বরিশালে বহিরাগত প্রবেশ বন্ধে সড়কে কঠোর অবস্থায় ডিসি খাইরুল আলম

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের নির্দেশে কোভিড -১৯ করোনা ভাইরাস প্রতিরোধে বরিশাল নগরীতে বহিরাগত প্রবেশ বন্ধে ডিসি (উত্তর) খাইরুল আলম সড়কে কঠোর অবস্থান গ্রহন করে চেকপোস্ট বসিয়ে নজরদারী করে যাচ্ছেন।

রবিবার সকাল থেকে শুরু করে দিনভর বেলতলা ফেরীঘাট,চাঁদপাশা বটতলা,রামপট্রি বাজার,রায়পাশা কড়াপুর এলাকার প্রবেশ মুখে বরিশালের বাহির থেকে প্রবেশ বন্ধে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়েছে পুলিশ।

এ সময় উপ-পুলিশ কমিশনার(উত্তর) মোঃ খাইরুল আলম বলেন, প্রাণঘাতি করোনা ভাইরাস এখন আর এক যায়গায় সীমাবদ্ধ নেই।দেশের সব যায়গায় ছড়িয়েছে।এ পরিস্তিতিতে আমাদের সকলের নিরাপত্তার স্বার্থে নিজেদের ঘরে থেকে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যেতে হবে।আপনারা বিনা প্রয়োজনে বাহিরে ঘোরাফিরা করে নিজেদের বিপদ ডেকে আনবেন না। আমরা সবাই শারীরিক দুরত্ব বজায় রেখে নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করে তুলতে পারলে ভয়াবহ এ রোগের হাত থেকে নিজেরা রক্ষাপাব। ভাল থাকবে আমাদের দেশ ও জাতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *