রাজধানীতে সকালের মধ্যে নামতে পারে বৃষ্টি

ডেস্ক রিপোর্ট :
টানা কয়েক সপ্তাহ বৃষ্টিহীন রাজধানীতে গত বৃহস্পতিবার নেমেছিল স্বস্তির বৃষ্টি। যদিও থাকেনি বেশিক্ষণ।  ১০ মিলিমিটারের সেই বৃষ্টিতে আজ শনিবারসহ (৪ মে) দুদিনে তাপমাত্রা সামান্য কমলেও গরমে অতিষ্ঠ রাজধানীবাসী। যদিও ফের বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকায় বৃষ্টি নামতে পারে বলে জানান। সেই আভাসে মানসিক প্রশান্তির কথাও জানান অনেকে।

আবহাওয়ার পূর্বাভাসে ড. কালাম জানান, আজ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চাঁদপুর, মৌলভীবাজার জেলাসহ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

যদিও সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টি নামেনি ঢাকায়। সে হিসেবে আর ১৫ ঘণ্টার মধ্যে নামতে পারে বৃষ্টি।

বাড্ডা এলাকার বাসিন্দা গৃহিণী মাথিন জানান, গরমে কষ্ট হচ্ছে। ঘরে বয়স্করা আছেন। তাদের অবস্থা খুবই খারাপ। সব রুমে এসি চালান সম্ভব না। বিদ্যুৎ বিল অনেক আসে। আবার এসি থেকে বের হলে গরমের হলকায় বেশি কষ্ট হয়। বৃহস্পতিবারের বৃষ্টিতে সামান্য স্বস্তি এসেছে। আবার বৃষ্টির আভাসে ভালো লাগছে। আল্লাহ, বৃষ্টি দিলে বেঁচে যেতাম।

সূত্রাপুরের ব্যাবসায়ী আকাশ কুমার জানান, গরমে অতিষ্ট হয়ে বৃষ্টির অপেক্ষায় আছি। প্রতিদিন সন্ধ্যার পর বারবার লোডশেডিং হয়। এতে চরম দুর্ভোগে সময় কাটছে। চার্জার ফ্যান কিনতে গিয়েছিলাম। দাম বেড়ে একাকার। এখন সৃষ্টিকর্তাই আমাদের ভরসা।

মিরপুর-১-এর বাসিন্দা সাব্বির আলম বলেন, বৃষ্টির আভাস অনেক দিন ধরে পেতে পেতে বৃহস্পতিবার বৃষ্টির দেখা পেয়েছিলাম। এরপর আজ বৃষ্টির আভাসে মন ভালো লাগছে। কিন্তু, সেই আভাস কবে সত্যি হবে, তা আল্লাহ-ই ভালো জানেন।

বরিশাল অবজারভার / হৃদয়

নোয়াখালীতে ট্রাকের চাপায় ৩ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট :
নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার সকালে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ববাজারে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ডেস্ক রিপোর্ট :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার দিবাগত রাত পৌনে ২ টার দিকে গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকার মানাবে ওয়াটার পার্কের সামনে এই দুর্ঘটনা  ঘটে।

নিহতরা হলেন, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাদরা গ্রামের হোসেন আলী বেপারীর ছেলে আলমগীর হোসেন (৫০), তার ছোট ছেলে জহিরুল ইসলাম (৩০), তার মামী রাহেলা বেগম (৫০)। আহতরা হলেন, আলমগীর হোসেনের বড় ছেলে নজরুল ইসলাম (৩৫) ও প্রাইভেট কার চালক ইব্রাহিম খলিল সুজন (৩২)।

গত রাত দেড়টার দিকে ঢাকাগামী তাদের প্রাইভেটকারটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া মানাবে ওয়াটার পার্কের সামনে আসলে পেছন থেকে একটি কাভার্ডভ্যান প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এসময় গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে আলমগীর হোসেনসহ ঘটনস্থলেই মারা যান তিনজন। চালকসহ আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান ফায়ার সার্ভিস কর্মীরা।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, মরদেহগুলো বর্তমানে পুলিশ ফাঁড়িতে রয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটিকে শনাক্তেদের চেষ্টা চালছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বরিশাল অবজারভার / হৃদয়

জিম্বাবুয়েকে হেসে-খেলে হারাল টাইগাররা

স্পোর্টস ডেস্ক :
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সহজ জয় পেয়েছে বাংলাদেশ।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের দেওয়া ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৮ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ দল।

১২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫ রান তুলতেই লিটনের উইকেট হারায় বাংলাদেশ। ৩ বলে ১ রান করে সাজঘরে ফিরেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। এরপর ধীর গতির ব্যাট করেন নাজমুল শান্ত। আউট হওয়ার আগে তিনি ২৪ বলে ২১ রান করেন। এরপর তানজিদ তামিম ও তাওহীদ হৃদয় ঝড়ো ব্যাটিং করে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। অভিষিক্ত তানজিদ তামিম ৪৭ বলে ৬৭ রান করেন ও তাওহীদ হৃদয় ১৮ বলে করেন ৩৩ রান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। মাহেদী নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই সরাসরি বোল্ড করে ফেরান জিম্বাবুয়ের ওপেনার ক্রেইগ আরভিনকে (০)। এরপর শরিফুল ইসলাম এক ওভারে তিন বাউন্ডারি সহ হজম করেন ১৩ রান। কিন্তু তাসকিন আহমেদ এসে রানের চাকায় লাগাম টানেন। যার ফল তুলে নেন মোহাম্মদ সাইফউদ্দিন। প্রথমবার বল হাতে নিয়ে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন সাইফউদ্দিন।

ওভারের শেষ বলে তিনি জিম্বাবুয়ের অভিষিক্ত ব্যাটার জয়লর্ড গাম্বিকে (১৪) বিদায় করেন। উইকেট পতনের মিছিল এরপর চলতেই থাকে। ষষ্ঠ ওভারে ফের বল হাতে নেন মাহেদী। এবার প্রথম বলেই রান আউটের শিকার হন একপ্রান্ত আগলে রাখা ব্রায়ান বেনেট (১৬)।

পরের বলে এসেই ডাক মারেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। মাহেদীর লেন্থ বলে প্যাডেল সুইপ খেলতে গিয়ে ফার্স্ট স্লিপে থাকা লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন রাজা। ১ উইকেটে ৩৬ রান করা জিম্বাবুয়ে আর কোনো রান যোগ করার আগেই হারায় আরও ৩ উইকেট।

এখানেই শেষ নয়। তাসকিন পরের ওভারে তুলে নেন জোড়া উইকেট। ওভারের প্রথম দুই বলেই তিনি বিদায় করেন শন উইলিয়ামস ও রায়ান বার্লকে। দু’জনেই বিদায় নিয়েছেন রানের খাতা খোলার আগেই। এরপর অষ্টম ওভারে লুক জঙওয়ে (২) বিদায় নেন সাইফউদ্দিনের বলে।

৪১ রানে ৭ উইকেট হারানোর পর ওয়েলিংটন মাসাকাদজাকে সঙ্গে নিয়ে ক্লিভে মাদানদে ইনিংস গড়ার দায়িত্ব নেন। শুরুতে তারা ধীরস্থিরভাবেই খেলছিলেন। কিন্তু শেষদিকে আক্রমণাত্মক হয়ে ওঠেন তারা।

শরিফুলের করা ১৭তম ওভারে ১১ ও রিশাদ হোসেনের করা পরের ওভারে ১৬ রান নেন মাসাকাদজা ও মাদানদে। এরপর ১৮তম ওভারের প্রথম বলে তাসকিনকেও ছক্কা হাঁকান মাসাকাদজা। এক বল পরই অবশ্য তার সঙ্গী মাদানদেকে বোল্ড করেন তাসকিন।

তার ইয়র্কার মাদানদের দুই পায়ের মাঝখান দিয়ে স্টাম্পে আঘাত করে। অষ্টম উইকেটে জিম্বাবুয়ের রেকর্ড ৬৫ বলে ৭৫ রানের জুটি ভেঙে যায় এতে। ৬ চারে ৩৯ বলে ৪৩ রান করে আউট হন মাদানদে। তার বিদায়ের পর জিম্বাবুয়ের রান হয়নি খুব একটা। শেষ বলে রান আউট হওয়ার আগে ৩৮ বলে ৩৪ রান করেন মাসাকাদজা।

বাংলাদেশের হয়ে ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন তাসকিন। সমান ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট পান সাইফউদ্দিনও।

বরিশাল অবজারভার /  হৃদয়

বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

ডেস্ক রিপোর্ট :
দেশের কোন কোন এলাকায় আগামী তিন দিন বৃষ্টি হতে পারে, তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টিও হতে পারে। এই তিন দিনের পরও অব্যাহত থাকতে পারে বৃষ্টিপাত। এতে তাপমাত্রা কমতে পারে।

আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার পুর্বাভাস বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় আজ সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহ: যশোর, চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলা সমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চাঁদপুর ও মৌলভীবাজার জেলাসহ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহ: দেশের পশিচমাঞ্চল ও মধ্যাঞ্চলে বিরাজমান তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে।

তাপমাত্রা: সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রবিবার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

তাপমাত্রা: সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. হ্রাস পেতে পারে।

বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থা : সারাদেশে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবনতা অব্যাহত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা আরো হ্রাস পেতে পারে।

বরিশাল অবজারভার / হৃদয়

বাংলাদেশের বোলিং দাপটে অল্পতে শেষ জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক :
জিম্বাবুয়ের শক্তি কমেছে ভীষণ। একই সময়ে বাংলাদেশ অন্তত তাদের তুলনায় বেশ এগিয়ে। দুদলের পার্থক্যটা চোখে পড়ল বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শুক্রবার (৩ মে) মুখোমুখি হয়েছে দুদল। আগে ব্যাট করে রীতিমতো ধসে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং। ২০ ওভারে ১২৪ রানে অলআউট হয় দলটি।

টস জিতে সফররতদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়ককে দ্বিতীয় ওভারেই সাফল্য এনে দেন শেখ মেহেদি। শূন্য রানে জিম্বাবুয়ে ওপেনার ক্রেইগ আরভিনকে বোল্ড করেন তিনি। দ্বিতীয় উইকেটে ম্যাচ ধরার চেষ্টা করেন অপর ওপেনার জয়লর্ড গাম্বি ও ব্রায়ান বেনেট মিলে। তবে, ৩৬ থেকে ৪১—পাঁচ রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে ছিটকে পড়ে জিম্বাবুয়ে।

শুরুটা হয় গাম্বিকে দিয়ে। তাসকিন আহমেদের ক্যাচ বানিয়ে তাকে ফেরান দেড় বছর পর দলে সুযোগ পাওয়া সাইফউদ্দিন। ১৪ বলে ১৭ রান করেন গাম্বি। ৩৬ রানেই আরও দুই উইকেট হারায় জিম্বাবুয়ে। ১৫ বলে ১৬ করে রানআউট হন বেনেট। প্রতিপক্ষ অধিনায়ক সিকান্দার রাজাকে প্রথম স্লিপে লিটন দাসের ক্যাচ বানান মেহেদি। গোল্ডেন ডাকের লজ্জা নিয়ে সাজঘরের পথ ধরেন রাজা।

গোল্ডেন ডাকে বিদায় নেন জিম্বাবুয়ের আরেক অভিজ্ঞ ব্যাটার শন উইলিয়ামস। তাকে বোল্ড করেন তাসকিন। রিশাদ হোসেনের ক্যাচ বানিয়ে রায়ান বার্লকেও গোল্ডেন ডাকের লজ্জা দেন তাসকিন। এতে তাসের ঘরের মতো ভেঙে পরে তাদের ব্যাটিং স্তম্ভ। লুক জঙ্গুয়েকে দারুণ একটি ক্যাচে ফেরান তাওহিদ হৃদয়। সাইফউদ্দিনের শর্ট ডেলিভারিতে মিডঅনে মারতে গিয়েছিলেন ২ রান করা লুক। সেখানে চমৎকারভাবে ক্যাচ লুফে নেন হৃদয়।

৪১ রানে সাত উইকেট হারিয়ে ধুঁকতে থাকা জিম্বাবুয়ে বেশ ভালো প্রতিরোধই গড়তে পেরেছে। যেখানে চোখরাঙানি দিচ্ছিল ৫০ রানে অলআউট হওয়ার লজ্জা, সেখান থেকে দলীয় সংগ্রহ ১০০ পার করে দলটি। নিয়ে যায় আরও বেশ খানিকটা দূরে। অষ্টম উইকেটে ক্লাইভ মাদান্দে ও ওয়েলিংটন মাসাকাদজা মিলে গড়েন ৭৫ রানের জুটি। ধীরেসুস্থে ইনিংস মেরামত করে শেষ দিকে দুজনই খেলেন হাত খুলে। জুটি ভাঙেন তাসকিন। দুর্দান্ত এক ইয়র্কারে ৩৯ বলে ৪৩ রান করা মাদান্দেকে ফেরান তাসকিন। ৩৮ বলে ৩৪ রান করে রানআউট হন মাসাকাদজা।

বল হাতে সাইফউদ্দিনের প্রত্যাবর্তনটা হয়েছে দারুণ। চার ওভারে ১৫ রানে তিন উইকেট পান তিন। চার ওভারে ১৪ রানে তিন উইকেট নেন তাসকিন। চার ওভারে চার ওভারে এক মেডেনসহ ১৬ রান দিয়ে দুই উইকেট পান মেহেদি।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে : ২০ ওভারে ১২৪/১০ (জয়লর্ড ১৭, আরভিন ০, বেনেট ১৬, উইলিয়ামস ০, রাজা ০, ক্লাইভ ৪৩, বার্ল ০, জঙ্গুয়ে ২, মাসাকাদজা ৩৩, মুজারাবানি ১, এনগারাভা ২; শরিফুল ৪-০-৩৭-০, মেহেদি ৪-১-১৬-২, তাসকিন ৪-০-১৪-৩, সাইফউদ্দিন ৪-০-১৫-৩, রিশাদ ৪-০-৩৭-০)।

বরিশাল অবজারভার / হৃদয়

সাধারণ রোগী হিসেবে এনআইও-তে চোখের চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইও) চোখের চিকিৎসা নিয়েছেন।
তিনি আজ সকালে এনআইও হাসপাতালে যান এবং সাধারণ রোগীর মতো বহির্বিভাগে লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কিনেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।
এরআগে তিনি নিয়মিত এই হাসপাতাল থেকে চোখের চিকিৎসা নিচ্ছেন।

বরিশাল অবজারভার / হৃদয়

 

আরব বসন্তের ছোঁয়া আটলান্টিকের ওপারেও লেগেছে : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যারা আমাদেরকে চাপে রাখতে চেয়েছিল, তারাই এখন চাপে আছে। কারণ আরব বসন্তের ছোঁয়া আটলান্টিকের ওপারেও লেগেছে। ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিদের নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে।’

আজ শুক্রবার (৩ মে) সকালে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বেগম খালেদা জিয়া আইনের ফাঁদে আটকা। তার বিরুদ্ধে মামলা করেছে তত্ত্বাবধায়ক সরকার। এ মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে আওয়ামী লীগ মামলা করেনি। বিএনপির নেতাকর্মীরা বেগম জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করতেও ব্যর্থ হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, ‘আমরা ব্যাপক উদযাপনের মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠার ৭৫ বছর পালন করবো। আগামী ১৭ মে আমাদের নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সারা দেশে কর্মসূচি পালন করবো।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিরোধী দল নির্বাচন ঠেকাতে গিয়ে আন্দোলনের নামে সারা দেশে যে ভয় সৃষ্টি করেছে, জনগণ তাদের পাশে নেই। বিএনপি ঝিমিয়ে পড়েছে। কর্মীরা হতাশ হয়ে পড়েছে।’

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বরিশাল অবজারভার / হৃদয়

গাজীপুরে কমিউটার ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট :
গাজীপুরের জয়দেবপুর জংশনে কমিউটার ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুটি ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়ে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (৩ মে) বেলা ১১টার দিকে জয়দেবপুর স্টেশনের আউটার সিগনালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইল কমিউটার ট্রেনটি উত্তরবঙ্গ থেকে ছেড়ে এসে গাজীপুর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি জয়দেবপুর স্টেশনের আউটার সিগনালে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

একজন উদ্ধারকর্মী জানান, শুক্রবার টাঙ্গাইল কমিউটার ট্রেনটি বন্ধ থাকে। অন্যান্য দিন ট্রেনটি জয়দেবপুর স্টেশনে থামে। আজ বন্ধ থাকায় এটির থ্রোপাস করার কথা। আর অপরদিকে ঢাকা থেকে আসা তেলবাহী ট্রেনটি স্টেশনে দাঁড়ানো ছিল। এখানে আপলাইন ও ডাউনলাইন আছে, কিন্তু কী কারণে ট্রেন দুটি মুখোমুখি হল সে বিষয়ে তদন্তের পর জানা যাবে।

বর্ষা মৌসুমে এবার বৃষ্টিপাত বেশি হতে পারে

ডেস্ক রিপোর্ট :
আবহাওয়ার বৈরী আচরণের প্রভাবে সামনের বর্ষা মৌসুমে এবার দেশে বৃষ্টিপাত বেশি হতে পারে বলে ধারণা করছেন আবহাওয়া সংশ্লিষ্টরা। তারা বলছেন, অতিবৃষ্টির কারণে বড় বন্যারও আশঙ্কা রয়েছে এবার। দেশের উত্তরাঞ্চলসহ মধ্যাঞ্চলে প্রতিবছর যে বন্যা হয়, এবার তা রূপ নিতে পারে ব্যাপক আকারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ৪৩ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে এবারের এপ্রিলে, যার গড় ছিলে মাত্র এক মিলিমিটার। ১৯৮১ সালের পর দেশে এটাই সর্বনিম্ন বৃষ্টিপাতের রেকর্ড এবং দেশের শুষ্কতম মাসও ছিল এপ্রিল। সার্বিক গড়ের ৮১ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে ২০২৪ এর এপ্রিলে।

দক্ষিণ এশিয়ার আবহাওয়া বিশেষজ্ঞদের সম্মেলনে এবার এ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবার কথা বলা হয়েছে। বাংলাদেশের উজানে ভারতের রাজ্যগুলোতেও বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে আসছে বর্ষায় দেশে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

দক্ষিণ এশিয়ার বেশির ভাগ দেশে এবার বর্ষা শক্তিশালী হয়ে উঠবে বলেই মত আবহাওয়াবিদদের।

বরিশাল অবজারভার / হৃদয়