ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু

ঝালকাঠির নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার মেরহার গ্রামে বাড়িতে চাঁনবরু বেগমের (৬০) মৃত্যু হয়। তিনি ৮ দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। চাঁনবরু ওই গ্রামের মোছলেম মিস্ত্রির স্ত্রী।

এদিকে সকালে তিমিরকাঠি গ্রামের জাকির হোসেন (৫৬) বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শাবাব ফাউন্ডেশন তাদের লাশ দাফন করবে।

ওদিকে, চাঁদপুরের কচুয়ায় করোনা উপসর্গ নিয়ে আব্দুল হাকিম (৪০) নামে ‘ইউনি-মেড ইউনি-হেলথ’ কম্পনির রিপ্রেজেন্টেটিভ বুধবার সকাল সাড়ে ৯টায় ভাড়া বাসায় মৃত্যুবরণ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দিন মাহমুদ বলেন, আব্দুল হাকিম গত তিন দিন যাবৎ সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। আমরা তার নমুনা সংগ্রহ করেছি। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন ইদ্রিস বকাউলের বাসাটি লকডাউন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *