলতলা ফেরীঘাট,চাঁদপাশা বটতলা,রামপট্রি বাজার,রায়পাশা কড়াপুর এলাকার প্রবেশ মুখে বরিশালের বাহির থেকে প্রবেশ বন্ধে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়েছে পুলিশ।

এ সময় উপ-পুলিশ কমিশনার(উত্তর) মোঃ খাইরুল আলম বলেন, প্রাণঘাতি করোনা ভাইরাস এখন আর এক যায়গায় সীমাবদ্ধ নেই।দেশের সব যায়গায় ছড়িয়েছে।এ পরিস্তিতিতে আমাদের সকলের নিরাপত্তার স্বার্থে নিজেদের ঘরে থেকে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যেতে হবে।আপনারা বিনা প্রয়োজনে বাহিরে ঘোরাফিরা করে নিজেদের বিপদ ডেকে আনবেন না। আমরা সবাই শারীরিক দুরত্ব বজায় রেখে নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করে তুলতে পারলে ভয়াবহ এ রোগের হাত থেকে নিজেরা রক্ষাপাব। ভাল থাকবে আমাদের দেশ ও জাতি।

বরিশালে প্রাণঘাতী করোনা পরিস্থিতি মোকাবেলায় সমন্বিত জাতীয় কমিটি গঠন করার দাবী

প্রাণঘাতী কোভিড-১৯, করোনা ভাইরাস মোকাবেলার সামাজিক দুরুত্বের কারনে দেখা যাচ্ছে অনেকেই নিজে থেকেই সরে রয়েছেন। তাই সামাজিক দুরুত্ব নয় শারীরিক দুরুত্ব বজায় রেখে প্রশাসন সহ সকল দলের সমন্বিত হয়ে নগরীর খেটে খাওয়া দৈনিক আয়ের মানুষ সহ অসহায়,দুস্থ ও বস্তিবাশীদের পাশে দাড়াবার জন্য এক উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটি।

আজ (১৯ই) এপ্রিল সকাল ১১ টায় নগরীর ফকিরবাড়ি রোডস্থ মাতৃছায়া স্কুল সংলগ্ন বাসদ কার্যলয়ে শারীরিক দুরুত্ব বজায় রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার ইমনান হাবীব রুমনের সঞ্চলনায় উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল মেডিসিন বিশেষঞ্জ চিকিৎসক প্রফেসর এইচ.এম সরকার, বরিশাল জেলা বিএিনপি (দক্ষিণ) সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন,বাংলাদেশের ওয়াকার্স পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, মাক্সবাদী দল বরিশাল জেলা আহবায়ক সাইদুর রহমান,বরিশাল উদিচী সভাপতি সাংবাদিক সাইফুর রহমান মিরন,বিশ্ব সাহিত্য কেন্দ্রের বরিশাল শাখার সদস্য শেখ সুমন ও তরুন স্বোচ্ছাসেবী সংগঠন সদস্য কামরুন নাহার মোহনা।

এখানে উন্মুক্ত আলোচনা সভায় মেডিসিন বিশেষঞ্জ ডাঃ এইচ.এম সরকার বলেছেন আমাদের বর্তমান এই পরিস্থিতিতে মানুষকে করোনা সম্পর্কে অবহিত করার মাধ্যমে তাদেরকে সচেতন সৃষ্টি করার পাশাপশি তারা যেন শারীরিক দুরুত্ব বজায় রেখে চলাচল করে।

একই সময় তিনি আরো বলেন লকডাউন করে বসে থাকলে চলবে না। কারা খাবার পাচ্ছেন না সেবিষয়ে খোঁজ নিয়ে তাদের মাঝে সুষ্ট খাবার বন্টন করতে হবে। মনে রাখতে হবে দারিদ্রদের ক্ষুদা করোনার চেয়ে ভয়ংকর। ক্ষুদাত্ব ব্যাক্তিদের শাষন দিয়ে আটকে রাখা যাবে না। তাই সমন্বিতভাবে সকলকে এক হয়ে কাজ করলে এর কিছুটা সমাধান করা সম্ভব বলে তিনি মনে করেন।

পাশাপাশি তিনি আরো বলেন কোনভাবেই রোগকে আড়াল করা যাবে না। যার যার যে সমস্যা আছে সেগুলো চিকিৎসকের কাছে পরিস্কারভাবে তুলে ধরার আহবান জানান।

বরিশাল জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁন বলেন বর্তমান করোনা সংকটময়কালে জাতীয় প্রর্যায়ে থেকে শুরু জেলা,উপজেলা ও থানা প্রর্যায়ে সকলকে নিয়ে কমিটির মাধ্যমে এর সমস্যা সমাধান করা সম্ভব। একক বা পৃথকভাবে কাজ করে এ সমস্যা সমাধান করা সম্ভব নয় বলেই তিনি মনে করেন।

ওয়াকার্স পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু বলেন যতই মানুষকে গৃহবন্ধি করে রাখা হবে ততই খাদ্য সংকট দেখা দেবে। মানুষের পেটে ভাত না থাকলে সেতো রাস্তায় নামবে বেচে থাকার জন্য । এটা শুরুতেই প্রশাসনিকভাবে এই কার্যক্রম চালু করার প্রয়োজন ছিল।

তরুন সংগঠন লাল সবুজের সদস্য কামরুন নাহার মোহনা বলেন করোনার কারনে আকস্বিকভাবে ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবার কারনে সেসকল প্রতিষ্ঠানের কর্মচারীরা মালিক থেকে শুরু করে কারো কাছ থেকে কোন ধরনের আর্থিক ও খাদ্য সহযোগীতা পায়নি।

তারা চাইতে পারছে না। কারো কাছে মুখ ফুটে বলতে না পারার কারনেই কিছুই পাচ্ছে না। অন্যদিকে প্রশাসনের হট লাইন সম্পর্কে সমলোচনা করে বলেন পরের কথা কি ভরব আমি নিজেই আমার এলাকার সমস্যার কথা তুলে ধরার জন্য বহুবার চেষ্টা করেছি রিং হলে কেহ ধরে না নতুবা বিজি থাকে।
মোহনা প্রশাসনের হটলাইনটি শতভাগ রিসিভ করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। সেই সাথে হাসপাতালে কােনার দোহাই দিয়ে চিকিৎসকরা সাধারন রোগীদের নাজেহাল ও হেনস্তা করার অভিযোগ রয়েছে।

এসময় বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী আমরা করোনা পাদুর্ভাব দেখা দেয়ার শুরুতেই সভা সমাবেশের মাধ্যমে,মেডিকেল কলেজ হাসপাতালকে আধুনীক করার প্রস্তাব সহ সতর্ক করার চেষ্টা করেছি তখন আমাদের নিয়ে বিরুপ মন্তব্য করেছে।

আমরা আমাদের সংগঠনের মাধ্যমে নগরীর বিভিন্নপ্রান্তে ঘুড়ে ঘুড়ে ১০ হাজার হ্যান্ডওয়াস তৈরী করে বিতরন করেছি, এবং সেই সাথে ১মুঠো চালের কর্মসূচির মাধ্যমে দুস্থ আসহায় মানুষের মাঝে সেবা প্রদান করা হয়েছে।

অন্যদিকে বাসদ বরিশাল জেলা কমিটি দুস্থ ও অসহায়দের জন্য মানবেতর বাজারের মাধ্যমে ফ্রি নিত্যপ্রয়োজনীয় খাদ্য সরবরাহ করে যাচ্ছি।

এই করোনা পরিস্থিতির সংকটময়কালে সাধারন অসহায় মানুষের জন্য রেশনিং প্রদ্ধতি চালু করার পাশাপাশি চিকিৎসকদের সু-রক্ষার মাধ্যমে রোগীদের সেবা দিতে তার ব্যবস্থা করার আহবান জানান।

 

লকডাউন মানছে না বরিশালের মানুষ

করোনা সংক্রামন এড়াতে বরিশালে এক সপ্তাহ ধরে লকডাউন চললেও কোনভাবেই ঘরে থাকছে না মানুষ। বরং দিন দিন রাস্তাঘাট-বাজার এবং ব্যাংকে বাড়ছে মানুষ। গত ১২ এপ্রিল নগরীসহ জেলা লকডাউন ঘোষণার পর রবিবার সর্বাধিক মানুষজনের উপস্থিতি দেখা গেছে বাজারঘাট, রাস্তা এবং ব্যাংকে। রিক্সা, মোটরসাইকেল, বাইসাইকেল এবং ব্যক্তিগত যানবাহনের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। বাজার রোড, পোর্ট রোড, সদর রোড, গীর্জা মহল্লাসহ বিভিন্ন এলাকায় প্রায় স্বাভাবিক সময়ের মতো চিত্র দেখা গেছে।

রাস্তায় বের হওয়া মানুষের সাথে কথা বলে জানা গেছে, কেউ পরিবারের নিত্য দ্রব্য বাজার করতে, কেউ ওষুধ কিনতে, কেউ ব্যাংকিং করতে, কেউ অফিসের চাপে কাজে নামতে বাধ্য হয়েছেন। তবে কিছু সংখ্যক মানুষ রাস্তায় বের হয়েছেন বিনা কারণে নানা অজুহাতে।
দিনের প্রথমভাগে এই চিত্র থাকলেও দুপুরের পর রাস্তাঘাটে মানুষ কমতে থাকে। বিশেষ করে সন্ধ্যার পর সর্বত্র লকডাউনের চেহারা ফুঁটে ওঠে।

তবে করোনা এড়াতে আবারও জনগনকে নিজ নিজ ঘরে অবস্থানের আহ্বান জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। একই সাথে সরকারি স্বাস্থ্য বিধি অমান্য করলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেছেন তিনি।

জেলা প্রশাসক বলেন, সরকারি স্বাস্থ্য বিধি বাস্তবায়নে প্রতিদিন বরিশাল নগরীতে দুটি এবং জেলার প্রতিটি উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে। জনগনকে করোনার ভয়াবহতা সম্পর্কে সচেতন করা হচ্ছে। এরপরও নির্দেশ অমান্য করে গণজমায়েত সৃষ্টিকারী কিংবা অপ্রয়োজনে ঘর থেকে বের হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ভ্রাম্যমান আদালতসহ আইন শৃঙ্খলা বাহিনী।

এদিকে করোনাভাইরাস সংক্রামন ঠেকাতে বরিশালের রাস্তাঘাটে জীবাণুনাশক তরল পদার্থ স্প্রে কার্যক্রম অব্যাহত রেখেছে সিটি করপোরেশন। রবিবার নগরীর সদর রোডসহ প্রধান প্রধান সড়ক এবং অলিগলিতে জীবাণুনাশক স্প্রে করেছে সিটি করপোরেশন।

করোনার প্রকোপ না কমা পর্যন্ত জীবাণুনাশক স্প্রে কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিটি করপোরেশনের কর্মকর্তারা।

বরিশালে লকডাউন অমান্য করে জমসমাগম করার অপরাধে ২৯ হাজার টাকা জরিমানা

মোঃ শাহাজাদা হীরা:
বরিশালে জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজও বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত আছে। আজ ১৯ এপ্রিল রবিবার সকাল থেকে বরিশাল মহানগরীর চৌমাথা মোড়, নথুল্লাবাদ, কাশিপুর বাজার, বাংলা বাজার, আমতলার মোড়, সাগরদী, রুপাতলী, পুলিশ লাইন, কাউনিয়া, কাটপট্টি, বাজার রোড, লাইন রোড, ভাটিখানা, বিসিক নগরীর, নতুনবাজার ও ফলপট্টি এলাকায় জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

জনসমাগম করে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে সামাজিক দূরত্ব নিশ্চিত ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বরিশাল জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১২ টি দোকান এবং এক জম ব্যক্তিকে মোট ২৯ হাজার টাকা জরিমানা অাদায় করা হয়। নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ নাজমূল হুদা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রাব্বী। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি এ সময় বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে তা ছত্রভঙ্গ করা হয় এবং নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা, মাক্স পরার নির্দেশনা প্রদানের পাশাপাশি জেলা প্রশাসন এর পক্ষ থেকে মাক্স বিতরণ করা হয়।

এসময় সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয় এবং সন্ধ্যা ৬ টার মধ্যে জরুরি ঔষধ ব্যতীত সকল প্রকার দোকান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। এসময় মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা। অভিযান পরিচালনাকালে নগরীর কাউনিয়া এলাকায় ইসমাইল ও জাহিদ লকডাউন অমান্য করে বিনা প্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫ (১) ধারা মোতাবেক ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় মোঃ রনি নামে এক ব্যক্তি মোবাইল কোর্টের কার্যকর ভিডিও করার অপরাধে একই আইনে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ইউনুস নামে এক ব্যক্তিকে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে জনসমাগম করে পণ্য বিক্রয় করায় অপরাধে একই আইনে ১ হাজার টাকা জরিমানা করা হয়। নতুনবাজার এলাকায় অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে জনসমাগম করায় ৩ দোকান কে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। চৌমাথা এলাকায় কয়েকটি অপ্রয়োজনীয় দোকান ইলেকট্রনিকস দোকান খোলা রেখে ব্যাপক জনসমাগম করায় ৩ টি দোকান কে একই আইনে ৭৫০০ টাকা জরিমানা করা হয়।

কাঠপট্টি এলাকায় বারবার সতর্ক করার পর ও অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে ব্যাপক জনসমাগম করায় মামুনকে ৫ হাজাট টাকা ও ফোরকান কে ৮ হাজার টাকা একই আইনে জরিমানা করা হয়। অন্য একটি দোকানে অধিক জনসমাগম ছিল কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী গেলে দোকান খোলা রেখে পালিয়ে যায়। তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয় কিন্তু না আসায় বাজার কমিটির মৌখিক অনুরোধের প্রেক্ষিতে সিলগালা করা হয়।

এছাড়াও বেশ কয়েকটি স্পটে টিসিবির পণ্য বিক্রয়ে ক্রেতাদের দীর্ঘ লাইনে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয়। অভিযানের পাশাপাশি সচেতনামূলক কার্যক্রম হিসেবে বেশ কয়েকটি স্থলে মাস্ক বিতরণ করা হয়।এসময় আইন-শৃঙ্খলা রক্ষা সহযোগিতা করেন র‍্যাব ৮ এর এএসপি মুকুর চাকমাসহ একটি টিম। অপরদিকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রাব্বী এর নেতৃত্বে নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় নগরীর নথুল্লাবাদ এলাকায় সরকারি নির্দেশ অমান্য করে আড্ডাবাজি করে করোনার ঝুঁকি বৃদ্ধি করার দায়ে একজনকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন মেট্রোপলিটন পুলিশের একটি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদ্বয় বলেন, জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা এবং করোনা ভাইরাসের বিস্তার এবং এটিকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীদের বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা রোধকল্পে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান সদা সচেষ্ট এবং তাঁর নির্দেশনায় নিয়মিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বরিশালে করোনা উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, লাশ দাফনে বাধা

বরিশাল নগরীর ১২ নম্বর ওয়ার্ডের আমবাগান এলাকায় করোনা উপসর্গ নিয়ে হতদরিদ্র পরিবারের দেড় বছরের এক শিশু মৃত্যুর পর ৩ ঘণ্টায়ও এগিয়ে আসেনি কোনো প্রতিবেশী। শিশুটির প্রতিবন্ধী বাবাসহ অন্যান্যরা সন্তানের লাশের পাশে কান্নাকাটি করতে থাকলে শনিবার বিকাল ৫টার দিকে পুলিশ শিশুটির লাশ দাফন করতে যায়।

পরে পুলিশের কঠোর পদক্ষেপে স্থানীয়রা পিছুু হটলে লাশ দাফন করা হয়। দাফনের আগে শিশুটি করোনাভাইরাসে আক্রান্ত ছিল কিনা তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের একটি দল।
আমবাগানের একটি সরকারি প্রতিষ্ঠানের পরিত্যক্ত জমিতে খুপড়ি ঘর প্রতিবন্ধী সবুজ হাওলাদার স্বপরিবারে বসবাস করেন। পেশায় তিনি ভিক্ষুক। তার দেড় বছর বয়সের সন্তান শাহাদত শনিবার সকাল ১০টার দিকে মারা যায়।

সবুজ হাওলাদার জানান, তার দেড় বছর বয়সের ছেলে শাহাদত গত কয়েকদিন ধরে জ্বর-সর্দি-কাশিতে ভুগছিল। স্থানীয় এক চিকিৎসকের পরমর্শে বাসায় রেখে তার চিকিৎসা দেয়া হচ্ছিল। শনিবার সকাল ১০টার দিকে সন্তানের সাড়া শব্দ না পেয়ে তিনিসহ পরিবারের সদস্যরা কান্নাকাটি করতে থাকে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলেও তারা কেউ ঘরে না ঢুকে দূর থেকে উকি দিয়ে চলে যায়।

কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান জানান, অমানবিক এই ঘটনাটি স্থানীয় এক ব্যক্তি কোতায়ালী থানায় অবহিত করে। খবর পেয়ে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তারা নিরাপত্তা পোশাকসহ অন্যান্য আনুষাঙ্গিক প্রস্ততি সেরে বিকেল ৩টার দিকে লাশ উদ্ধার করেন। মরদেহের গোসল শেষে বিকেল ৫টার দিকে তার জানাজা সম্পন্ন হয়। স্থানীয় একটি মসজিদের ইমাম ওই শিশুটির জানাজা পড়াতে রাজি না হওয়ায় তাকে অনেকটা জোরপূর্বক জানাযা পড়াতে বাধ্য করা হয়। সামাজিক দূরত্ব রেখে ৫/৬ জন জানাজায় অংশ নেন। পরিবারের ইচ্ছায় দাফনের জন্য সদর উপজেলার তাজকাঠী গ্রামে তার লাশ নিয়ে যাওয়া হয়। তখন স্থানীয় কিছু লোকজন সেখানে দাফনে বাধা দেয়ার চেষ্টা করে। এ অবস্থায় পুলিশ কঠোর অবস্থানে গেলে স্থানীয়রা পিছু হটে এবং লাশ দাফন করা হয়।

বরিশালে নিজেদের রেশন দিয়ে অসহায় মানুষের পাশে সেনাবাহিনী

বরিশালে খ্রীস্টান সম্প্রদায়ের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী। সিটি করপোরেশনের পক্ষ থেকেও কর্মহীনদের মাঝে দেওয়া হয় খাদ্য সহায়তা। অপরদিকে, নিজেদের রেশন দিয়ে অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে বরিশালের শেখ হাসিনা সেনানিবাসের সেনা সদস্যরা।

বরিশালে করোনার প্রভাবে কর্মহীন মানুষের মাঝে সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। আজ শনিবার তার পক্ষে নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের ৩৫০ পরিবার, ১ নম্বর ওয়ার্ডে ২শ’ পরিবার ও ৮ নম্বর ওয়ার্ডে ২শ’ পরিবারে সরকারী খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। এছাড়া নগরীর সদর রোডের ক্যাথলিক চার্চভূক্ত খ্রীস্টান সম্প্রদায়ের ২শ’ পরিবারকে খাদ্য সহাতায় দেন সদর আসনের এমপি। তার পক্ষে খ্রীস্টান সম্প্রদায়ের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন।

এদিকে, বরিশাল সিটি করপোরেশন দিনের পরিবর্তে রাতে ত্রান সহায়তা দেয়া শুরু করেছে। দিনে ত্রান দিলে সামাজিক দূরত্ব ব্যহত হয়। এ কারনে গতকাল শুক্রবার থেকে রাতে ঘরে ঘরে গিয়ে ত্রান সহাতায় পৌঁছে দিচ্ছেন সিটি করপোরেশনের কর্মীরা। সর্বশেষ গত শুক্রবার রাতে নগরীর ৮ নম্বর ওয়ার্ডের ৬শ’ পরিবারে এবং ৪ নম্বর ওয়ার্ডের ১ হাজার ৯শ’ পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দেয় সিটি করপোরেশন।
এদিকে, নিজেদের রেশনের একটি অংশ দিয়ে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা দেয়া শুরু করেছে বরিশালের শেখ হাসিনা সেনানিবাসের সেনা সদস্যরা। আজ শনিবার সকাল সোয়া ৯টায় নগরীর উত্তর কাউনিয়া এলাকায় কিছু পরিবারে খাদ্য সামগ্রী তুলে দেয় সেনা সদস্যরা।

এসময় বরিশালের শেখ হাসিনা সেনানিবাসের ৬২ ইষ্ট বেঙ্গল ৬পদাতিক ব্রিগেডের অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল আবেদী হাসান বলেন, সমাজের অনেক মানুষ আছে যাদের বাসায় খাবার শেষ হয়ে গেলেও লোকলজ্জায় তারা কাউকে কিছু বলতে বা চাইতে পারছেন না। সেনা সদস্যরা সেই সব মানুষকে খুঁজে বের করে তাদের খাদ্য সহায়তা দিচ্ছে। এ পর্যন্ত এই ধরনের ১হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। ভবিষ্যতেও সেনাবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশালে করোনা সংক্রমণ এড়াতে সরকারি স্বাস্থ্য বিধি বাস্তবায়নে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান পুলিশের সহায়তায় এবং অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম র‌্যাবের সহায়তায় শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন।

এ সময় করোনা এড়াতে সবাইকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করার পাশাাপশি মাস্কহীন জনগণের মাঝে মাস্ক বিতরণ করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে জনসমাগম করায় নগরীর বিভিন্ন এলাকায় ৮টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২৭ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেন পৃথক ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান জানান, সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করে নগরীর কাশীপুর বাজার প্রায় স্বাভাবিকভাবে চলছিলো। খবর পেয়ে সেখানে অভিযান চালালে মুহূর্তের মধ্যে অন্যান্য ব্যবসায়ীরা দোকান বন্ধ করে সটকে পড়লেও ৪টি দোকান মালিককে হাতেনাতে ধরে ফেলেন তারা। এ সময় স্বাস্থ্য বিধি অমান্য করার দায়ে ওই ৪ দোকান থেকে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একই সাথে বাজার কমিটির সভাপতি ও সেক্রেটারিকে ডেকে সরকারি স্বাস্থ্য বিধি অনুসরণ করে মুদি এবং ওষুধের দোকান ব্যতীত অনান্য সকল দোকান বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও নজরদারি এবং বাজারের মাইকে এ বিষয়ে কিছুক্ষণ পর পর ঘোষণা দেওয়ার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

পরে সাগরদী ধান গবেষণা রোডে গিয়ে ভ্রাম্যমাণ আদালত দেখতে পান প্রধান সড়ক এড়িয়ে গলি সড়ক দিয়ে ৫/৬জন যাত্রী নিয়ে অটোরিকশা চলছে। এ সময় বেশ কিছু অটোরিকশা থামিয়ে একজন দুইজন বাদে অন্যান্য যাত্রীদের নামিয়ে অটোরিকশা চালকদের সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত। একই সড়কে এক স্বর্নকারের দোকানে ৬/৭জন চা পান করছিলেন।

বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে আসলে সবাইকে ছত্রভঙ্গ করে দেয়ার পাশাপাশি দোকান মালিক স্বর্ণকারকে ৫শ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন স্থানে টিসিবি পন্য কিনতে শারীরিক দূরত্ব অনুসরণ না করে লাইনে দাড়ানো মানুষকে সচেতন করেন এবং তাদের নির্দিস্ট দূরত্বে দাঁড় করিয়ে দেন।

অপরদিকে মো. সাইফুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত গতকাল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সরকারি নির্দেশ অমান্য করায় ৩টি দোকান থেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন।

বরিশালে করোনা যুদ্ধে তৎপর প্রশাসন, উদাসীন জনগণ

বরিশাল জেলায় করোনা রোগী শনাক্ত হওয়ার আগ থেকেই কঠোর অবস্থানে মাঠে নামে জেলা প্রশাসন। করোনা শনাক্তের পর সম্পূর্ণ বরিশাল জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতির শুরু থেকেই অদ্যবর্ধি জেলা প্রশাসন, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও চিকিৎসকদের তোড়জোড় ছিলো চোখে পড়ার মতো। বরিশালবাসীকে নিরাপদে রাখতে তাদের একীভূত কার্যক্রম দৃশ্যমান ও ব্যাপক প্রশংসিত হয়েছে।
নাগরিক সমাজে সচেতনতার বার্তা পৌঁছে দিতে প্রশাসনিক কর্তব্যের বাইরে গিয়ে একাধিক কর্তাব্যক্তিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব ভুমিকা রাখতে দেখা গেছে। তবে এসব কার্যক্রমে নগরবাসীর প্রথম শ্রেনীর মানুষের মধ্যে করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পেলেও, এখনো নগরীর হাটখোলা, পলাশপুর ১ থেকে ৮ নং গুচ্ছ গ্রামের অলিগলিতে দাড়িয়ে আড্ডা-গল্প করা বন্ধ করতে পারেনি কাউনিয়া থানা পুলিশ অপরদিকে গ্রাম গঞ্জের মানুষদের মাঝে প্রকাশ পেয়েছে উদাসীনতা। এমনকি লকডাউন শুরুর আগে এবং এরমধ্যেও বিভিন্ন জেলার মানুষদের বরিশালে প্রবেশের খবর পাওয়া গেছে।
বরিশাল সদর উপজেলার লামচরি এলাকার বাসিন্দা রাসেল হোসেন জানান, তাদের এলাকার মানুষজন করোনা প্রতিরোধে এখনও যথেষ্ট সচেতন নন। সামাজিক দূরত্ব না মেনে অনেকেই খোলা মাঠে নিয়মিত খেলাধুলায় অংশগ্রহন করছেন। প্রশাসনের সচেতনতার বার্তাগুলো আমলে নিচ্ছেনা এক শ্রেণীর বয়োজ্যেষ্ঠরাও। বরিশাল বন্দর থানাধীন কর্ণকাঠি এলাকার এহসানুল হক বলেন, লকডাউন শুরু হবার পূর্বে বাইরের বিভিন্ন জেলা থেকে কিছু মানুষ এলাকায় এসেছে। তাদের ব্যাপারেও প্রবাসীদের মতো কোয়ারান্টাইনে রাখার পদক্ষেপ নেওয়া উচিত ছিল।
করোনা পরিস্থিতি শুরুর সময় থেকে প্রশাসনিক কার্যক্রম ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণকে সচেতনতার বার্তা দিয়ে যাচ্ছেন জেলা প্রশাসক এসএম অজিয়ার রহমান। তিনি বলেন, পৃথিবীর কেউই এখনো জানেন না বর্তমান সংকট থেকে উত্তরনে কার্যকর করণীয় কি হতে পারে। সংক্রমণ রুখতে সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছি। তিনি আরও জানান, লকডাউন উপেক্ষা করে নদীপথে কিছু মানুষ ঢুকছে। সেটা প্রতিহত করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। তবে এক্ষেত্রে জনগণের সচেতনতা সবচেয়ে মুখ্য ব্যাপার। আইন বা পুলিশের ভয় দেখিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
তবে করোনার প্রাদুর্ভাব রুখতে সামাজিক দূরত্ব ভঙ্গ হয় এমন কোনো কাজ বরদাস্ত করা হবেনা বলে হুঁশিয়ারী দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার শাহাবুদ্দিন খান। তিনি জানান, নগরজুড়ে বিভিন্ন চেকপোস্ট ও টহল জোরদার করা হয়েছে। লকডাউন কার্যকর করতে সমস্ত ধরণের পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, লকডাউনের পূর্বে কিছু মানুষ বাইরে থেকে বরিশালে প্রবেশ করেছে এ ব্যাপারে নিশ্চিত হয়েছি। তাদেরকে কোয়ারান্টাইনে রাখার কার্যক্রম চলমান রয়েছে।
সূত্রমতে, বরিশাল বিভাগের একমাত্র করোনা পরীক্ষাগার ও চিকিৎসা কেন্দ্র নগরীর শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম)। সৃষ্টিকর্তার পর সেখানকার চিকিৎসা সেবায় নিয়োজিতরাই বরিশালবাসীর নিরাপত্তা ও সুস্থতার প্রধান কারিগর। ইতোমধ্যে রোগীদের পাশে থাকতে গিয়ে সেখানকার একজন চিকিৎসক, একজন সেবিকা ও একজন ছাত্র করোনায় আক্রান্ত হয়েছেন।
শেবাচিমের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন পেশাগত দায়িত্ব পালনের সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমেও মানুষদের বারবার সতর্ক বার্তা প্রদান করছেন। পরিচালক বলেন, করোনার বিরুদ্ধে যুদ্ধে আমারা সবসময় মানুষদের পাশে থাকবো। কিন্তু সকলের প্রতি অনুরোধ দয়া করে সবাই ঘরে থাকুন। এই যুদ্ধে সকলের নিরাপত্তা নিশ্চিত হবে যদি ব্যক্তিগতভাবে নিরাপদ থাকা যায়।