নৌকা বানাচ্ছেন কৃষকলীগ নেতা

ডিসেম্বর মাস। সামনে বিজয় দিবস। এ মাসে লাল-সবুজে পতাকা, পোষাকের গুরুত্ব বেশি। লাল-সবুজের কাপড় দিয়ে মনের মাধুরি দিয়ে নৌকা বানাচ্ছেন বেতাগীর নৌকা প্রেমিক এককর্মী । কেউ কেউ দাড়িয়ে দেখছে। কেউ কেউ মোবাইলে ছবি করছেন।

কয়েকজনে ওই নৌকা নির্মাতাকে চা-পান খাওয়াচ্ছেন। এ গল্পের বাস্তব রহস্যে, প্রথম ধাপের বরগুনার বেতাগী পৌরসভা নির্বাচন ২৮ ডিসেম্বর। পৌর শহরের সর্বত্র উৎসব মুখর পরিবেশ।

গতকাল সন্ধ্যার পরে বেতাগী থানার সামনে আওয়ামী লীগের দলীয় শাখা কার্যালয়ে একা একা বসে জাতীয় পতাকার আদলে লাল-সবুজের কাপড়ে নৌকা বানাচ্ছেন উপজেলা কৃষক লীগ সভাপতি ক্যাপ্টেন সেলিম আহমেদ।

একদম নিখুঁতভাবে মনের মাধুরি দিয়ে নৌকা তৈরি করছেন। নৌকা সবুজ কাপড়ে তৈরি করা হয়েছে। আর মাঝখানে দেওয়া হয়েছে লাল বর্ণের বৃত্ত করে কাপড়।

আর তাঁর নৌকা তৈরির দৃশ্য দাড়িয়ে থেকে অনেক উপভোগ করছেন। কেউ কেউ তাঁর প্রশাংসা করেছেন। এ বিষয় নৌকা নির্মাতা সেলিম আহমেদ বলেন, বঙ্গবন্ধু’র নৌকা প্রতীককে ভালোবাসি এবং প্রতিবছর একটি নৌকা নিজ হাতে তৈরি করি। দলের প্রতি কাজ করে আমি সত্যিকার আনন্দ উপভোগ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *