বেসরকারি কলেজের অনার্স মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির দাবী।

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ ২৮ বছরের বঞ্চনার অবসান চান এমপিওভুক্ত কলেজের অনার্স-মাস্টার্স পর্যায়ের শিক্ষকরা। তাঁরা চলতি অর্থবছরেই তাঁদের এমপিওভুক্তির দাবি জানিয়েছেন। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শেষে তাঁরা এই দাবি জানান। গত বুধবার থেকে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের ব্যানারে তাঁরা একই স্থানে মানববন্ধন পালন করছেন। শিক্ষকরা জানান, এমপিওভুক্ত কলেজগুলোর অনার্স ও মাস্টার্স কোর্সে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থীর জন্য সাড়ে পাঁচ হাজার শিক্ষক রয়েছেন। কিন্তু বৈধভাবে নিয়োগের পর এখনো তাঁদের জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত ও এমপিওভুক্ত করা হয়নি। ফলে প্রায় ২৮ বছর ধরে এসব শিক্ষক নামমাত্র বেতনে চাকরি করছেন। তবে করোনার কারণে সেটাও বন্ধ রয়েছে। সংগঠনের আহ্বায়ক হারুন-অর-রশিদ বলেন, ‘আমাদের সাড়ে পাঁচ হাজার শিক্ষকের এমপিওভুক্তির জন্য বার্ষিক ১৪৬ কোটি টাকা প্রয়োজন। শিক্ষকদের মানবিক দিক বিবেচনা করে দ্রুত এমপিওভুক্তির দাবি জানাচ্ছি। সংগঠনের আহবায়ক হারুন অর রশীদের সভাপতিত্বে তিনব্যাপী কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেস্টা অনার্স মাস্টার্স শিক্ষক পরিষদের সভাপতি মেহরাব আলী, ফেডারেশনের আহ্বায়ক হারুন অর রশীদ, সদস্য সচিব মোস্তফা কামাল, মোকলেসুর রাহমান মনি, মাসুম বিল্লাহ, তরিকুল ইসলাম, জিয়াউর রহমান মানিক, কামরুল হাসান লিপু, সুলতান মাহমুদ, সাইফুল ইসলাম জুয়েল, রফিকুল ইসলাম, গাজী নজরুল ইসলাম, মাসুদ করিম, মাহিবুর রহমান, আবু সাঈদ সুজন, মহাদেব শর্মা, সুকোমল সেন, যুগ্ন সচিব মোহাম্মদ ফারুক, মোহাম্মদ হারুন অর রশীদ, ইউনুছ শরীফ, ফজলুল করিম, আরাফাত হক, আশরাফুল ইসলাম, জামির হোসেন, সুলতানা সুমী, দেলোয়ার হোসেন, সাফায়েত হোসেন সহ সকল বিভাগায় সমন্বয়কারী, জেলা সভাপতি, সাধারণ সম্পাদকসহ শিক্ষক বৃন্ধ।

করোনা আক্রান্ত যুবলীগ নেতা সোহেল শাহরিয়ার

বাকেরগঞ্জ প্রতিনিধি : বাকেরগঞ্জের কৃতি সন্তান ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগের অন্যতম কাণ্ডারি, খালেদা বিরোধী ও ১/১১ রাজপথের সাবেক ছাত্রলীগ নেতা সোহেল শাহরিয়ার রানা করোনায় আক্রান্ত।
করোনাকালীন সময়ের শুরু থেকেই রাজধানীতে বিভিন্ন সেবামুলক কাজ চালিয়েছেন সোহেল শাহরিয়ার। ছিন্নমূল মানুষদের মধ্যে খাবার বিতরণ, স্বাস্থ্য সচেতনায় ক্যাম্পিং, মাস্ক, পিপিই বিতরণসহ নানা কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। এজন্য বিভিন্ন মানুষের সংস্পর্ষে আসতে হয়েছে তাকে। তবুও নিজের জীবনের পরোয়া না করে তিনি অন্যের সেবায় নিয়োজিত ছিলেন। অবশেষ সোহেল শাহরিয়ার রানাকেই আক্রান্ত হতে হলো করোনায়।
তবে করোনায় আক্রান্ত হয়েও তিনি ভীত নন।
সাহসী কন্ঠোই সোহেল শাহরিয়ার বলেন, আমার করোনা পজিটিভ এসেছে। তবে ভয় পাচ্ছি না। বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শে সব কিছুই করছি। আমি আমার নৈতিক ও রাজনৈতিক দায়বদ্ধতা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলের নির্দেশেই মানুষের পাশে দাঁড়িয়েছি। সুস্থ হয়ে আমি আবারও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।
করোনা আক্রান্ত হওয়ার পর সবাই আমার জন্য দোয়া করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। শীঘ্রই সুস্থ হয়ে সবার মাঝে আবার ফিরে আসবেন, সেই প্রত্যাশার কথাও জানান সাবেক এই ছাত্রলীগ নেতা।

বরিশালে আটককৃতের স্বাকারোক্তি অনুযায়ী ঝালকাঠির কাঁঠালিয়া ২গরুসহ চোর আটক

আরিফুর রহমান : বরিশাল থেকে ৮টি গরু চুরি হওয়ার ঘটনায় আটককৃতের স্বাকারোক্তি অনুযায়ী ঝালকাঠির কাঁঠালিয়া থেকে ২টি গরুসহ আন্তঃজেলা গরুচোর চক্রের সদস্য কবির হাওলাদার (৪২) কে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে বিমানবন্দর থানা পুলিশের একটি দল ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমড়াবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। কবির ওই গ্রামের বাসিন্দা। বিষয়টি শনিবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম নিশ্চিত করেছেন।
পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) সাংবাদিকদের জানান, গত ৬ জুলাই দিনগত রাতে বরিশাল ডেফুলিয়া এলাকার বাসিন্দা মনির হাওলাদারের বাড়ি থেকে আটটি গরু চুরি হয়ে যায়। এ বিষয়ে ৯ জুলাই বরিশাল বিমানবন্দর থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত চোর চক্রের প্রধান সদস্য মো. শাহ আলম ও বড় রেজাউলকে আটক করা হয়।চোর চক্রের অন্যতম সদস্য বড় রেজাউল গরু চুরির কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
তিনি আরো জানান, তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাকী আসামীদের ধরতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রায়হানুর রহমান তথ্য প্রযুক্তির মাধ্যমে তদন্ত করে আটক কবির হাওলাদারকে শনাক্ত করে। গত ১ অক্টোবর রাতে পুলিশ অভিযান চালিয়ে কাঁঠালিয়া থানার আমড়াবুনিয়া এলাকা থেকে গরু চুরি চক্রের সদস্য কবিরকে আটক করে ও তার কাছ থেকে বাদীর চুরি হওয়া দু’টি কালো গরু উদ্ধার করা হয়। আটক কবিরকে আদালতে সোপর্দ করার পর জেলহাজতে পাঠানো হয়েছে।

ঝালকাঠির রাজাপুরে অবৈধ বালুখেকো ৮ ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

আজমীর হোসেন তালুকদার:: ঝালকাঠির রাজাপুরে অবৈধ বালুখেকোদের বিরুদ্ধে ঝটিকা অভিযান চালিয়ে ৮ ব্যক্তিকে নগদ ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ শনিবার প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বালু উত্তোলনের দায়ে দিনভর পৃথক অভিযান চালিয়ে এদের আটক ও জড়িমানা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গালুয়া ইউনিয়নের কাটাখালি, উপজেলা সদরের বাগড়ি ও বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। একই সাথে ভ্রাম্যমান আদালত কাটাখালি থেকে ২টি, উপজেলা সদরের বাগড়ি ব্রীজ সংলগ্ন খাল থেকে ১টি ও বাজার ব্রীজ সংলগ্ন খাল থেকে ২টি বালুর বলগেট (বালুবাহী জাহাজ) জব্দ করে ।
দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুকুরিজানা এলাকার কদম আলীর পুত্র আব্দুল মন্নান (৫০), পার্শ্ববর্তী পিরোজপুর জেলা সদরের চিমলিয়া এলাকার মোঃ বজলু খান এর পুত্র মোঃ সবুজ খান (২৪), বাদুরা এলাকার আব্দুল রুস্তুম খন্দকার এর পুত্র মোঃ রিপন (২৬), নাজিরপুরের সাতকাহনিয়া এলাকার মোঃ ঈসা মোল্লার পুত্র মোঃ রমজান মোল্লা (২০), নেছারাবাদের জগন্নাথকাঠী এলাকার মৃত আবুবকর এর পুত্র মোঃ নজরুল ইসলাম (৪০), ভান্ডরিয়া উপজেলার দাওয়া গ্রামের আব্দুল খালেক ফরাজীর পুত্র মোঃ মনিরউজ্জামান ফরাজী (৫০). বরিশালের বানারীপাড়ার ইলুহার গ্রামের মোঃ সিদ্দিক হোসেন এর পুত্র মোঃ আরিফুল ইসলাম (২০), ঝালকাঠির সদরের কিফায়েত নগর এর মৃত আনিস খান এর পুত্র মোঃ সেলিম খান (৩৭)।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ সোহাগ হাওলাদার বলেন, জব্দকৃত ৫টি বলগেট নিলাম কমিটি নিয়োগ করে তাদের মাধ্যমে প্রকাশ্য নিলাম দেয়া হবে।

করোনাকালে আ.লীগ ছাড়া মানুষের পাশে কেউ ছিল না: প্রধানমন্ত্রী

সমালোচনাকারীদের এক হাত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘এ দেশে গরিব মানুষের সেবা করা জন্য অনেক লোক, আনেক প্রতিষ্ঠান; কিন্তু করোনাকালীন দেশের এই খেটে খাওয়া মানুষের পাশে সরকার এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ছাড়া কেউ ছিল না।’

শনিবার (৩ অক্টোবর) গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘করোনা মহামারি মোকাবেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের জন্য আত্মত্যাগ করলেও অন্য কোনো দল মানুষের পাশে না দাঁড়িয়ে শুধু সমালোচনা করছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে এখন অনেক ভালো ভালো মিডিয়া আছে। যে যার মতো আপন মনের মাধুরি মিশিয়ে বলেই যাচ্ছে, কিন্তু তাদের মাঠে মানুষের পাশে দেখা যায়নি। তারা কেউ আবার বিচার করে; আওয়ামী লীগ কতটুকু করলো, কতটুকু করলো না, কিন্তু তারা আয়নাতে নিজেদের চেহারা দেখে না। এই দেশে গরিব মানুষের সেবা করার অনেক লোক, অনেক রকমের প্রতিষ্ঠান, অনেক কার্যক্রম আমরা দেখি। কিন্তু করোনাকালীন তো তাদের কোনও কার্যক্রম আমরা দেখিনি। তখন সবাই ঘরে, তখন মানুষের পাশে আর কেউ নেই। মানুষের পাশে আওয়ামী লীগ আছে। কারণ আওয়ামী লীগ জনগণের সংগঠন, আওয়ামী লীগ জনগণের জন্য সব থেকে বেশি কাজ করে। এই বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নতির জন্যই জাতির পিতা স্বাধীনতা এনে দিয়েছেন। সেই স্বাধীনতার সুফলটা যেন প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছায়। আমরা যেন দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে পারি, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য।’

প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু মানুষ স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে অনেক কথা বলছে…আমি জরুরি ভিত্তিতে তাদের যে নির্দেশনাই দিয়েছি তারা তা করেছে। তারা সঠিকভাবে কাজ করেছে…এ কারণেই আমরা করোনাভাইরাস নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।’

তিনি বলেন, ‘আমাদের কাজ করতে হবে, আমাদের বিভিন্ন উপকরণ সংগ্রহ করতে হবে, আমাদের জনগণকে চিকিৎসা দিতে হবে, আমাদের জনগণের কাছে যেতে হবে, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। জরুরি বিষয়ে সব নিয়ম অনুসরণ করার দরকার নেই। কেউ যদি কারও জন্য কোনো সমস্যায় পড়েন, সেটা আমরা দেখব।’

তিনি আরও বলেন, ‘আমি অর্থ ও জনপ্রশাসন এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়কে একসাথে বসতে বলেছি। এসব চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান নিয়োগে আমি সিদ্ধান্ত দিয়েছি এবং তাৎক্ষণিকভাবে কাগজে সাইন করেছি। করোনাভাইরাস মোকাবিলায় দেশের আরও চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান দরকার হওয়ায় সরকার এ বিষয়ে কিছু নীতি শিথিল করে। মহামারির শুরুতে যত দ্রুত সম্ভব সরকার জেলা পর্যায় পর্যন্ত হাসপাতালগুলোকে অক্সিজেন সরবরাহ ও আইসিইউ ব্যবস্থাসহ প্রস্তুত করে তুলে।’

শেখ হাসিনা বলেন, ‘শুধুমাত্র আওয়ামী লীগের জন্যই জনগণ সহযোগিতা পেয়েছে, যদি অন্য কোনো দল (ক্ষমতায়) থাকত তবে অসংখ্য মানুষ মারা যেত। তারা অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়ত।

প্রবাসী বাংলাদেশিদের সমস্যার বিষয়ে তিনি বলেন, ‘সরকার তাদের দুর্ভোগ লাঘবে চেষ্টা করেছে, এমনকি তাদের ফিরিয়ে আনতে বিশেষ বিমান পাঠিয়েছে। তারা এ মাটির সন্তান, আমরা তাদের মানুষ হিসেবে দেখি, আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা বিদেশে তাদের প্রণোদনা দিয়েছি।

মসজিদুল হারাম-নববী খুলে দেয়ার সিদ্ধান্ত

পবিত্র ওমরা পালনের জন্য রোববার (৪ সেপ্টেম্বর) থেকে মক্কা এবং মদীনার পবিত্র স্থানগুলো উন্মুক্ত করে দেবে সৌদি আরব। প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীর কারণে সাত মাস বন্ধ ছিলো এসব স্থান।

প্রতিবছর বিশ্বের লাখ লাখ মুসলমান ওমরা পালন করে থাকেন। কিন্তু করোনাভাইরাসের মহামারির কারণে তা বন্ধ ছিল।
পার্সটুডের খবরে বলা হয়েছে, ওমরা পালনের বিষয়টি তিন ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে থাকবে শুধুমাত্র সৌদি আরবে বসবাসরত নাগরিকেদর ওমরা পালনের সুযোগ। এ সময় প্রতিদিন ছয় হাজার মানুষ ওমরা পালনের সুযোগ পাবেন।

সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ বেনতেন রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছেন, প্রথম পর্যায়ে খুবই সতর্কতার সাথে এবং সুনির্দিষ্ট সময়ের ভেতরে ওমরা পালন করা হবে। তিনি জানান, ওমরা পালনকারীদেরকে কয়েকটি গ্রুপে বিভক্ত করা হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করা হবে। সামাজিক দূরত্ব বজায় রেখেই ওমরা পালনকারীদেরকে পবিত্র কাবা তাওয়াফ করতে হবে।
তবে আগামী ১৮ অক্টোবর থেকে প্রতিদিন ওমরা পালনকারীর সংখ্যা বাড়িয়ে ১৫ হাজার করা হবে। এবং সর্বোচ্চ ৪০ হাজার মানুষকে কাবা শরীফে নামাজ আদায় করতে দেয়া হবে।

আর বিদেশি নাগরিকরা ওমরা পালনের সুযোগ পাবেন আগামী ১ নভেম্বর থেকে। এ সময় থেকে প্রতিদিন ২০ হাজার মানুষ ওমরা পালন করতে পারবেন। এ সময় মসজিদের ভিতরে ৬০ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন।

সাতদিন পর একসাথে ভেসে উঠল ভাই-বোনের মরদেহ

রাজশাহীর পদ্মা নদীতে ভ্রমণের সময় নৌকাডুবিতে নিখোঁজের সাতদিন পর বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রী ও তার ছোট ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) ভোরে পদ্মা নদীর নবগঙ্গা এলাকায় বিশ্ববিদ্যালয় ছাত্রী সূচনা ও তার চাচাতো ভাই অষ্টম শ্রেণির ছাত্র রিমনের লাশ ভেসে উঠে। পরে স্থানীয়রা নৌকা দিয়ে লাশ দু’টি উদ্ধার করে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। পবা উপজেলার খোলাবোনা এলাকায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। গত ২৫ সেপ্টেম্বর বিকেলে পদ্মায় ভ্রমণে গিয়ে ১৩ জন যাত্রী নিয়ে ডুবে যায় একটি নৌকা।

স্থানীয়দের সহায়তায় ১১ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও নিখোঁজ ছিলেন দুজন। দুই দিন টানা অভিযান চালিয়ে তাদের খুঁজে না পাওয়ায় গত ২৭ সেপ্টেম্বর অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিস।

দেশে কমেছে করোনা আক্রান্ত ও মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৩২৫ জনে। এ ছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও এক হাজার ১৮২ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৬৭ হাজার ৫৬৫ জন করোনা রোগী।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৪৪২ জন। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮০ হাজার ৬৯ জন।
শুক্রবার (২ অক্টোবর) দেশে আরও এক হাজার ৩৯৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩৩ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ লাখ ৩৩ হাজার ২২৬ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪৮ লাখ ২৮ হাজার ৮১৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৫৮ লাখ ৯২ হাজার ১৩২ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ১৩ হাজার ৫২৪ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৭৫ লাখ ৪৯ হাজার ৩২৩ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৪ লাখ ৭১ হাজার ৯৩৪ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৮৭৫ জন।
করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৮ লাখ ৮২ হাজার ২৩১ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ৪৫ হাজার ৪৩১ জন।
করোনায় মৃতের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৮ হাজার ৪৯২ জন। আর এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ৭ লাখ ৫৩ হাজার ৯০ জন।
আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১১ লাখ ৯৪ হাজার ৬৪৩ জন। আর মৃতের সংখ্যা ২১ হাজার ৭৭ জন।
সুস্থতার দিক থেকে প্রথম অবস্থানে উঠে এসেছে ভারত (৫৪ লাখ ২৫ হাজার ৭৭ জন), দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৪৭ লাখ ৭৬ হাজার ৮২৪ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল (৪২ লাখ ৩২ হাজার ৫৯৩ জন)।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

নাগোর্নো-কারাবাখের প্রধান শহরে আজারি বাহিনীর হামলা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

নাগোর্নো-কারাবাখের প্রধান শহর স্টিপানাকার্তে আজারবাইজানের সামরিক বাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছে আর্মেনিয়া। শনিবার (৩ সেপ্টেম্বর) সেখানে টানা ষষ্ঠ দিনের মতো সংঘর্ষ চলেছে।

কারাবাখের বিচ্ছিন্নতাবাদীদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
পার্সটুডের খবরে বলা হয়েছে, শুক্রবার কারাবাখের প্রধান শহর স্টিপানাকার্তে আজারবাইজানের সেনারা প্রচণ্ড গোলাবর্ষণ করে এবং এতে বহু মানুষ আহত হয়েছে। ভারী গোলাবর্ষণের পাশাপাশি সেখানে অ্যাম্বুলেন্সের শব্দ শোনা যায়।

আরো পড়ুন: আজারি বাহিনীর আক্রমণে অস্ত্র ফেলে পালাচ্ছে আর্মেনীয় বাহিনী
এদিকে, যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় আর্মেনিয়া মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে। তবে আজারবাইজান স্পষ্ট করে বলেছে, নাগোর্নো-কারাবাখ থেকে আর্মেনিয়ার সেনা প্রত্যাহার না করলে তারা যুদ্ধ চালিয়ে যাবে।

গত রোববার থেকে শুরু হওয়া এ সংঘর্ষে এরিমধ্যে দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।
কারবাখ সংঘাত
আন্তর্জাতিকভাবে স্বীকৃত আজারবাইনারে ভূখণ্ড আপার কারাবাখ ১৯৯১ সালে দখল করে নেয় আর্মেনিয়ার সেনাবাহিনী। এরপর থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দু’জাতির মধ্যে উত্তেজনা শুরু হয়।
নিরাপত্তা পরিষদের ৪টি এবং জাতিসংঘ সাধারণ অধিবেশনের ২টি প্রস্তাবনাসহ আন্তর্জাতিক অনেক সংস্থা দখলকৃত ভূমি থেকে আর্মেনিয়ার প্রত্যাবর্তন দাবি করলেও তা আমলে নেয়নি আর্মেনিয় সরকার।
১৯৯২ সালে ফ্রান্স, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সমন্বয়ে সংকট সমাধানের উপায় খুঁজার জন্য মিনস্ক গ্রুপ তৈরি হয়। ১৯৯৪ সালে একটি শান্তি চুক্তিও সই হয়। কিন্তু সংকট নিরসনে তা ভূমিকা রাখতে পারেনি।
দখলকৃত এলাকায় দ্রুত সংঘাত বন্ধে ফ্রান্স, রাশিয়া এবং ন্যাটোসহ অনেকে আহ্বান জানিয়েছে।

সাড়ে ১২ হাজার নিয়োগের সার্কুলার আসছে

ওয়েব ডেস্ক
fb tw ln

দেশে কর্মমুখী শিক্ষার প্রসারে টেকনিক্যাল কলেজ ও পলিটেকনিকগুলোতে তিন অর্থবছরে প্রায় ১২ হাজার ৬০০ পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কারিগরি শিক্ষা খাতে এক হাজার ৬১টি ক্যাডার পদ এবং ১১ হাজার ৫৪৬টি নন-ক্যাডার পদসহ মোট ১২ হাজার ৬০৭টি পদ সৃষ্টির সরকারি আদেশ জারির জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

সূত্রের তথ্যমতে, সম্প্রতি এই প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন। কর্মকর্তারা জানান, এর লক্ষ্য হলো কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে ১১৩টি সরকারি প্রতিষ্ঠানের মধ্যে ৪৯টি পলিটেকনিক এবং ৬৪টি টেকনিক্যাল কলেজের জনবলের ঘাটতি সমাধান করা।
এক হাজার ৬১টি স্থায়ী ক্যাডার পদের মধ্যে ২০ জন উপাধ্যক্ষ (জাতীয় বেতন-স্কেল, ২০১৫-এ গ্রেড-৫), ১৬৯ জন চিফ ইনস্ট্রাক্টর (টেকনিক্যাল, গ্রেড-৬), ৫৭ জন চিফ ইনস্ট্রাক্টর (নন-টেকনিক্যাল, গ্রেড-৬), ৫১০ জন ইনস্ট্রাক্টর (টেকনিক্যাল, গ্রেড-৯) এবং ৩০৫ ইনস্ট্রাক্টর (নন-টেকনিক্যাল, গ্রেড-৯)।

চলতি অর্থবছর থেকে তিন অর্থবছরে ১২ হাজারেরও বেশি পদে নিয়োগ দেয়া হবে বলে জানান কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. ওমর ফারুক।
অতিরিক্ত সচিব বলেন, টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোতে বর্তমানে এক তৃতীয়াংশ কর্মচারী দ্বারা পরিচালিত তীব্র জনবল সঙ্কটের সমাধানের জন্য সরকার এই পদ সৃষ্টি করছে। নিয়োগের পরে শিক্ষার মান ও তালিকাভুক্তির হার বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, এই পদক্ষেপটি দেশে ও বিদেশে বর্তমান চাকরির বাজারের জন্য দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি ও ভোকেশনাল শিক্ষার উন্নয়নের জন্য সরকারের অগ্রাধিকারের অংশ হিসেবে রয়েছে।
বিশেষজ্ঞরা জানান, বিদেশে দক্ষ শ্রমিকদের উচ্চ চাহিদা থাকায় চাকরিমুখী শিক্ষার এই উদ্যোগটি বাংলাদেশি কর্মীদের বিদেশে পাঠানোর ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।