পটুয়াখালীতে র‌্যাবের অভিযানে তিন ক্লিনিককে জরিমানা

সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী:
পটুয়াখালীতে র‌্যাবের অভিযানে শহরের কাজী পাড়া সড়কের তিনটি ক্লিনিককে বিভিন্ন অভিযোগে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আনিছুর রহমানের ভ্রাম্যমান আদালত এ জরিমানা করেন। আজ বেলা ১২ টায় পটুয়াখালী কাজী পাড়া এলাকায় সেন্ট্রাল হাসপতালে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ন প্রচুর ওষুধ পায় র‌্যাবের একটি দল। পরে এর পার্শবর্তী পটুয়াখালী ক্লিনিক,গ্রীণ ভিউ হাসপাতালে অভিযান চালায় র‌্যাব। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা,মেয়াদ উত্তীর্ন ওষুধ,ডাক্তার ছাড়া ল্যাাবরেটারীর রিপোর্ট করার অভিযোগে পটুয়াখালী ক্লিনিককে ৭০ হাজার টাকা,সেন্ট্রা হাসপাতলকে ৫০০০টাকা এবং গ্রিণ ভিউ ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা করে আদালত। র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কমান্ডার রইস উদ্দিন জানান তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

পটুয়াখালীর বাউফলে অটো রিক্সার ধাক্কায় শিক্ষার্থী নিহত

সাাঈদ ইব্রাহিম,পটুুুয়াখালী:
পটুয়াখালীর বাউফলে অটো রিক্সার ধাক্কায় রিতু রানী (১৩) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সাবুপুরা এলাকার বৈরাগী বাড়ীর সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। সাবুপুরা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী নিহত রিতু রানী সাবুপুরা গ্রামের সুকুমার ব্যাপারির মেয়ে।
প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে একটি অটো রিক্সা তার পিছন থেকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
রাশেদুল হক, চিকিৎসক, জরুরী বিভাগ,বাউফল উপজেলা হাসপাতাল।

পটুয়াখালী পবিপ্রবিতে অবরুদ্ধ কর্মকর্তা,কর্মচারী

সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী:
অবরুদ্ধ থাকার সাড়ে চার ঘন্টা পর প্রশাসনিক ভবনের ভেতর থেকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের মুক্তি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান,বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সব দাবী নি:শর্তভাবে মেনে নেয়ায় তারা আন্দোলন স্থগিত করে সন্ধ্যা সাড়ে ছয়টায় গেটের তালা খুলে দিয়েছেন। বিশ্ববিদ্যালয় জন সংযোগ বিভাগের এক কর্মকর্তা জানান,দুপুর ২টার দিকে নয় দফা দাবী নিয়ে সিইসি অনুষদের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে আসে। পরে তারা দাবী আদায়ে প্রশাসনিক ভবনের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করতে থাকে। সন্ধ্যা সাড়ে ছয়টায় ভিসির পক্ষে সংশ্লিষ্ঠ অনুষদের শিক্ষকরা আন্দোলনকারীদের দাবী মেনে নিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

পটুয়াখালীর মিষ্টি পান যাচ্ছে বিদেশে

 

পটুয়াখালীতে বাড়ছে পান চাষ। বেশি মুনাফা হওয়ায় পান চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। জেলার মিষ্টি পানের গুণগত মান ভালো হওয়ায় জেলার পান দেশের গণ্ডি পেরিয়ে চলে যাচ্ছে বিদেশে। ভালো ফলন ও দাম ভালো পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।

জানা যায়, জেলা সদর, বাউফল, দশমিনা, রাঙ্গাবালী, দুমকী এলাকায় সারি সারি পানের বরজ। লাভ বেশি হওয়ায় স্থানীয় চাষিরা পান চাষে আগ্রহী হচ্ছে। চাষিরা বরজ থেকে পান সংগ্রহ করে রাস্তায়, বাড়ির সামনে বসে পানের গাদি সাজাচ্ছেন। এরপর টমটম যোগে পৌঁছে যায় স্থানীয় বাজার ও ঢাকাগামী ডাবল ডেকার লঞ্চে। ট্রাকযোগেও ঢাকা, যশোর পৌঁছে যায় পান।

চাষিরা জানান, সব ক্ষেত্রে সরকার ঋণ দিলেও তারা ঋণ পান না। তাই কম সুদে ঋণ দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন তারা। কারণ সরকারি সুযোগ-সুবিধা পেলে পান চাষ আরও বাড়তো। এছাড়া কৃষি বিভাগ থেকেও সহযোগিতা না পাওয়ার অভিযোগ রয়েছে।

সদর উপজেলার চাষি রবীন্দ্র পানুয়া জানান, ভাদ্র থেকে কার্তিক মাস পর্যন্ত পানের বরজ নির্মাণ করা যায়। এখানে তিন শতাংশে এক কাঠা। প্রতি কাঠায় বিশ কান্দি পান গাছ লাগানো যায়। বৈশাখে পান বিক্রি শুরু হয়। পৌষ মাস পর্যন্ত পান সংগ্রহ চলবে।

দশমিনার পান চাষি রণজিৎ পানুয়া জানান, একটি সুস্থ গাছ থেকে ১০০-১৫০টি পর্যন্ত পান পাওয়া যায়। প্রকারভেদে প্রতি চল্লি পান ৫০-৬০ টাকায় খুচরা বাজারে বিক্রি হয়। দুই চল্লিতে এক বিরা, ছয় চল্লিতে এক মুডি, ২৪ চল্লিতে এক পাই, এর ১৬ পাইতে এক গাদি। পাইকারি বাজারে প্রতি পাই ১ হাজার থেকে ১ হাজার ৫শ’ টাকায় বিক্রি হয়।

বাউফলের পান চাষি সুব্রত পানুয়া জানান, বর্তমানে পানের দাম বাড়ছে। বাজার দর ভালো থাকলে ২ লাখ থেকে আড়াই লাখ টাকায় বিক্রি করতে পারবে। লাভ ভালো হয়। তাই দিনদিন পান চাষে মানুষ উদ্বুদ্ধ হচ্ছে।

পাইকারি ব্যবসায়ী কালু জানান, পটুয়াখালীর মিষ্টি পান দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যায়। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে এ পান রফতানি করা হয়। বিশেষ করে সৌদি আরব, দুবাই, ইতালি, আমেরিকায় এ জেলার পান যায়। সেসব দেশে বসবাসরত বাঙালিরা এ পান বেশি পছন্দ করে। দামও ভালো পাওয়া যায়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক হৃদয়েশ্বর দত্ত জানান, একসময় জেলায় পানের আবাদ অনেক কম ছিল। বর্তমানে বাজার মূল্য ভালো থাকায় এবং কৃষক লাভবান হওয়ায় পান চাষ বাড়ছে।

কলাপাড়ার লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কামাল হাসান রনি:

কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ লতাচাপলী ইউনিয়ন পরিষদের মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন১১৪পটুয়াখালী ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোঃ মুহিব্বুর রহমান মুহিব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম রাকিবুল আহসান, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার সহ কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাননীয় সংসদ সদস্য জনাব মহিব্বুর রহমান বলেন,”সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন,দলের সাংগঠনিক কার্যক্রম মেনে চলার পাশাপাশি  সব রকম অন্যায় অপকর্ম থেকে বিরত থাকার জন্য নেতাকর্মীদের সতর্ক করেন”।সম্মেলনের বিশেষ অতিথি উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা তার বক্তব্যে  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশাংসা করেন এবং বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে  ধরেন।সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে জনাব ডাঃমোঃসিদ্দিকুর রহমান সভাপতি,সহ-সভাপতি জনাব মোঃসাইদ ফকির,সাধারণ সম্পাদক জনাব মোঃআনসার উদ্দিন মোল্লা এবং জনাব নাসির উদ্দিন বিপ্লব সাংগঠনিক সম্পাদক   হিসেবে মনোনীত হন।

কলাপাড়ার ধুলাসারে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কামাল হাসান রনি,কলাপাড়া:
কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আলহাজ্ব জালাল উদ্দিন কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন১১৪পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মুহিব্বুর রহমান মুহিব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম রাকিবুল আহসান, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার সহ কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংসদ সদস্য মহিব্বুর রহমান বলেন”সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন,দলের সাংগঠনিক কার্যক্রম মেনে চলার পাশাপাশি  সব রকম অন্যায় অপকর্ম থেকে বিরত থাকার জন্য নেতাকর্মীদের সতর্ক করেন।সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে জনাব ইউনুস দালাল সভাপতি এবং মোঃ মোদ্দাসের হাওলাদার সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন।

কলাপাড়ায় ৪০ হাজার ইয়াবাসহ পিতা-পুত্র গ্রেপ্তার

কলাপাড়া প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ার চাকাইয়া ইউনিয়নের নেওয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ পিতা-পুত্রকে গ্রেপ্তার করছে পুলিশ।

আজ শনিবার ভোরে কলাপাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ইউসুফ তালুকদার (৭০) এবং তার পুত্র আলমাস তালুকদারকে (৪৬) গ্রেপ্তার করে। তবে পরিবারটির মাদক ব্যবসার মূল হোতা ছোট ছেলে বনি আমীন তালুকদারকে (২৭) গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এ চক্রটি ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। শুক্রবার রাতে পুলিশ ক্রেতা সেজে প্রথমে ইয়াবার একটি চালান বের করার পর তাদের আটক করেন।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ আলী সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৪০ হাজার পিচ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। তবে ইয়াবা ব্যবসার মূল হোতা বনি আমিন পালিয়ে যায়। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

রাঙ্গাবালীতে স্কুল ছাত্রী অপহরণ, প্রভাবশালীদের মদদে আসামীদের গ্রেফতার করছেনা পুলিশ

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর জেলার রাঙ্গাবালী উপজেলায় এক স্কুল ছাত্রী নিখোঁজের এক সপ্তাহ পার হয়ে গেলেও অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার ও মামলার অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামলার অভিযোগে জানায়ায় পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা সদরে অবস্থিত রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্রী ছোঁয়া আকতার (১৫) অপহরণের অভিযোগে গত ২৯ তারিখ রাঙ্গাবালী থানায় মামলা করেন স্হানীয় আওয়ামী লীগ নেতা বাবর তালুকদার। কিন্তু অপহরনের এক সপ্তাহ এবং থানায় মামলা করার পর ৪দিন পার হয়ে গেলেও ওই স্কুল ছাত্রী এখনও উদ্ধার হয়নি। ফলে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন পরিবার ও স্বজনরা।

বাবর তালুকদার জানান গত ২৬ অক্টোবর উপজেলার বাহেরচর ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকা থেকে আমার মেয়ে ছোঁয়া অপহরণ হয়। আমি ঘটনা জানতে পেরে পুলিশকে অবহিত করি এবং থানায় অভিযোগ নিয়ে গেলে দুই দিন বিভিন্ন গড়িমসির পর গত ২৯ অক্টোবর অপহরণের অভিযোগটি রাঙ্গাবালী থানা মামলা হিসেবে গ্রহন করে। মামলায় আসামি করা হয় উপজেলার আমলিবাড়িয়া গ্রামের বনি আমিন, লিমন খাঁন, সাকন প্যাদা, রোকন প্যাদা, সরোয়ার প্যাদা, আবু রায়হান প্যাদা ও মালেক প্যদাসহ আরো অজ্ঞাতনামা ৫-৬জন।

এ মামলার দিনই সাকন প্যাদা নামের এক আসামিকে গ্রেফতার করে পুলিশ। তবে মামলার ৪দিন হয়ে গেলেও অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার না হওয়ায় পরিবার ও স্বজনরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামি বনি আমিন দীর্ঘদিন ধরে স্কুলে আসা-যাওয়ার পথে ছোঁয়াকে কু-প্রস্তাব এবং বিয়ের প্রলোভন দিতো। বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক ও অভিভাবকসহ অন্যান্য আসামিদের অবহিত করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে বনি আমিন অন্যান্য আসামিদের প্ররোচণায় ছোয়াকে অপহরণের সুযোগ খুঁজে। সর্বশেষ ঘটনার দিন গত ২৬ অক্টোবর সকাল ৯টা ১৫ মিনিটে স্কুলের টেস্ট পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে ছোঁয়া রওনা হলে পথিমধ্যে আসামিদের মদদে বনি আমিন তাকে (ছোঁয়া) জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।

অপহৃত স্কুল ছাত্রী ছোঁয়ার বাবা মামলার বাদী বাবর তালুকদার বলেন, আমরা খুব হতাশায় আছি। মেয়ে অপহরণ হয়েছে এক সপ্তাহ হয়ে গেছে। মামলার ৪দিন হলেও আমার মেয়ে এখনও উদ্ধার হয়নি। তাৎক্ষনিক এ ঘটনায় মামলা করতে মেয়ের প্রত্যয়নপত্রের জন্য স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেও তাকে পাইনি। তাই দ্রত মামলাটি করতে পারিনি। তিনি আরও বলেন, মামলায় গ্রেফতার হওয়া একজন আসামিকে আদালত তিনদিনের রিমান্ড দিলেও অসুস্থতার অজুহাতে তাকে একদিন পরই পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্যান্য আসামিদেরও ধরার তেমন তৎপরতা দেখছি না। এদিকে স্হানীয় বাসিন্দারা জানান বাবর তালুকদার রাঙ্গাবালি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন তালুকদারের ছোট ভাই এবং সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের আত্মীয়।

পটুয়াখালী ৪ আসনের বর্তমান সংসদ সদস্য অধ্যক্ষ মুহিব্বুর রহমানের সাথে সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার দীর্ঘদিনের রাজনৈতিক ও পারিবারিক বিরোধ রয়েছে। বাহেরচর তালুকদার পরিবার পরিবারের সাথে বর্তমান চেয়ারম্যান সাইদুজ্জামান খান মামুন খানের সাথে বিরোধ রয়েছে, তালুকদার পরিবার সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের তালুকদারের আত্মীয় এদিকে চেয়ারম্যান মামুন খান সাংসদ অধ্যক্ষ মুহিব্বুর রহমানের ডানহাত হিসেবে পরিচিত।

অপহরণের ঘটনায় জড়িত সবাই চেয়ারম্যান মামুন খানের সমর্থক হওয়ার কারনে আসামীদের গ্রেফতার এবং অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারে পুলিশের তৎপরতা নাই। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ জানান, স্কুলছাত্রী ছোঁয়াকে উদ্ধারের চেষ্টা চলছে। ইতোমধ্যে আমরা একজন আসামিকে গ্রেফতার করেছি। তাকে তিনদিন রিমান্ডে আনা হয়েছিল। কিন্তু অসুস্থ হওয়ায় আবার পাঠিয়ে দেওয়া হয়।

পরে আবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হবে। এদিকে মামলার বাদী রাঙ্গাবালি উপজেলা আওয়ামী লীগ নেতা বাবর তালুকদার দাবী করেন আসামি অসুস্থ নয়, আওয়ামী লীগের অসুস্থ রাজনীতির কারনে আসামীকে জিজ্ঞাসাবাদ না করে প্রভাবশালীদের চাপের মুখে আদালতে পাঠিয়েছেন পুলিশ।

সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে পটুয়াখালীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

পটুয়াখালী ॥ সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন পটুয়াখালীর বিভিন্ন স্কুলের সাধারন শিক্ষার্থীরা। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছেন। মিছিল শেষে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে গিয়ে সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ আয়োজন করেন তারা।

মিছিল ও সমাবেশে বর্তমান ছাত্র ছাড়াও সাবেক ছাত্র এবং সাধারন জনতাও অংশগ্রহণ করেন।

সমাবেশে সাকিব ভক্তরা দাবি করেন, বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটি ষড়যন্ত্র চলছে। এরই ধারাবাহিকতায় সাকিব আল হাসানকে মাঠের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়ে পরিকল্পিত ভাবে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

সমাবেশে বক্তারা আরও উল্লেখ করেন, সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে বৃহৎ কর্মসূচি পালন করার ঘোষণা দেয়া হবে।

দূর্যোগ প্রবন এলাকার এটলাস বিষয়ক প্রকাশনার মোড়ক উন্মোচন

আসাদুজ্জামান মিরাজ, কুয়াকাটা:

কুয়াকাটায় অনুষ্ঠিত হয় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আওতার বরিশাল বিভাগের দূর্যোগ প্রবন এলাকার এটলাস বিষয়ক ডিসিমিনেশন কর্মশালা । বৃহস্পতিবার সকাল ১১টায় হোটেল কুয়াকাটা গ্রান্ড’র সেমিনার কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। জেলা প্রশাসক (পটুয়াখালী) মোঃ মতিউল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ ইয়ামিন চৌধুরী, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মাদ তাজুল ইসলাম, সম্মানিত অতিথি ছিলেন ইউএসএফপিএ ন্যাশনাল প্রোগ্রাম অফিসার মাহবুব-আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের ছয় জেলার জেলা প্রশাসক, বিবিএস’র বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ। দূর্যোগ প্রবন এলাকার এটলাস বিষয়ক প্রকাশনায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের লক্ষ্য সামনে রেখে দূর্যোগে আক্রান্ত খানা ও জনসংখ্যা সংক্রান্ত তথ্য উপাত্ত স্থান পেয়েছে। এসকল তথ্য উপাত্ত বিভিন্ন মানচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এ প্রকাশনায় প্রাথমিকভাবে উপকূলের ১৫টি জেলার দূর্যোগের তথ্য সম্বলিত উপজেলা ভিত্তিক মানচিত্র প্রস্তুত করা হয়েছে। সভায় বক্তারা বলেন, দূর্যোগ প্রবন এলাকা এটলাসে প্রশাসনিক সীমানার পরিবর্তে জনবসতিপূর্ণ এলাকাভিত্তিক মানচিত্র তৈরী করা হয়েছে। এর মাধ্যমে ক্ষুদ্র এলাকাভিত্তিক আশ্রয়কেন্দ্রের অবস্থায়, দূর্যোগে আক্রান্ত খানা ও জনসংখ্যার পরিমাণ তুলে ধরা হয়েছে। এটলাসটি মানচিত্র ব্যবহার করে দূর্যোগ প্রতিরোধের প্রস্তুতি, দূর্যোগের ঝুঁকি প্রশমন ও পরিকল্পনা গ্রহণের পাশাপাশি এলাকার দূর্যোগ পূর্ববর্তী ও পরবর্তী জানমাল রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন বরিশাল বিভাগীয় কমিশনার ও পটুয়াখালী জেলা প্রশাসক। বক্তারা দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের রোলমডেল বলেও উল্লেখ করেন।