চরফ্যাসনে কোষ্টগার্ডের অভিযানে ১ লক্ষ ২০হাজার মিটার কারেন্ট জাল আটক

চরফ্যাশন প্রতিনিধি॥ ভোলার চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা থানার বুড়াগৌরাঙ্গা নদীর বিভিন্ন এলাকা( ২৮ নভেম্বর) বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সকল ১০ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ১ লক্ষ মিটার চর ঘেরা ও ২০ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে বাংলাদেশ কোষ্টগার্ড চরমানিকা ষ্টেশন আউটপোষ্ট কন্টিনজেন্ট কমান্ডার ।

এসময় জালে আটকে থাকা ১২০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাছগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশক্রমে চর কচ্ছপিয়া ৫টি এতিমখানায় ও গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ কোষ্টগার্ড চরমানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর হোসেন জানান বুড়া গৌরাঙ্গ নদীতে অভিযান পরিচালনাকালে নদী থেকে চর ঘেরা ১ লক্ষ মিটার ও ২০ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়।

সকালে উপজেলা মৎস্য কর্মকতার নির্দেশক্রমে চরকচ্ছপিয়া কোষ্টগার্ডের অফিসের সামনে জালগুলো আগুনে পুড়িয়ে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *