বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে পুকুরের পানিতে ডুবে ২ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার পূর্ব-নওমালা গ্রামে মরিয়ম নামের ওই শিশুর মৃত্যু হয়। মরিয়ম ওই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, খেলতে গিয়ে সবার অগোচরে ঘরের সামনের পুকুরে পড়ে যায় সে।
খোঁজাখুঁজির একপর্যায়ে লাশ ভাসতে দেখে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ইউনিয়ন কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় তিনজন আহত

বাকেরগঞ্জ প্রতিনিধি:
বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নের শাপলাখা‌লি‌ গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিনজনকে পিটিয়ে,কুপিয়ে আহত করেছে স্থানীয় সন্ত্রাসী কাদের বাহিনী। গত ৩০ এ‌প্রিল বৃহস্প‌তিবার বেলা সা‌ড়ে ১১ টায় স্থানীয় শাপলাখালী‌ নামক স্থা‌নে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। স্থানীয় জনসাধারণ ও ভিকটিম পরিবারের সাথে আলোচনা করে জানা যায় যে, ঘটনার আগের দিন শিমুলতলা বাজারে স্থানীয় হোমরা চোমড়া টাইপের নেতা কাদের গাজীর সামনে সিগা‌রেট খাওয়া‌কে কেন্দ্র ক‌রে কা‌দের গাজী মোঃ খাইরুল ইসলাম হাং (২০) ও ই‌লিয়াস হাং (২০) কে গা‌লিগালাজ করে।
দুই যুবক এর প্রতিবাদ করলে কাদের গাজী তাদের মারধর করার চেষ্টা করে কিন্তু স্থানীয় উপস্থিত লোকজনের কারনে তা সম্ভব হয়নি পরে রাতে তারাবি নামাজ পড়তে স্থানীয় মসজিদে গেলে কাদেরের ছেলে আবদুর রহমান ও জহিরুলসহ কয়েকজন ইলিয়াসকে মারধর করে। ঘটনা সুত্রে জানাযায় ২০১৬ সা‌লের ইউ‌পি নির্বাচ‌নে কা‌দের গাজী‌কে খাইরুল ও ই‌লিয়া‌সের প‌রিবার সমর্থন না করায় তাদের মধ্যে পুর্বশত্রুতার জন‌্য মারধরের ঘটনা ঘ‌টে ও দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃ‌ষ্টি করে।

পরব‌র্তী দিন বৃহস্প‌তিবার ঘটনার দিন বেলা সাড়ে ১১ টায় খাইরুল ইসলাম শিমুলতলা বাজার থে‌কে বা‌ড়ি যাওয়ার সময় পূর্বপ‌রিক‌ল্পিতভা‌বে রামদা,লা‌ঠি সোটা নি‌য়ে অবস্থান‌ নেন কা‌দের বা‌হিনী এবং খাইরুল কে দেখামাত্রই ধাওয়া ক‌র‌লে খাইরুল তার জীবন বাঁচা‌তে দৌ‌ড়ে নি‌জে‌দের বা‌ড়ি‌তে গি‌য়ে ঘ‌রের দরজা বন্ধ ক‌রে বাড়িতে অবস্থান নেন কিন্তু সন্ত্রাসী বাহিনী দরজা ভেঙ্গে এ‌লোপাতা‌রি কু‌পি‌য়ে,পি‌টি‌য়ে খাইরুল (২০) তার মা ‌রো‌কেয়া বেগম (৬৮) বোন ৮ মা‌সের অন্তসত্তা ময়না বেগম (১৯) কে কুপিয়ে,পিটিয়ে আহত করে, ঘরের মালামাল ভাংচুর ও স্বর্নাংলকার লুট করে চলে যায় ।

পরে স্থানীয়‌দের সহায়তায় আহতদের উদ্ধার ক‌রে প্রথ‌মে পার্শ্ববর্তী পটুয়াখালীর দুমকি উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্সে ভর্তি করা হয় সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে শে‌রে-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালে প্রেরন করা হয়। আহতদের অবস্হার অবনতি হলে উন্নত চি‌কিৎসার জন‌্য আহত খাইরুল কে ঢাকা মে‌ডি‌কেল ক‌লে‌জ হাসপাতালে রেফার ক‌রেন। আহত খাইরুলের মা ব‌রিশাল শে‌রে বাংলা মে‌ডি‌কে‌লে চি‌কিৎসাধীন অা‌ছেন এবং বোন ময়না বেগম লুথরান হেলথ কেয়ার থে‌কে রেফার পে‌য়ে উন্নত চি‌কিৎসার জন‌্য পটুয়াখা‌লী সরকা‌রি মা ও শিশু স্বাস্থ‌্য কে‌ন্দ্রে নি‌বিড় পর্য‌বেক্ষ‌নে অা‌ছেন।

স্থানীয় নলুয়া ১নং ওয়া‌র্ডের ইউপি মেম্বার মোঃ সেকান্দার গাজী জানান ভিক‌টিম‌দের প্রতি অন‌্যায় ও মধ‌্যযুগীয় নির্যাতন করা হ‌য়ে‌ছে। তি‌নি স্বীকার ক‌রেন তা‌কে নির্বাচ‌নে সমর্থন করা‌ত‌ে‌ই খাইরুলের প‌রিবা‌রের উপর হত‌্যা চেষ্টা চালা‌নো হ‌য়ে‌ছে।ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন এবং বাকেরগঞ্জ থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান অভিযোগ পেয়েছি পুলিশ শীঘ্রই আসামীদের গ্রেফতার করার চেষ্টা চালাবে।

ঝালকাঠিতে ৩য় দফায় অ্যাডভোকোট রিজভীর খাদ্য সামগ্রী বিতরন

নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনা ভাইরাস কোভিড-১৯ পরিস্থিতিতে মধ্যবিত্ত শ্রমজীবী কর্মহীন অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক,কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস. এম. রুহুল আমীন রিজভী।

তার ব্যাক্তিগত তহবিল থেকে ৩য় দফায় খাদ্য সামগ্রী বিতরন করেন । ১ম দফায় জেলার শতাধিক ২য় দফায় পঁয়তাল্লিশ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেন

বুধবার (৬ মে ) আরও বত্রিশ পরিবার সহ মোটমাট ১৭৭ পরিবারের মাঝে বাড়িতে বাড়িতে গিয়ে পুরো একমাসের খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । খাদ্যদ্রব্যে চাল পঁচিশ কেজি, মুশুড়ি ডাল দুই কেজি,আলু পাঁচ কেজি,পিঁয়াজ পাঁচ কেজি, তেল দুই লিটার, চিনি তিন কেজি, চিঁড়া এক কেজি, মুড়ি এক কেজি,লবন এক কেজি, মুরগী দুইটি, মাছ একটি,ডিম দুই ডজন, মিষ্টি কুমাড় একটি,লাউ একটি বিতরণ করা হয়।

অ্যাডভোকেট এস. এম. রুহুল আমীন রিজভী বলেন, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক শিল্প ও খাদ্য মন্ত্রী আমির হোসেন আমু এমপির পক্ষ থেকে আমার সামর্থ্য অনুযায়ী এসব পরিবারের পাশে দাঁড়িয়েছি।পুরো এক মাসের খাদ্য সামগ্রী পেয়ে পরিবার গুলো স্বস্তি প্রকাশ করে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

করোনা জয় করল একই পরিবারের তিনজন

আরিফুর রহমান আরিফ:ঝালকাঠিতে প্রথম করোনা সনাক্ত হওয়া এক পরিবারের তিনজনই সুস্থ হয়েছেন। আক্রান্ত হবার পরে চিকিৎসায় সুস্থ হন। এর পরে পরপর দুই বার পরিক্ষায় তাদের রির্পোট নেগেটিভ আসে। বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হালদার। সুস্থ হওয়া ব্যাক্তিরা হলেন, ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের বিন্নাপাড়া গ্রামের নাছির হাওলাদার ( ২৮), তার স্ত্রী সুমা আক্তার ( ২৩) ও তাদের ৬ মাসের শিশু পুত্র মো. সাজিদ । খোজ নিয়ে জানাগেছে, এই পুরো পরিবার নারায়নগঞ্জে বসবাস করতেন। এর মধ্যে নাছির উদ্দিন দোকানে দোকানে বিভিন্ন মালামল সরবারহ করতেন। ৮ এপ্রিল এরা নারায়নগঞ্জ থেকে গ্রামের বাড়িতে আসেন। এর পরে এদের জ্বর সর্দি দেখা দিলে করোনা পরিক্ষা করা হলে পজেটিভ আসে। শুরুতে করোনায় আক্রান্ত হওয়ার খবর পেয়ে আতঙ্কিত হয়ে পরে পুরো পরিবার ও এর আস পাসের লোকজন। এসময় ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হালদারের নির্দেশনা অনুযায়ে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক এর তত্তাবধয়নে হোম আইসোলেশনে থেকেই চিকিৎসা শুরু হয় এদের। স্বাস্থ্য সহকারি মো. জুবায়ের হোসেন নিয়মিত এদের সাথে যোগাযোগ রাখতেন। এরা জ্বর ও কাশির ওষুধ খেতেন নিয়মিত। এছাড়া লেবু, আদা, এলাচি, দারুচিনি গরম পানির সাথে মিসেয়ে ভালো ভাবে ফুটিয়ে ভাব নিতেন এবং পান করতেন। এর বাহিরে নিয়মিত ব্যায়ামকরাসহ অন্যান্যা নিয়ন কানুন মেনে চলায় এক মাসের মধ্যেই করোনাকে জয় করতে স্বক্ষম হয়েছে পুরো পরিবার। অসুস্থ্য থাকা কালিন সময়ে পুরো পরিবার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় জন প্রতিনিধিদের কাছ থেকে পর্যাপ্ত সহযোগীতা পেয়েছে। করোনাকে জয় করা নাছির হাওলাদার বলেন,‘ প্রথম যেদিন শুনেছি আমার পুরো পরিবার করোনায় আক্রান্ত তখন একদম ভেঙ্গে পরেছিলাম। গরীবের সংসার কিভাবে চিকিৎসা নিব, কি খাব। কিন্তু জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও জন প্রতিনিধিরা সহযোগীতায় এগিয়ে এসেছেন। তারা আমাদের চিকিৎসা ও খাদ্য সাহায্যসহ সব ধরনের সহযোগীতা করেছেন। যা জন্য আমরা দ্রæত সুস্থ হতে পেরেছি। আমাদের সহযোগীতায় যারা এগিয়ে এসেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারি মো. জুবায়ের হোসেন বলেন,‘ আমি প্রতিনিয়ত এই পরিবারের খোঁজ খবর নিতাম। এরা নিয়ম মেনে চিকিৎসা নিচ্ছে কিনা সে বিষয়ে খেয়াল রাখতাম। সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক বলেন,‘ আমাদের পক্ষ থেকে সব সময় চেষ্ঠা ছিল কিভাবে এদের সুস্থ করে তোলা যায়। যখন সে ওষুধ দরকার হত আমরা তা দিয়ে দিতাম। আর তাদের মনোবল সব সময় চাঙ্গা রাখতাম। নিয়ম মেনে চিকিৎসা নেয়া এরা করোনাকে জয় করতে স্বক্ষম হয়েছে। সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হালদার ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রিফাত আহম্মেদের নির্দেশ অনুজানে আমরা কাজ করেছি। ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হালদার বলেন,‘ করোনার হাত থেকে বাঁচতে হলে এই মুহুর্তে সবার ঘরে থাকতে হবে। আর জরুরী প্রযোজনে বের হলে মাক্স ও গ্লোভস পরতে হবে এছাড়া অন্যান্য স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলক ভাবে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু

বরিশাল:
প্রানঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গত ১৬ই মার্চ থেকে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকা বরিশাল বিশ^বিদ্যালয়ে (ববি) পরীক্ষামূলক ভাবে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, শিক্ষা মন্ত্রনালয় এবং ইউজিসির একটা নির্দেশনা আছে অনলাইন শিক্ষা কার্যক্রমের সম্ভাব্যতা যাচাইয়ের ব্যাপারে। সেই আলোকে আমরা পরীক্ষামূলক কিছু কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যেই বেশ কয়েকটা ক্লাসও আমাদের নেয়া হয়েছে।

পরীক্ষামূলক কার্যক্রম থেকে প্রাপ্ত ফলাফল বিবেচনা করে নিয়মিত অনলাইন ক্লাস নেওয়া শুরু হবে। তিনি বলেন, অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষাজীবনের কথা মাথায় রেখে। তাদের যদি এ কার্যক্রম কোনো সমস্যা সৃষ্টি হয় তবে সেগুলোও সমাধান করা হবে।

লালমোহনে ব্যবসায়ীর ঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করলেন এমপি

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে এক ব্যবসায়ীর বসত ঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৮ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মালেগো বাড়ির সামছুদ্দিনের ঘর থেকে এসব চালের বস্তা উদ্ধার করেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
পরে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমিকে খবর দিলে তিনি চালগুলো জব্দ করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ী সামছুদ্দিনকে ১ মাসের কারাদন্ড প্রদান করেন। এসময় সামছুদ্দিনের কাছে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৪টি কার্ড পাওয়া যায়।

রাজাপুরে বিনামূল্যে সোনবাহিনীর স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ

ঝালকাঠির রাজাপুরে দিনব্যাপি সোনবাহিনীর চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজাপুর সরকারি কলেজ মাঠে ৭ পদাতিক ডিবিশনের সৌজন্যে এবং বরিশালের সিএমএইচ’র পরিচালনায় ও ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। করোনা ভাইরাস পরিস্থিেিত সঠিকভাবে চিকিৎসা সেবা বঞ্চিত শতাধিক মানুষ সোনাবাহিনীর এ চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে বেশ খুশি।

ক্যাম্পের প্রবেশ মুখের জীবানুনাশক বুথের মাধ্যমে পুরো শরীর জীবানুমক্ত করার পর সাবান দিয়ে হাত ধুয়ে সামাজিক দুরত্ব নিশ্চিত করে সারিবন্ধ হয়ে বসে একের পর একজনকে সিরিয়ালে নিয়ে তাদের নানা সমস্যার কথা শুনে পরামর্শ, চিকিৎসা ও ঔধষ দেয়া হয়। চিকিৎসা সেবা নেতৃত্ব দানকারী মেজর ডা. শারমিন হক জানান, বিভিন্ন রোগের প্রাথমিক ও ঔষধ দেয়া হচ্ছে এবং বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে।

সেনাবাহিনীর ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক (পিএমসি) লে. কর্নেল মোঃ সারওয়ার ই আলম জানান, করোনা সংকটের কারনে সাধারণ মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে না, এ কারনে এ চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন রোগের প্রাথমিক ও ঔষধ দেয়া হচ্ছে। এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

বরিশালে নার্সের করোনা শনাক্ত, হাসপাতাল লকডাউন

বরিশাল জেলার উত্তর জনপদের গুরুত্বপূর্ণ গৌরনদী উপজেলা হাসপাতালের এক সিনিয়র সেবিকা (নার্স) নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ পাওয়ায় বুধবার দিবাগত রাতে হাসপাতলের ইনডোর, আউটডোর এবং ওই নার্সের বাটাজোর বন্দরের বাসাসহ পাশ্ববর্তী ২৫টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

রাত এগারোটার দিকে লকডাউনের সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, গত ২৪ ঘন্টায় নতুন করে তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। তাদের একজন প্রথমবারের মতো বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের বাসিন্দা পুরুষ বয়স (৫০), গৌরনদী উপজেলার বাটাজোর বন্দর এলাকার বাসিন্দা ও উপজেলা হাসপাতালের সিনিয়র নার্স (৪৮), অপরজন নগরীর বাসিন্দা পুরুষ বয়স (৩৫)।

তিনি আরও জানান, বুধবার শেবাচিমের মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে রাতে তিনজনের রিপোর্ট পজেটিভ আসে। রিপোর্ট পাওয়ার পর পরই ওই তিনজন ব্যাক্তির অবস্থান অনুযায়ী এবং তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করা হয়েছে।

সূত্রমতে, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত করোনায় আক্রান্ত ওই নার্স গৌরনদী উপজেলা হাসপাতালে তার দায়িত্ব পালন করেছেন। ফলে তার সংস্পর্শে আসা হাসপাতালের অন্যান্য স্টাফ ও রোগীদের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে।

বরিশাল শেবাচিমের করোনা ইউনিটে ভর্তির এক ঘন্টার ব্যবধানে মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৫১ বছর বয়সী এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। বুধবার রাত ৯টার দিকে ভর্তির এক ঘণ্টা পর মারা যান তিনি।
মারা যাওয়া ওই ব্যক্তির বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার মিয়াজানপুর এলাকায়।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বরেন, বুধবার রাত ৯টার দিকে ওই রোগীকে মুমূর্ষ অবস্থায় তার স্বজনরা মেডিকেলে নিয়ে আসলে করোনার উপসর্গ থাকায় তাকে করোনা ইউনিটে ভর্তি করা হয়। ভর্তির এক ঘন্টার ব্যবধানে তার মৃত্যু হয়। ভর্তির সময় ওই রোগীর জ্ঞান ছিল না।

রোগীর স্বজনদের উদ্বৃতি দিয়ে পরিচালক বলেন, বেশ কিছুদিন ধরে ওই রোগী জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন। সকালের পর থেকে তার স্বাস্থ্যের অবনতি ঘটে। ওই ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলো কি-না তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

এদিকে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক সিনিয়র স্টাফ নার্সের শরীরে করোনা শনাক্ত হওয়ায় বুধবার বিকেল থেকে স্বাস্থ্য কমপ্লেরে আন্তঃবিভাগ ও বহিঃবিভাগ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে, ওই নার্সের বাসার আশেপাশের ২৫টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক সায়্যিদ আমরুল্লাহ বলেন, করোনার উপসর্গ দেখা দেয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র এক স্টাফ নার্স (৪৫) এর নমুনা পরীক্ষার জন্য গত ৪ মে শেরেবাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। বুধবার তার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। সর্তকর্তামূলক ব্যবস্থা হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তঃবিভাগ ও বহিঃবিভাগ বন্ধ করে দেয়া হয়েছে। তবে জরুরী বিভাগ চালু রাখা হয়েছে।

বরিশালে করোনা নেগেটিভ ছাড়পত্র পাওয়া যুবকের করুন মৃত্যু

করোনা সন্দেহে ভর্তি হওয়ার পরে নেগেটিভ ছাড়পত্র নিয়ে বাড়ি গিয়ে রোগীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি বরগুনার আমতলী উপজেলার টিয়াখালি গ্রামের অনীল কুমারের ছেলে সুভাষ।

মৃতের পিতা জানান, কিছুদিন ধরে সুভাষের জ্বর ও শ্বাসকষ্ট হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ৩ই মে রবিবার বরিশাল শেবাচিমের জরুরি বিভাগে নিয়ে আসেন তারা। এ সময়ে সুভাষকে লক্ষ্মণ দেখে করোনা ইউনিটএ পাঠিয়ে দেন হাসপাতাল কর্তৃপক্ষ।ভর্তি হওয়ার পর ২ দিন অতিবাহিত হলেও তার ধারে কাছে যায়নি হাসপাতালের কোন চিকিৎসক।সুভাষের অসুস্থতার কথা বার বার বললেও নাম মাত্র কয়েকটি প্যারাসিট্যামল আর গ্যাস্ট্রিকের ওষুধ ধরিয়ে দিয়ে গা মোছার কথা বলতেন পিপিই পরিহিত কিছু নার্স।এ সময়ে রোগীর শ্বাসকষ্টের কথা জানালেও অক্সিজেন লাগাতেও এগিয়ে আসেনি কেউ। ঘুমানোর জন্য একটি বালিশ ও দেইনি হাসপাতাল কর্তৃপক্ষ। রুমের ভিতরে নোংরা আবর্জনাও পরিস্কার করতে আসেনি কোন পরিচ্ছন্ন কর্মী।

৫ই মে সুভাষের করোনা টেস্টের নমুনা পরীক্ষার জন্য নিলে পরেরদিন তার নেগেটিভ ফলাফল আসলে তাকে নিয়ে বাড়ি যাওয়ার কথা জানান কর্তব্যরত চিকিৎসক। কিন্তু এ সময়েও সুভাষের তীব্র জ্বর ও শ্বাসকষ্ট হচ্ছিল।

করোনা নেগেটিভ ছাড়পত্র থাকার পরেও সুভাষকে উন্নত চিকিৎসার জন্য ভর্তি না করে নামমাত্র ঔষধ খাওয়ার পরামর্শ দিয়ে বাড়িতে নিতে বললে সুভাষকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেয় তার পরিবারের সদস্যরা।

এ দিকে বাড়ির পথে রওয়ানা হওয়ার সময়ে সুভাষ তাদেরকে বারবার বলছিলো বাবা আমার বুকটা চেপে ধরে রেখেছে শ্বাস নিতে পারছিনা আমি। এ কথা শুনে চিকিৎসকের লিখে দেয়া ঔষধের উপরে আস্থাশীল গ্রামের অল্পশিক্ষিত সহজ সরল পিতা অনীল তাকে বলেন ডাক্তার বলেছে তুই এই ঔষধ খেলেই সুস্থ হয়ে যাবি। ৭ ই মে সকাল ১০ টার দিকে শ্বাসকষ্টের যন্ত্রণা সহ্য করতে না পেরে দুনিয়ার মায়া ত্যাগ করে সহজ সরল সুভাষ।

পরিবারের গাফিলতি ও সুচিকিৎসার অভাবে করোনা টেস্ট করে নেগেটিভ ছাড়পত্র হাতে নিয়ে শ্বাসকষ্ট ও জ্বরের অসহনীয় যন্ত্রণা আর মনের মধ্যে একবুকঅভিমান নিয়েই পৃথিবী ছেড়ে চলে গেলেন সুভাষ।

নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন দেশের চিকিৎসকরা।আবার কখনও কখনও ঘটে যাচ্ছে সুভাষের মত অবহেলায় মৃত্যুর ঘটনাও। এমন করে সুভাষের মত অবহেলার কারণে আর কাউকে কষ্ট পেয়ে যেন মরতে না হয় সে জন্য চিকিৎসা ব্যবস্থার মান উন্নত করার দাবি জানিয়েছেন সুভষের শোকাহত পরিবার।