দূর্যোগ প্রবন এলাকার এটলাস বিষয়ক প্রকাশনার মোড়ক উন্মোচন

আসাদুজ্জামান মিরাজ, কুয়াকাটা:

কুয়াকাটায় অনুষ্ঠিত হয় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আওতার বরিশাল বিভাগের দূর্যোগ প্রবন এলাকার এটলাস বিষয়ক ডিসিমিনেশন কর্মশালা । বৃহস্পতিবার সকাল ১১টায় হোটেল কুয়াকাটা গ্রান্ড’র সেমিনার কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। জেলা প্রশাসক (পটুয়াখালী) মোঃ মতিউল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ ইয়ামিন চৌধুরী, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মাদ তাজুল ইসলাম, সম্মানিত অতিথি ছিলেন ইউএসএফপিএ ন্যাশনাল প্রোগ্রাম অফিসার মাহবুব-আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের ছয় জেলার জেলা প্রশাসক, বিবিএস’র বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ। দূর্যোগ প্রবন এলাকার এটলাস বিষয়ক প্রকাশনায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের লক্ষ্য সামনে রেখে দূর্যোগে আক্রান্ত খানা ও জনসংখ্যা সংক্রান্ত তথ্য উপাত্ত স্থান পেয়েছে। এসকল তথ্য উপাত্ত বিভিন্ন মানচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এ প্রকাশনায় প্রাথমিকভাবে উপকূলের ১৫টি জেলার দূর্যোগের তথ্য সম্বলিত উপজেলা ভিত্তিক মানচিত্র প্রস্তুত করা হয়েছে। সভায় বক্তারা বলেন, দূর্যোগ প্রবন এলাকা এটলাসে প্রশাসনিক সীমানার পরিবর্তে জনবসতিপূর্ণ এলাকাভিত্তিক মানচিত্র তৈরী করা হয়েছে। এর মাধ্যমে ক্ষুদ্র এলাকাভিত্তিক আশ্রয়কেন্দ্রের অবস্থায়, দূর্যোগে আক্রান্ত খানা ও জনসংখ্যার পরিমাণ তুলে ধরা হয়েছে। এটলাসটি মানচিত্র ব্যবহার করে দূর্যোগ প্রতিরোধের প্রস্তুতি, দূর্যোগের ঝুঁকি প্রশমন ও পরিকল্পনা গ্রহণের পাশাপাশি এলাকার দূর্যোগ পূর্ববর্তী ও পরবর্তী জানমাল রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন বরিশাল বিভাগীয় কমিশনার ও পটুয়াখালী জেলা প্রশাসক। বক্তারা দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের রোলমডেল বলেও উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *