বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ আবদুর রব সেরনিয়াবাদ কেন্দ্রীয় লাইব্রেরির উদ্বোধন

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব সেরনিয়াবাদ কেন্দ্রীয় লাইব্রেরির উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.এস এম ইমামুল হক। আজ সকালে কেন্দ্রীয় লাইব্রেরির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এস এম ইমামুল হক, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড.মুহসিন উদ্দীন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. হাসিনুর রহমান।এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তা- কর্মচারীবৃন্দ। চারতলা বিশিষ্ট এই লাইব্রেরীতে রয়েছে আধুনিক সকল সুযোগ-সুবিধা। লাইব্রেরীটিতে শিক্ষার্থীদের পড়ার জন্য প্রায় ৩০ হাজার বই রয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকা পাঠের ব্যবস্থা। সংযুক্ত করা হয়েছে একটি অনলাইন জার্নাল সুবিধা। উল্লেখ্য যে, ২০১১ সালে প্রতিষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয় এত দিন পর্যন্ত কোন কেন্দ্রীয় লাইব্রেরি ছিল না। একটি অস্থায়ী রুমে, স্বল্প পরিসরে এর কার্যক্রম চলতো।কেন্দ্রীয় এই লাইব্রেরীর উদ্বোধনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় স্বয়ংসম্পূর্ণতা পেল।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইনডোর গেমস শুরু

ববি প্রতিনিধি: উৎসব মুখর পরিবেশে আজ থেকে শুরু হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইনডোর গেমস।আজ সন্ধা ৫.১০ মিনিট থেকে ৫.৩০মিনিট পর্যন্ত ব্যাডমিন্টন (ছাত্রী) অনুষ্ঠিত হয় যার মাধ্যমে পর্দা ওঠে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইনডোর গেমসের। বিজয়ী দল “এ” গ্রুপের অন্তর্ভূক্ত হয় যার রোড টু ফাইনাল আগামী ৩০জানুয়ারী সন্ধা ৫.৩০মিনিট-৬.৩০মিনিটে অনুষ্ঠিত হবে।ব্যাডমিন্টন (ছাত্র) আজ ২২ জানুয়ারী সন্ধা সাড়ে ৬টায় গনিত বনাম লোক প্রসাশনের প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিতত হয়।যার বিজয়ী ২ গ্রুপ ৩০ জানুয়ারী সন্ধা সাড়ে ৬ টায় প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্যদিকে টেবিল টেনিস (ছাত্রী)আগামীকাল ২৩ জানুয়ারী ২০১৯ দুপুর ২.৪৫ থেকে ৩.০০মিনিট এ মার্কেটিং বনাম অর্থনীতি বিভাগের মধ্যে অনুষ্ঠিত হবে এবং রোড টু ফাইনাল ২৪ জানুয়ারী দুপুর ৩.১০-৩.৪০মিনিটে অনুষ্ঠিত হবে।এদিকে টেবিল টেনিস (ছাত্র) এর প্রথম রাউন্ডে আজ সকালে মার্কেটিং বনাম গনিত মুখোমুখি হয় যার রোড টু ফাইনাল ২৪ জানুয়ারী সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।ক্যারাম (ছাত্র)এর প্রথম রাউন্ড আগামী ২৭ জানুয়ারী সকাল ১০.০০-১০.৩০মিনিটে আইন বনাম রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মধ্যে অনুষ্ঠিত হবে।যার দ্বিতীয়, তৃতীয় এবং রোড টু ফাইনাল শেষে ৩০ জানুয়ারী সকাল ১২.০০ মিনিটে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ববির ইনডোর গেমস।

বরিশাল বিশ্ববিদ্যালের নব-গঠিত শিক্ষক সমিতির সাথে ববি সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়

ববি প্রতিনিধি: প্রতিষ্ঠার আট বছরেও এখন পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি গঠিত না হলেও বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোঃ হাসিনুর রহমান, এবং সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকবৃন্দ। মঙ্গলবার(১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. হাসিনুর রহমানের কক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং অনলাইন পত্রিকার সাংবাদিকদের পক্ষ থেকে শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. হাসিনুর রহমান এবং সাধারণ সম্পাদক ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান আবু জাফর মিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ধন্যবাদ জানান। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন রিপোর্ট৭১’র ববি প্রতিনিধি আরিফ জোবায়েদ, ক্যাম্পাস লাইভ২৪’র ববি প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক বরিশাল২৪’র ববি প্রতিনিধি তৌফিক ওমর, দৈনিক বরিশাল প্রতিদিন’র ববি প্রতিনিধি তালুকদার মিরাজ, বাংলার বানী ২৪ এর ববি প্রতিনিধি তানজুম আরা তমা, দৈনিক অধিকার’র ববি প্রতিনিধি সুমাইয়া আখতার তারিন, দৈনিক আজকের পরিবর্তন’র ববি প্রতিনিধি মনিরুল ইসলাম এবং দৈনিক নিউ ন্যাশন’র ববি প্রতিনিধি আরিফ হোসেন।

বরিশাল বোর্ডে জেএসসি পুনঃনিরীক্ষণে আবেদন ৩ হাজার ৪৬৫টি

আকিব মাহমুদ: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলে অসন্তোষ প্রায় ৯৫ হাজার পরীক্ষার্থীর। প্রত্যাশিত ফল না পাওয়ায় খাতা পুনঃনিরীক্ষণে ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষার্থীরা বেশি আবেদন করেছে। বিষয়ভিত্তিক আবেদনের র্শীষে রয়েছে গণিত, ইংরেজি ও বিজ্ঞান বিষয়। বিষয়ভিত্তিক ৭৮ বা ৭৯ নম্বর পেয়েও কয়েক হাজার পরীক্ষার্থী আবেদন করেছে। বিভিন্ন শিক্ষাবোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৮ শিক্ষাবর্ষে জেএসসি-জেডিসি পরীক্ষায় মোট ২২ লাখ ৩০ হাজার ৮২৯ পরীক্ষার্থী পাস করেছে। এ বছর গড় পাসের হার ছিল ৮৫ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫। ২০১৭ সালে পাসের হার ছিল ৮৩ দশমিক ৬৫ শতাংশ। ২০১৮ সালে পাসের হার ২ দশমিক ১৮ শতাংশ বাড়লেও কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা।

সর্বশেষ জেএসসি-জেডিসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫ হাজার ৭৩১। যা গত বছর ছিল এক লাখ ৯১ হাজার ৬২৮ জন। অর্থাৎ এক বছর ব্যবধানে জিপিএ-৫ কমেছে ৯৯ হাজার ৮৯৭। এ কারণে প্রত্যাশিত ফল না পাওয়ায় অনেকে বোর্ড চ্যালেঞ্জ করেছে বলে জানা গেছে।

অভিভাবক ও পরীক্ষার্থীদের ধারণা পুনঃনিরীক্ষণে এক বা দুই নম্বর বাড়লেই ফেল থেকে পাস করবেন। আবার অনেকে জিপিএ-৫ বা সব বিষয়ে জিপিএ-৫ পাবেন। তবে বোর্ড কর্মকর্তারা দাবি করেন, সব বিষয়ে নম্বর দেখার সুযোগ করে দেয়ার কারণেই আবেদনের সংখ্যা বেড়েছে। পাশাপাশি এবার চতুর্থ বিষয় যোগ না হওয়ায় জিপিএ-৫ কমে গেছে। এ কারণে আবেদন বেশি এসেছে। ২৪ জানুয়ারি পুনঃনিরীক্ষণে ফল প্রকাশ করা হবে বলে বোর্ড সূত্রে জানা গেছে। আবেদন করতে প্রতি বিষয়ে পরীক্ষার্থীদের ১২৫ টাকা করে ফি দিতে হয়েছে। এতে বোর্ডগুলোর অন্তত আড়াই কোটি টাকা বাড়তি আয় হয়েছে। গত ২৫ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত অনলাইনে ফল পুনঃনিরীক্ষণের এসব আবেদন এসেছে।

সূত্র জানায়, জেএসসি ও সমমান পরীক্ষার ফল পুনরায় মূল্যায়নে বরিশাল বোর্ডে তিন হাজার ৫০১ পরীক্ষার্থী ৩ হাজার ৪৬৫টি আবেদন করেছে। এর মধ্যে বাংলা বিষয়ে ৭৪৯টি, সাধারণ বিজ্ঞানে ৬৭০ ও গণিতে ৫৩৭টি আবেদন রয়েছে।

বিভিন্ন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা জানান, পুনঃনিরীক্ষণে সাধারণত চারটি বিষয় দেখা হয়। এগুলো হলো- উত্তরপত্রে সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেয়া হয়েছে কি-না, প্রাপ্ত নম্বর গণনা ঠিক হয়েছে কি-না, প্রাপ্ত নম্বর ওএমআর শিটে উঠানো হয়েছে কি-না এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটে বৃত্ত ভরাট সঠিকভাবে করা হয়েছে কি-না। এসব বিষয় পরীক্ষা করেই পুনঃনিরীক্ষার ফল দেয়া হয়।

বোর্ড কর্মকর্তারা বলেন, কোনো শিক্ষার্থীর উত্তরপত্র পুনরায় মূল্যায়ন হয় না। পুনঃনিরীক্ষণে যেসব ফল পরিবর্তন হয় তা মূলত; পরীক্ষকদের ভুলের কারণে। দেখা গেছে, একজন পরীক্ষার্থী ৮২ নম্বর পেয়েছে সেটাকে পরীক্ষক ওএমআর শিটে ২৮ পূরণ করেছে। ফলে শিক্ষার্থী ফেল করে।

তবে পরীক্ষক ও প্রধানপরীক্ষকদের অনেক উদাসীনতা রয়েছে। অনেক পরীক্ষক রয়েছে নিজেরা উত্তরপত্র মূল্যায়ন না করে অন্যদের দিয়ে মূল্যায়ন করান। ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডের দুই প্রধান পরীক্ষকের ভুলের কারণে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে এক হাজার ১৪১ জন ফেল করে। নৈর্ব্যক্তিক উত্তরপত্র মূল্যায়নের সময় দুই প্রধান পরীক্ষক ‘খ’ ও ‘গ’ সেট গুলিয়ে ফেলেন। তারা ‘খ’ সেট প্রশ্নের মূল্যায়ন করেন ‘গ’ সেটের উত্তরপত্রের মাধ্যমে আর ‘গ’ সেটের মূল্যায়ন করেন ‘খ’ সেটের উত্তরপত্রের মাধ্যমে। ফলে ‘খ’ সেটে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের উত্তরের সঙ্গে প্রধান পরীক্ষকের ভুল উত্তরমালার সমন্বয় হয়নি। যার খেসারত দিতে হয় পরীক্ষার্থীদের।

প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর জেএসসি-জেডিসির ফলাফল প্রকাশিত হয়। উভয় পরীক্ষার ফলাফলের পাসের হারে কিছুটা বাড়লেও সবগুলো সূচকেই গতবারের তুলনায় খারাপ হয়েছে। ২০১৮ সালে মেয়েদের পাসের হার ৮৬ দশমিক ৪৩ শতাংশ এবং ছেলেদের ৮৫ দশমিক ১২ শতাংশ। যা গত বছর ছিল যথাক্রমে ৮৩ দশমিক ৭৩ শতাংশ এবং ৮৩ দশমিক ৫৬ শতাংশ ছিল।

পবিপ্রবিতে ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

দুমকি প্রতিনিধি: ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বিভিন্ন অনুষদে ভর্তিকৃত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ডিন কাউন্সিলের কনভেনর প্রফেসর ড. গোলাম রব্বানী আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ। অনুষ্ঠানে রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী, ল্যান্ড ম্যানেজমেন্ট এন্ড এ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর আ.ক.ম মোস্তফা জামান, প্রক্টর প্রফেসর ড. আবুল কাশেম চৌধুরী ও প্রফেসর ড. মোহাম্মদ মনিরুজ্জামান। আরও বক্তব্য রাখেন পবিপ্রবি ছাত্রলীগের সভাপতি মোঃ মোশায়েদুল ইসলাম সাদী, সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব, নবাগত শিক্ষার্থী শেখ রাফিয়া রৌসান মেখলা, মাহাথির মোহাম্মদ, হামিদ মাহতাব, মান্নাদুর রহমান, শরিফা রিয়া, উম্মে কুলসুম নাবিয়া, অভিভাবকদের মধ্যে মোস্তাফিজুর রহমান, ড. আয়েশা আশরাফ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ভাইস-চ্যান্সেলর নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর ল্যান্ড ম্যানেজমেন্ট এন্ড এ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর আ.ক.ম মোস্তফা জামান মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরেন।

প্রধানমন্ত্রীকে ববি উপাচার্যের অভিনন্দন

ববি প্রতিনিধি: সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় এবং বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি হিসেবে চতুর্থবারের মত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী পদে আসীন হতে যাওয়ায় বাঙালী জাতির জনক স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা মাদার অব হিউম্যানিটি দেশরত্ন শেখ হাসিনা কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ বিসিএসআইআর এর সাবেক চেয়ারম্যান বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রখ্যাত মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. এস এম ইমামুল হক । এক অভিনন্দন বার্তায় উপাচার্য  টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্বে আসীন হওয়াকে দেশরত্ন শেখ হাসিনার দৃঢ়চেতা মনোভাব, দূরদর্শী নেতৃত্ব এবং যুগোপযোগী উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে জনগনের পূর্ন আস্থা অর্জনের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন। দেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রার সফল কান্ডারি হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন বিকল্প নেই। উপাচার্য আশা প্রকাশ করে বলেন প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের মাধ্যমে বাংলাদেশ অচিরেই একটি উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে রোল মডেলে পরিনত হবে। একই সাথে প্রধানমন্ত্রীর সাবলীল নেতৃত্বে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক, জঙ্গীবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও মাদক মুক্ত রাষ্ট্রে পরিনত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।ববি উপাচার্য প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সু-স্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।

ববির দ্বিতীয় মেধাতালিকার ফলাফল দেখবেন যেভাবে

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০১৮-১৯ এর সাবজেক্ট চয়েজ এর ২য় মেধাতালিকা ফলাফল ও মাইগ্রেশন বিষয় প্রকাশ করা হয়েছে।
ফলাফল জানতে এসএমএস করুন যেকোন অপারেটর এর মাধ্যমে
BU<space>KA/KHA/GA<space>Admit Roll
এবং পাঠিয়ে দিন 16321 নাম্বারে।
অথবা
website http://admission.eis.bu.ac.bd

ববির অনার্স প্রথম বর্ষের দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ বুধবার

বরিশাল বিশ্ববিদ্যায়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ২য় মেধাতালিকা ও অটোমাইগ্রেশনের ফলাফল আগামীকাল ২জানুয়ারী বুধবার প্রকাশ করা হবে। যারা ২য় মেধাতালিকায় সাবজেক্ট পাবেন তারা শুধুমাত্র ফলাফল পাবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি হতে হবে। এছাড়া যারা ১ম মেধাতালিকায় চান্স পেয়ে ভর্তি হয়েছেন  তাদের বিষয় পরিবর্তনের ফলাফল চেক করার জন্য বলা হয়েছে।

বরিশালে পাসের হার ও জিপিএ ফাইভে এগিয়ে মেয়েরা

আকিব মাহমুদ: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার ৯৭ দশমিক ৫ ভাগ। এখানে জিপিএ ফাইভের সংখ্যা ৪ হাজার ৯০৬ জন। এবারও পাশের হার ও জিপিএ ফাইভের বেলায় ছাত্রীরা এগিয়ে। আজ সোমবার দুপুর ১২টায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আনোয়ারুল আজিম এই ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, এবারে জেএসসি পরীক্ষায় ১ লাখ ১৪ হাজার ৮৫৭ পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এরমধ্যে ৬১ হাজার ৩শ ছাত্রী আর ৫৩ হাজার ৫শ৫৭ জন ছাত্র। এদের মধ্যে পাশ করেছে ৫৯ হাজার ৯০৩ জন ছাত্রী আর ৫১ হাজার ৫৬৬ জন ছাত্র। পাশের হার ভোলা জেলা এগিয়ে রয়েছে। গেল বছরের চেয়ে পাশের হার দশমিক ৭৩ ভাগ বাড়লেও জিপিএ ফাইভের সংখ্যা কমেছে ৩ হাজার ৫২৫ টি।
এদিকে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা তাদের নিজ নিজ বিদ্যালয় প্রাঙ্গনে উচ্ছ্বাস প্রকাশ করেছে। ভাল ফলাফল হওয়ায় খুবই খুশি তারা।

বরিশাল এবারও সেরা জেএসসিতে, জিপিএ-৫-এ শীর্ষে ঢাকা

আকিব মাহমুদ,বরিশাল: অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় আট বোর্ডের মধ্যে পাসের হারে গত বছরের মতো এবারও সেরা বরিশাল। অপরদিকে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে বরাবরের মতো শীর্ষে ঢাকা বোর্ড।

সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এবার জেএসসিতে পাসের হার ৮৫ দশমিক ২৮ শতাংশ। আটটি সাধারণ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন।

৯৭ দশমিক শূন্য পাঁচ শতাংশ পাসের হার নিয়ে আট বোর্ডের মধ্যে জেএসসিতে পাসে সেরা বরিশাল। গত বছরের মতো এবারও দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বোর্ড, এই বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৫৭ শতাংশ।

গত বছর পাসের হারে সবার নিচে অবস্থান করা কুমিল্লা বোর্ড তৃতীয় অবস্থানে উঠে এসেছে। কুমিল্লায় এবার পাসের হার ৮৬ দশমিক ৯৯ শতাংশ।

এবার ৭৯ দশমিক ৮২ শতাংশ পাসের হার নিয়ে সবার নিচে অবস্থান করছে সিলেট বোর্ড। এ ছাড়া ঢাকায় পাসের হার ৮৩ দশমিক ১৯, চট্টগ্রামে ৮১ দশমিক ৫২, যশোরে ৮৪ দশমিক ৬১, ও দিনাজপুরে ৮১ দশমিক ৬৩ শতাংশ। ঢাকা বোর্ডে এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২২ হাজার ৩৩৪ জন।

পাসের হারের মতো এবার জিপিএ-৫ প্রাপ্তিতে সবার নিচে রয়েছে সিলেট বোর্ড। এ বোর্ডে এবার এক হাজার ৬৯৮ জন জিপিএ-৫ পেয়েছে। গত বছরও সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছিল সিলেট বোর্ড।

এ ছাড়া রাজশাহী বোর্ডে ১৪ হাজার ৬৩৮, কুমিল্লা বোর্ডে ৩ হাজার ৭৪২, যশোর বোর্ডে ৭ হাজার ২৫৬, চট্টগ্রাম বোর্ডে ৫ হাজার ২৩১, বরিশাল বোর্ডে ৪ হাজার ৯০৬ ও দিনাজপুর বোর্ডে ৬ হাজার ৩০৩ জন জিপিএ-৫ পেয়েছে।