রাজশাহী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তালুকদারের ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক:

আদালত সংশ্লিষ্ট বিভিন্ন কাজে এবং সাধারন জনগনকে হয়রানী মুক্ত বিচারিক সেবা দিতে যোগদানের পর থেকে নিরলস কাজ করে যাচ্ছেন রাজশাহীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তালুকদার। ‘আইনী সেবা পাওয়া মানুষের সাংবিধানিক অধিকার এই চেতনাকে মাথায় রেখে আদালতের নানা অনিয়মকে দূর করে আদালতকে মানুষের ভরসা ও হয়রানীমুক্ত আইনী সেবা পাওয়ার আশ্রয়স্থলে পরিনত করতে তিনি নানামূখী পদক্ষেপ গ্রহন করেছ।আর্থিকভাবে অসচ্ছল, সহায়সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ জনগোষ্ঠিকে আইনগত সহায়তা প্রদান করতে সরকার কর্তৃক পাশকৃত ‘আইনগত সহায়তা প্রদান আইন-২০০০’ কে যথাযথভাবে বাস্তবায়নেও তিনি বদ্ধপরিকরর।পাশাপাশি আদালতে জামিন নামা প্রদান,রিকল গ্রহন ,নকল কপি সংগ্রহসহ বিভিন্ন রুটিন কাজগুলোতে বিভিন্ন আদালতের কিছু অসাধু কর্মচারীরা সাধারন বিচারপ্রার্থী জনগনকে জিম্মি করে টাকা পয়সা আদায় করাটা অনেকটা রীতিতে পরিনত করে ফেলেছে কিন্ত তিনি এসকল দূর্নীতি ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছেন এবং তা প্রতিরোধে প্রকাশ্যে উদ্যেগ গ্রহন করেছেন। এজন্য তিনি রাজশাহী চীফ জুডিশিয়াল আদালতের চারপাশে ফেস্টুনের মাধ্যমে ব্যতিক্রমী প্রচারনা চালাচ্ছেন।উক্ত ফেস্টুন গুলোতে উল্লেখ আছে মামলায় যে কোন আদেশ, তারিখ, জামিননামা প্রদান,বিকলসহ প্রয়োজনীয় বিষয় আদালতের সংশ্লিষ্ট কর্মচারীর নিকট থেকে জেনে নিবেন বিনা খরচে। অযথা বিলম্ব, বিড়ম্বনা, হয়রানী বা অবৈধ অর্থ দাবি কাম্য নয়। এক্ষেত্র দালাল, মহুরী, কর্মচারী বা অন্য কারো দ্বারা দূর্নীতি বা হয়রানীর শিকার হলে সরাসরি তাকে জানানোর জন্য যোগাযোগ নাম্বার উল্লেখ করে দিয়েছেন।তার এমন উদ্যোগে সকল ধরনের বিচারপ্রার্থী সাধারন জনগন হয়রানীমুক্ত বিচারিক সেবা পাবেন,তার এমন উদ্যোগ সমগ্র বাংলাদেশের আদালতে গ্রহন করা এখন সময়ের দাবি।এছাড়াও তিনি নানা প্রচার, প্রচরণা, সেমিনার ও কর্মশালা আয়োজনের মধ্য দিয়ে দূর্নীতি ও হয়রানীমুক্ত বিচারিক সেবা নিশ্চিতের লক্ষে জনসচেতনতা বৃদ্ধির চেষ্টা করে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *