গুরবাজের বদলে লিটনকে খেলানো ঠিক হবে না : শেবাগ

 

স্পোর্টস ডেস্ক :

 

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই নিজেদের চতুর্থ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচের আগে কলকাতার একাদশ কেমন হবে সেটা নিয়ে হচ্ছে আলোচনা।

কারণ, এই ম্যাচের আগেই নতুন করে দুই বিদেশি তারকাকে পেয়েছে কলকাতা। একজন হলেন বাংলাদেশ থেকে যাওয়া লিটন দাস, আরেকজন হলেন ইংলিশ তারকা জেসন রয়। দুজনেই খেলেন ওপেনিং পজিশনে। একই জায়গায় আবার খেলছেন আফগান তারকা রহমনউল্লাহ গুরবাজকে। তাই আলোচনা হওয়াটা স্বাভাবিক। তবে ম্যাচের আগে ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ জানালেন, গুরবাজকে সরিয়ে লিটনকে খেলানো ঠিক হবে না।

ক্রিকবাজের ম্যাচ–পূর্ববর্তী অনুষ্ঠানে সাবেক এই ক্রিকেটার বলেছেন, ‘আমার মতে, এ মুহূর্তে গুরবাজের জায়গায় লিটনকে খেলানো ঠিক হবে না। আগে গুরবাজকে অন্তত ৭ ম্যাচ দেখা উচিত। এরপর সুযোগ থাকলে বাকি ম্যাচে লিটনকে সুযোগ দেওয়া উচিত।’

গুরবাজকে সরালেও সেই জায়গায় লিটনকে দেখছেন না শেবাগ। বরং সেখানে রয়ের সম্ভাবনা দেখছেন তিনি। ভারতীয় তারকা বলেন, ‘গুরবাজের জায়গায় রয়কে নেওয়া যেতে পারে। কিংবা তাকে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবেও খেলানো যেতে পারে।’

সাধারণত জয়ের কম্বিনেশন ভাঙতে খুব কম দেখায় যায় যে কোনো দলকে। তাতে করে গুজরাটের বিপক্ষে জয়ী একাদশ নিয়েই কলকাতা মাঠে নামে কি না দেখার। যদিও একাদশে পরিবর্তন নিয়ে শোনা যাচ্ছে নানা কথা। কারণ, কলকাতা শিবিরে তৃতীয় ম্যাচের পরই যোগ দিয়েছেন বাংলাদেশি তারকা লিটন দাস। যোগ দিয়েছেন আরেক ওপেনার জেসন রয়ও। এদের মধ্যে থেকে কাউকে খেলাতে হলে বাদ পড়তে হবে রহমনউল্লাহ গুরবাজকে।

যদিও আফগানিস্তানের উইকেটরক্ষক রান পাচ্ছেন। তিন ম্যাচে একটি অর্ধশতকসহ গুরবাজ করেছেন ৯৪ রান। সর্বোচ্চ ৫৭, স্ট্রাইক রেট ১৩০.৫৬। এখন তাঁকে বসিয়ে হঠাৎ লিটনকে খেলানোর ঝুঁকি কলকাতা নেবে কি না তা স্পষ্ট নয়। দু’জনকে একসঙ্গে খেলানোর সিদ্ধান্ত না নেওয়ার সম্ভাবনাই বেশি। সে ক্ষেত্রে গুরবাজ, জেসন রয় অথবা লিটনের মধ্যে একজন ওপেন করবেন। তাঁর সঙ্গী হতে পারেন নারায়ণ জগদীশন। তিন নম্বর নামতে পারেন বেঙ্কটেশ আইয়ার। চারে দেখা যাবে অধিনায়ক নীতীশ রানাকে।

রিঙ্কু সিংহ যে ছন্দে রয়েছেন তাতে পাঁচ নম্বরে তাঁর খেলা নিশ্চিত। সঙ্গে থাকবেন আন্দ্রে রাসেল। তিনি অলরাউন্ডার হিসেবে খেলেন। তৃতীয় বিদেশি হিসাবে দলে অবশ্যই থাকবেন সুনিল নারিন।

নারিনের সঙ্গে স্পিন আক্রমণে থাকতে পারেন বরুণ চক্রবর্তী। পেস আক্রমণ সামলাতে পারেন শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন এবং উমেশ যাদব।

কোচ হিসেবে যাদের চাইছেন রোনালদো

 

স্পোর্টস ডেস্ক :
ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে বনিবনা হচ্ছিল না। দলও হোঁচট খাচ্ছিল। সম্প্রতি সৌদি প্রো লিগে আল-নাসের গোলশূন্য ড্র করেছে আল-ফিইহার বিপক্ষে। পিছিয়ে পড়েছে লিগ জয়ের দৌঁড়ে। ফলাফল, বহিস্কৃত হলেন আল-নাসের কোচ রুডি গার্সিয়া। ক্লাবটির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন জেলিসিচ গার্সিয়া।

তবে, রোনালদোর চাওয়া পরবর্তী কোচ হিসেবে দায়িত্ব নিক জিনেদিন জিদান কিংবা হোসে মরিনহো। সিবিএস স্পোর্টসের বরাত দিয়ে এমনটিই জানিয়েছে গোল ডটকম।

গতকাল বৃহস্পতিবার (১৩ এপ্রিল) গোল ডটকমের প্রতিবেদন অনুসারে জানা যায়, আল নাসেরের পরবর্তী কোচ হিসেবে মরিনহো অথবা জিদানের একজনকে চান সিআরসেভেন। কোচ নির্বাচনে রোনালদোর চাওয়া-পাওয়াকে নাকি গুরুত্ব দেবে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

পর্তুগিজ মহাতারকার ইচ্ছা অনুযায়ী ইতোমধ্যে এই দুজনকে মৌখিক প্রস্তাবও পাঠিয়েছে আল নাসের। তারা সেই প্রস্তাব গ্রহণ করেন কি না তা জানা যাবে পরে। জিদান চেয়েছিলেন ফ্রান্সের কোচ হতে। যদিও আশা পূর্ণ হয়নি তার। সেটি নিয়ে কম জল ঘোলা হয়নি।

মরিনহো ও জিদান দুইজনের অধীনেই রিয়াল মাদ্রিদে খেলেছিলেন পর্তুগিজ মহাতারকা রোনালদো। জিদানের অধীনে তো রোনালদো ও রিয়াল জিতেছে টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ। তাই এই দুজনের একজন কোচ হয়ে এলে রোলানদোর সঙ্গে বোঝাপড়া নিঃসন্দেহে দারুণ হবে। যা আল নাসেরের জন্যই ভালো।

তবে মরিনহো বা জিদান যদি রাজি না হয়, সেক্ষেত্রে আল নাসের ঝুঁকতে পারে ফেনারবার্চের কোচ হোর্হে হেসুস ও রিভার প্লেটের সাবেক কোচ মার্সেলো গায়ারাদোর দিকে।

হ্যাটট্রিক জয়ের মিশনে কেমন হবে কেকেআর এর একাদশ?

স্পোর্টস ডেস্ক :
আসরের শুরুটা হয়েছিল হার দিয়ে। এরপর টানা দুই জয়। এবার কলকাতা নাইট রাইডার্সের সামনে হ্যাটট্রিক জয়ের হাতছানি। সেই মিশনে আজ শুক্রবার (১৪ এপ্রিল) সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে কলকাতা। নিজেদের ঘরের মাঠ ইডেন গার্ডেনে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

টানা দুই জয়ে কলকাতার আত্মবিশ্বাস তুঙ্গে। তার ওপর শেষ ম্যাচে ওমন শ্বাসরুদ্ধকর জয় বাড়িয়েছে আরও মনোবল। এবার সেটাই হায়দরাবাদের বিপক্ষে কাজে লাগানোর পালা। তবে এই ম্যাচের আগে কলকাতার একাদশ কেমন হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন!

সাধারণত জয়ের কম্বিনেশন ভাঙতে খুব কম দেখায় যায় যে কোনো দলকে। তাতে করে গুজরাটের বিপক্ষে জয়ী একাদশ নিয়েই কলকাতা মাঠে নামে কি না দেখার। যদিও একাদশে পরিবর্তন নিয়ে শোনা যাচ্ছে নানা কথা। কারণ, কলকাতা শিবিরে তৃতীয় ম্যাচের পরই যোগ দিয়েছেন বাংলাদেশি তারকা লিটন দাস। যোগ দিয়েছেন আরেক ওপেনার জেসন রয়ও। এদের মধ্যে থেকে কাউকে খেলাতে হলে বাদ পড়তে হবে রহমনউল্লাহ গুরবাজকে।

যদিও আফগানিস্তানের উইকেটরক্ষক রান পাচ্ছেন। তিন ম্যাচে একটি অর্ধশতকসহ গুরবাজ করেছেন ৯৪ রান। সর্বোচ্চ ৫৭, স্ট্রাইক রেট ১৩০.৫৬। এখন তাঁকে বসিয়ে হঠাৎ লিটনকে খেলানোর ঝুঁকি কলকাতা নেবে কি না তা স্পষ্ট নয়। দু’জনকে একসঙ্গে খেলানোর সিদ্ধান্ত না নেওয়ার সম্ভাবনাই বেশি। সে ক্ষেত্রে গুরবাজ অথবা লিটনের মধ্যে একজন ওপেন করবেন। তাঁর সঙ্গী হতে পারেন নারায়ণ জগদীশন। তিন নম্বর নামতে পারেন বেঙ্কটেশ আইয়ার। চারে দেখা যাবে অধিনায়ক নীতীশ রানাকে।

রিঙ্কু সিংহ যে ছন্দে রয়েছেন তাতে পাঁচ নম্বরে তাঁর খেলা নিশ্চিত। সঙ্গে থাকবেন আন্দ্রে রাসেল। তিনি অলরাউন্ডার হিসেবে খেলেন। তৃতীয় বিদেশি হিসাবে দলে অবশ্যই থাকবেন সুনিল নারিন।

নারিনের সঙ্গে স্পিন আক্রমণে থাকতে পারেন বরুণ চক্রবর্তী। পেস আক্রমণ সামলাতে পারেন শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন এবং উমেশ যাদব।

শর্টফিল্ম করলেন সাকিব ?

বিনোদন ডেস্ক :
“ভালো কাজের নিয়ত যার, নয় সে অসহায়

ভাগ্য যে সঙ্গী তার, গোটা পৃথিবী সহায়!”

মোবাইল ফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান অপ্পো রমজান উপলক্ষে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছে। যার শেষে পর্দায় ভেসে ওঠে উপরের চরণ দুটি। এই শর্টফিল্মে অভিনয়ের মাধ্যমে প্রথমবার সাকিব আল হাসান নাম লেখালেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।

নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে সেই চলচ্চিত্রের টুকরো অংশ শেয়ার দিয়েছিলেন সাকিব। লিখেছিলেন, ‘অপ্পোর তৈরি আমার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখতে আপনি কতটা উৎসুক?’ স্বভাবতই সবার আগ্রহের পারদ বেড়ে যায় এই  ভেবে সাকিব কোন চরিত্রে অভিনয় করছেন?

আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে নিজের ফেসবুজ পেজে চলচ্চিত্রটি শেয়ার দেন সাকিব। ‘অমলিন থাকুক প্রতিটি হাসি’ নামক শর্টফিল্মে সাকিব অভিনয় করেছেন নিজ নামেই। ৬ : ৪৩ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রে সাকিবকে দেখা যায় ৫ মিনিট ২৪ সেকেন্ড থেকে। যিনি প্রাণ ফিরিয়ে আনেন পর্দার নায়কের মাঝে।

চলচ্চিত্রটিতে দেখা যায় একজন যুবক কয়েকজন সুবিধাবঞ্চিত শিশু ও মানুষকে নিয়ে নিয়মিত ইফতার করেন। টিউশন করে চলা ছেলে ইফতারির দোকানে বাকি করতে করতে ৩২০০ টাকা করে ফেলে। যা শোধ দেওয়া কার পক্ষে সেই মূহুর্তে সম্ভব ছিল না। একদিন নিজের হাতে থাকা অপ্পো ফোনটি বিক্রি করে দিয়ে টাকা পরিশোধ করে ছেলেটি।

সেদিন ইফতারের সময় ঘনিয়ে এলে ছেলেটি দেখতে পায় তার টিউশনের টাকা দিতে অপারগতা জানানো আপু থেকে শুরু করে ব্যঙ্গ করা ইফতারির দোকানদার; সঙ্গে আরও অনেক মানুষ ইফতার নিয়ে এসে শামিল হয় তার কাজে। সে অবাক হয়ে যায়। তখনই কাঁধে একটি হাতের স্পর্শ অনুভব করে। ফিরে দেখে সাকিবকে।

শুরুতে যে মেয়েটিকে ইফতার করায় ছেলেটি, সে একজন ফুল বিক্রেতা। সাকিবের গাড়ির কাছে গিয়ে একদিন ফুল বিক্রি করতে গেলে সাকিব মেয়েটিকে দূরের জটলা দেখিয়ে জিজ্ঞেস করে, ওখানে কী হচ্ছে? মেয়েটি বলল, ‘এক ভাইয়া আমাদের ইফতার করায়।’ তখন সাকিব তার অপ্পো মোবাইলে ছবি তুলে ফেসবুকে শেয়ার দিয়ে সকলকে ছেলেটির উদ্যোগে শামিল হতে বলেন। মুহূর্তেই সবাই সাড়া দেয় সেই আহবানে।

সাকিব শুধু ইফতারই করায়নি, ছেলেটিকে একটি নতুন মোবাইল ফোন উপহার দিয়ে বলে, ‘ভালো কাজের সাথে সাথে ছবি তোলাও চলুক।’

মূলত অপ্পোর প্রমোশনের অংশ হিসেবে শর্টফিল্মটিতে অভিনয় করেন প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব। তবে কারণ যা-ই হোক, শর্টফিল্মের মানবিক বার্তাগুলো সবার জন্য সবসময় প্রাসঙ্গিক। এতে বলা একটি কথা হতে পারে অনুপ্রেরণা, ‘দেওয়ার মালিক ফিরায়ে দেন না।’

পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান কিলিয়ান এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক :
পিএসজির সবচেয়ে বড় তারকা কে— এমন প্রশ্নের জবাবে অনেকেই বলবেন লিওনেল মেসির নাম। কিন্তু বাস্তবতা হচ্ছে, মেসি নয়, পিএসজির ভাবনা আবর্তিত কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে। এতটাই যে, গুঞ্জন আছে মৌসুম শেষে মেসি পিএসজি ছাড়তে পারেন যার অন্যতম কারন তাকে এমবাপ্পের সমান বেতন না দেওয়া। ঘরের ছেলেকে নিয়ে পিএসজি যতটা ভাবছে, এমবাপ্পেও কি ততটাই ভাবেন?

সম্প্রতি ফরাসি টিভি চ্যানেল ফ্রান্স থ্রি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে জানালেন পিএসজিকে নিয়ে তার ভাবনা কতটুকু। সেই সাক্ষাৎকারের অংশ নিয়ে গতকাল বুধবার (১২ এপ্রিল) ক্রীড়াবিষয়ক স্প্যানিশ পোর্টাল মার্কা’র করা একটি প্রতিবেদনে জানা যায়, এমবাপ্পের ভবিষ্যৎ পরিকল্পনার বড় অংশ জুড়ে আছে পিএসজি। বিশেষত, ফরাসি ক্লাবটিকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতাতে চান তিনি।

এমবাপ্পে বলেন, ‘পরবর্তী ভাবনা সম্পর্কে যদি বলতে হয়, তাহলে আমি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কথাই বলব। আমি ইতোমধ্যে ফাইনাল খেলেছি। সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, শেষ ষোলো— সবই খেলেছি। ফাইনালে জেতা ছাড়া সবই করেছি আমি । আমার এখন শিরোপা দরকার। আশাকরি, খুব শিগগিরই জিততে পারব এটি।’

প্রতিবার মৌসুম শেষের সময় ঘনিয়ে আসলে দলবদলের বাজারে এমবাপ্পেকে নিয়ে গুঞ্জন শুরু হয়। তিনি পিএসজি ছেড়ে দেবেন, রিয়াল মাদ্রিদে পাড়ি জমাবেন; এমন কথা বাতাসে নিয়মিতই ভাসে। তাই এমবাপ্পে যখন চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কথা বললেন, স্বভাবতই কৌতূহল জাগে, কাদের হয়ে জিততে চান তিনি!

বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন এমবাপ্পে নিজেই। ফরাসি এই তারকা বলেন, ‘অবশ্যই পিএসজিতে। আমি একজন প্যারিসিয়ান এবং এখানে আমি চুক্তিবদ্ধ। সুতরাং, পিএসজির হয়েই চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই।’

আইপিএলে কেমন অনুশীলন হচ্ছে লিটনের?

স্পোর্টস ডেস্ক :
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে গেল বর্তমানে কলকাতার ইডেন গার্ডেনসে অবস্থান করছেন টাইগার ওপেনার লিটন দাস। সেখানে পৌঁছানোর পর অবশ্য বেশ সাড়া জাগিয়েই লিটনকে বরণ করতে দেখা যায় শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিকে। এরপর বুধবার সন্ধ্যায় দ্বিতীয় দিনের মতো ব্যাটিং অনুশীলন করেছেন লিটন।

নেটে এদিন উমেশ যাদব, লকি ফার্গুসন, টিম সাউদিদের বল মোকাবিলা করেছেন লিটন। এ সময় অবশ্য জেসন রয়ও ছিলেন তার সাথে।

এরপর কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল ফেসবুক পোস্টের একটি ভিডিওতে লিটন নিজের ব্যাটিং নিয়ে বলেন, প্রাকটিসটা আমার দরকার ছিল, সেন্টার উইকেটে ব্যাটিং করেছি। সবকিছু মিলিয়ে খুব ভালো অনুশীলন হয়েছে।

এর আগে বুধবার দিনের শুরুতে কেকেআর ক্যাম্পে ‌‘বাংলাদেশের বাঘ’ শিরোনামের ভিডিওতে লিটন বলেছেন, ‘অনেক ভালো লাগছে, এটির জন্য অপেক্ষা করছিলাম। কখন কেকেআরে আসব।’

লিটন যেদিন ভারতে যান, সেদিনই গুজরাট টাইটানসের বিপক্ষে সেই অবিশ্বাস্য জয় পায় নাইট রাইডার্স। সেই ম্যাচ নিয়ে লিটন বলেন, ‘যখন ল্যান্ড করেছি, তখন জানতে পারি যে কেকেআর কঠিন ম্যাচটা জিতে গেছে। খুবই ভালো অনুভূতি।’

ধোনির ডাবল সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক :
আইপিএলের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে কোনো একটি ফ্র্যাঞ্চাইজিকে ২০০টি ম্যাচে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব গড়েছেন মহেন্দ্র সিং ধোনি। বুধবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে টস করতে নেমে এমন বিরল নজির গড়েন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক।

নিজের মাইলফলক ছোঁয়ার ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন ধোনি। এদিন ২০০তম ম্যাচে নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি-স্মারক তুলে দেওয়া হয় তার হাতে।

আইপিএলের শুরুর বছর থেকে চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। মাঝে ২০১৬ আসরে রাইজিং পুনে সুপারজায়ান্টসের নেতৃত্ব দিয়েছিলেন ধোনি। আইপিএলে ধোনি অধিনায়কত্ব করেছেন এখন পর্যন্ত ২১৪টি ম্যাচে। এর মধ্যে ১৪ ম্যাচ রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে।

২০০তম ম্যাচে নেতৃত্ব দেওয়ার মাইলফলক ছোঁয়ার দিনে ধোনি বলেন, খুব ভাল লাগছে। দর্শকরা সবসময় পাশে থেকেছেন। ক্রিকেটের একটা বিবর্তনের সাক্ষী থেকেছি। টি-টোয়েন্টি ক্রিকেট ধীরে ধীরে কীভাবে বদলেছে সেটা দেখতে পেয়েছি।

এদিকে, অধিনায়কের মাইলফলকের ম্যাচটা রাঙাতে চায় চেন্নাই। এ প্রসঙ্গে দলের তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজা বলেন, ধোনি একজন কিংবদন্তি। শুধু চেন্নাই সুপার কিংস নয়, ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। ধোনিকে শুভেচ্ছা জানাই। আশা করি আমরা রাজস্থানের বিরুদ্ধে জিতব। অধিনায়ক হিসেবে ২০০তম ম্যাচ খেলছেন ধোনি, জয়টাই সব থেকে বড় উপহার হতে পারে ওর জন্য। আশা করব ধারাবাহিকভাবে জিততে পারব আমরা।

মার্চের সেরা খেলোয়াড় সাকিব

স্পোর্টস ডেস্ক :
মার্চ মাসের সেরা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আজ বুধবার (১২ এপ্রিল) তাদের অফিশিয়াল ওয়েবসাইটে সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করে তারা। মার্চের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

পেছনে ফেলেছেন বাকি দুই প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ড তারকা কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে।

মার্চে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৫০ রানের জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচে ৭১ বলে ৭৫ রান করার পাশাপাশি বল হাতে ৪ উইকেট শিকার করেন সাকিব। এরপর ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজে ইংলিশদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। তিন ম্যাচেই উইকেট পাওয়া সাকিব প্রথম টি-টোয়েন্টিতে খেলেন ২৪ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংস।
সাকিবের ধারাবাহিকতা বজায় ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজেই। প্রথম ওয়ানডেতে খেলেছিলেন ৯৩ রানের অসাধারণ ইনিংস। ওয়ানডে শেষে টি-টোয়েন্টিতেও দেখান নৈপুণ্য। দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাকিবের দুর্দান্ত অলরাউন্ড শো দেখে ক্রিকেটবিশ্ব। ব্যাট হাতে ২৪ বলে অপরাজিত ৩৮ রানের ঝড়ের পর বল হাতে ৪ ওভারে ২২ রান দিয়ে ৫ উইকেট পান তিনি।

সাকিবের এমন পারফরম্যান্সে আইরিশদের হারিয়ে বাংলাদেশ জিতে নেয় টি-টোয়েন্টি সিরিজ। পায় টানা দুই সিরিজে জয়ের স্বাদ। মার্চে সাকিব খেলেছেন মোট ১২ ম্যাচ। রান করেছেন ৩৫৩, উইকেট পেয়েছেন ১৫টি। সবমিলিয়ে সেরার হাতেই আরও একবার উঠলো সেরার স্বীকৃতি।

আইসিসির র‍্যাঙ্কিংয়ে সুখবর তিন বাংলাদেশির

স্পোর্টস ডেস্ক :
সময়টা দারুণ কাটছে বাংলাদেশের ক্রিকেটের। মাঠের খেলার পাশাপাশি মাঠের বাইরেও ভালো খেলার স্বীকৃতি পাচ্ছেন ক্রিকেটাররা। সম্প্রতি আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাং কিংয়ে সুখবর পেলেন বাংলাদেশের তিন ক্রিকেটার মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম।

টেস্ট র্যাংওকিংয়ে উন্নতি করেছেন তিনজনই। চলতি মাসের শুরুতে ঢাকায় অনুষ্ঠিত আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ভালো খেলার পুরস্কার পেলেন তারা। টেস্ট ব্যাটারদের তালিকায় ২২ নম্বর থেকে ৫ ধাপ এগিয়ে মুশফিকের অবস্থান এখন ১৭ তম। এই তালিকায় মুশফিকের একধাপ উপরে ১৬ তম অবস্থানে আছেন লিটন দাস।

আয়ারল্যান্ড টেস্টে ভালো বোলিং করায় বোলারদের তালিকায় তিন ধাপ উপরে উঠে এলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ২৩ থেকে এখন তিনি আছেন ২০ এ। সাকিব আল হাসানও তিন ধাপ এগিয়েছেন বোলারদের র্যাংখকিংয়ে। ২৯ তম অবস্থান থেকে ২৬ এ উঠে এলেন সাকিব।

ওয়ানডেতেও ব্যাটারদের তালিকায় মুশফিকের অবস্থান ১৭ তম। তামিম ইকবাল ২০ ও সাকিব আল হাসান আছেন ২৬ নম্বরে। একদিনের ক্রিকেটে বোলারদের তালিকায় সেরা দশে একমাত্র বাংলাদেশি সাকিব। তার অবস্থান ১০। মেহেদী হাসান মিরাজ আছেন ১৮ তে ও মুস্তাফিজুর রহমান ২০ তম অবস্থানে।

টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় লিটন আছেন ২১ নম্বরে। বোলারদের মধ্যে মুস্তাফিজের অবস্থানও ২১। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে অবস্থান করলেও টেস্টে সাকিব আছেন ৩ নম্বরে।

ভারতের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ খেলতে পাকিস্তানের নতুন শর্ত

স্পোর্টস ডেস্ক :

চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। নিরপেক্ষ ভেন্যু ছাড়া ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার হুঁশিয়ারি পাকিস্তানের। এই ইস্যুতে কোনোভাবেই মিলছে না সমাধান। তবে শেষমেষ ভারতের মাটিতে খেলার বিষয়ে আগ্রহ দেখিয়েছে পাকিস্তান, কিন্তু জুড়ে দিয়েছে নতুন শর্ত।

গতকাল মঙ্গলবার (১১ এপ্রিল) ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, চলতি বছর পাকিস্তানে হবে এশিয়া কাপ। আর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। ভারত চায় না পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যেতে, তাদের চাওয়া নিরপেক্ষ ভেন্যুতে হোক এশিয়া কাপ। কিন্তু নাছোড়বান্দা পাকিস্তান। তারা চায় ভারত এসে খেলুক পাকিস্তানে। আর এখানেই শুরু বিপত্তির।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত, পাকিস্তানে পাঠানো হবে না রোহিত শর্মাদের। নতুন খবর, ভারতে দল পাঠাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আপত্তি না থাকলেও শহর নিয়ে কিছুটা পছন্দ-অপছন্দ রয়েছে তাদের।

ভারতের ১২টি শহরে হবে একদিনের বিশ্বকাপের ম্যাচগুলো। সব শহরে নাকি দল পাঠাতে রাজি নয় পিসিবি। লিগ পর্বের ম্যাচগুলোর জন্য পিসিবি কর্তারা আইসিসির কাছে তাদের পছন্দের কথা জানিয়েছেন। এশিয়া কাপ আয়োজন ও একদিনের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আইসিসি কর্তাদের সঙ্গে কিছু দিন ধরে আলোচনা চালাচ্ছেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি।

আইসিসির এক কর্মকর্তা বলেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড বা ভারত সরকার পছন্দ করার সুযোগ দেবে কি না জানা নেই। সুযোগ থাকলে ভারতের দুটি শহরে বিশ্বকাপের লিগ পর্বের ম্যাচগুলো খেলতে চায় পাকিস্তান। অতীত অভিজ্ঞতার ভিত্তিতে কলকাতা ও চেন্নাইয়ে খেলতে তারা সব থেকে স্বাচ্ছন্দ্য বলে জানিয়েছে।’

ওই কর্মকর্তা আরও জানান, ‘এই দুই শহরের আতিথেয়তায় সব থেকে খুশি পাকিস্তানের ক্রিকেটাররা। নকআউট পর্বের ম্যাচের কেন্দ্র নিয়ে অবশ্য পাকিস্তানের ক্রিকেট কর্তারা কোনও পছন্দের কথা জানাননি।’

আইসিসি চায় ভারত-পাকিস্তান ম্যাচ হোক আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ১ লাখ ৩২ হাজার দর্শক আসনের স্টেডিয়ামে এই ম্যাচ হলে বাণিজ্যিকভাবে সব থেকে লাভবান হবে তারা। যদিও বিশ্বকাপ ফাইনালের কেন্দ্র হিসেবে আহমেদাবাদ আগেই চিহ্নিত হয়ে যাওয়ায় সেখানেই ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে কিছুটা সংশয় রয়েছে।

শেষ পর্যন্ত এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তানে দল পাঠাবে কি না আর অন্যদিকে একদিনের বিশ্বকাপের ম্যাচ খেলতে পাকিস্তান দল ভারতে আসবে কি না এই প্রশ্নের উত্তর এখনও অজানা।