কলাপাড়া প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কামাল হাসান রনি:
১জানুয়ারী কলাপাড়া প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।বুধবার সকালে প্রেসক্লাব থেকে আনন্দ র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়কগুলোতে প্রদক্ষিন করে।সন্ধ্যায় কলাপাড়া প্রেসক্লাবের হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকী’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভার সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির।অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম মোশারফ হোসেনমিন্টু।প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখেন,কলাপাড়া পৌরসভা মেয়র বিপুল হাওলাদার,কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু,প্রতিষ্ঠাকালীন সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল খালেক,সহ-সভাপতি ও প্রতিষ্ঠাকালীন সদস্য বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,সহ-সাধারণ সম্পাদক জীবন কুমার মন্ডল, কার্যকারী পরিষদের সদস্যমো.এনামুলহক।প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির তার বক্তব্যে সত্য,ন্যায়ের মানদণ্ডের ভিত্তি বস্তুনিষ্ঠ  সংবাদ প্রেরণের জন্য আহ্বান জনান।

যেভাবে রাঁধবেন ডিপ ফ্রাইড প্রন

লাইফস্টাইল ডেস্ক:

শীতের বিকেলে ঝাল ঝাল কিছু খেতে চাইলে তৈরি করতে পারেন ডিপ ফ্রাইড প্রন। এটি আপনি খুব অল্প সময়ে তৈরি করতে পারবেন। চলুন জেনে নেয়া যাক ডিপ ফ্রাইড প্রন তৈরির রেসিপি-

উপকরণ:
চিংড়ি মাঝারি সাইজের- ৩০০ গ্রাম (মাথা ও উপরের খোসা ছিলে নেয়া)
লবণ- পরিমাণমতো
গোলমরিচ গুঁড়া- অল্প পরিমাণ
লাল মরিচের গুঁড়া- ১/২ চা চামচ
আদা-রসুন বাটা- ১/২ চা চামচ
ময়দা- ১/২ কাপ
ব্রেড ক্রাম্ব- ১/২ কাপ
ডিম- ১ টি।

Recipe-2

প্রণালি:
চিংড়ির গায়ে ছুরি দিয়ে অল্প করে করে কেটে নিতে হবে। এবার উলটো করে আঙ্গুল দিয়ে একটু অল্প থেতলে দিতে হবে। এবার মাছে লবণ, গোলমরিচ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, আদা-রসুন বাটা দিয়ে মাছের সাথে মিশিয়ে নিতে হবে।

তারপর ডিম ফেটিয়ে নিতে হবে। চিংড়িগুলো এখন একটা একটা করে প্রথমে ময়দায় গড়িয়ে নিন, তারপর ডিমে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে জড়িয়ে নিন। এভাবে সবগুলো করে নিন। একটি প্যানে তেল হাই হিটে গরম করে তাতে চিংড়িগুলো ছেড়ে দিন। হালকা বাদামি না হওয়া পর্যন্ত ভাজুন। হয়ে গেলে নামিয়ে নিন।

বরিশালে স্পিড ব্রেকার নির্মাণ দাবিতে রাজপথে শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক:
বরিশালের বাকেরগঞ্জে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাসস্ট্যান্ড সংলগ্ন সরকারি বাকেরগঞ্জ কলেজ, বাকেরগঞ্জ মুজাহেদিয়া কেরামতিয়া ফাজিল মাদ্রাসার ও শাপলা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনা এড়াতে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে এ কর্মসূচি পালন করেছে।

একাগ্রতা প্রকাশ করে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মানিক হোসেন মোল্লা, প্রভাষক সরাফুল ইসলাম, সুপার মাওলানা মোঃ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, কলেজ ছাত্রলীগ সভাপতি শেখ মিরাজ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান দোলন, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম রাজু, শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম ডাকুয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক খান মোহাম্মাদ সেলিম প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অনতিবিলম্বে সরকারি বাকেরগঞ্জ কলেজ ও মুজাহেদিয়া মাদ্রাসা সম্মুখে দুর্ঘটনা রোধে স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানান।

থানা অফিসার ইনচার্জ আবুল কালাম ঘটনা স্থলে গিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তারা ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ তুলে নেয়।

ভারতে গোবর মূত্রের সাবান শ্যাম্পু টুথপেস্ট বিক্রি করে কোটিপতি

ভারতের তামিলনাড়ুর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ তামিলনাড়ুন মাদুরাই শহরের বাসিন্দা গণেশ পালস্বামী।  তার বাড়ির দুটি কক্ষের দেয়ালে শোভা পাচ্ছে বছরজুড়ে হাতে তৈরি নানা ধরনের কারুকার্য। এতে রয়েছে বৌদ্ধর মুখের প্রতিকৃতী। এছাড়াও তিনি হাতে তৈরি করেছেন বিভিন্ন দেবদেবীর মূর্তি। সবই শোভা পাচ্ছে তার দুই কক্ষের বাসায়।

তবে এসব কারুকার্যের সবকিছুই তিনি তৈরি করেছেন তার পালিত দুটি গরুর গোবর এবং মূত্র মিশ্রিত করে। পালস্বামী বলেন, আমি অন্য গরুর গোবর এবং মূত্র স্পর্শ করতে পারি না। আমার গরুগুলো দেশি জাতের এবং এদের ঘাষ এবং প্রাকৃতিক খাবার দেয়া হয়। আমার মতে এ কারণে গরু দুটির গোবর এবং মূত্র অন্য গরুর চেয়ে ভিন্ন মানের।

তিনি বলেন, গরুর মলমূত্রে অ্যান্টিসেপটিক রয়েছে। এছাড়া কোনো ধরনের ছাঁচ ব্যবহার না করেই গো মলমূত্র যেকোনও কাঠামো দেয়া সম্ভব।

দেশটির কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা নেই পালস্বামীর। তারপরও দেশজুড়ে বাড়তে থাকা জৈব উপাদান নির্ভর কৃষকরা সরকারের বিভিন্ন ধরনের ব্যবসায়িক সুযোগ-সুবিধা পান। দেশটির ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী সরকার গো মলমূত্র ব্যবহার করে ব্যবসা করলে সেখানে ৬০ শতাংশ ভর্তুকি পান। দেশটিতে দেবতা হিসেবে পূজা করা হয় গরুর।

ভারতে এখন সাবান, শ্যাম্পু এবং ফেসওয়াসের মতো ত্বকের ব্যবহারযোগ্য নানা কসমেটিকস সামগ্রী তৈরি করে বাজারজাত করছে অ্যামাজন, ফ্লিপকার্ট ও ইবের মতো শীর্ষস্থানীয় ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠান। মুম্বাইভিত্তিক গো মলমূত্র ব্যবহার করে কসমেটিকস সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান কাউপ্যাথির প্রতিষ্ঠাতা উমেশ সোনি (৩৬)।

তিনি গোবর দিয়ে সাবান তৈরি করে বাজারজাত করতে শুরু করেন ২০১২ সালে। দেশি গরুর মলমূত্র ব্যবহার করে তিনিই প্রথম ভারতে কসমেটিসক সামগ্রী তৈরি শুরু করেন। দেশটিতে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে গোবর থেকে তৈরি সাবান, ফেসওয়াশ, শ্যাম্পু, শাওয়ার জেল, আই জেল, টুথপেস্ট ও শেভিং ক্রিম। এর সবই তৈরি করে উমেশ সোনির প্রতিষ্ঠান কাউপ্যাথি।

সাউথ চায়না মর্নিং পোস্টকে উমেশ সোনি বলেন, বিশ্বের দেশের চার শতাধিক হোলসেল দোকান এবং বিশ্বের ১৪টি দেশে তিনি গরুর গোবর এবং মূত্র থেকে তৈরি নিত্য পণ্যসামগ্রী সরবরাহ করেন। তার কোম্পানি কাউপ্যাথির বার্ষিক আয় আড়াই কোটি রুপি ছাড়িয়ে গেছে।

তবে তার প্রতিষ্ঠানের পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং বিক্রিত পণ্য হলো গো-সাবান। এই সাবান তিনি গরুর দুধ, গোবর, মূত্র, ঘি ও দইয়ের মিশ্রণে তৈরি করেন। উমেশ সোনি বলেন, ব্যবসা শুরুর প্রথম দিকে তিনি কাউপ্যাথির তৈরি অর্ধেকের বেশি পণ্য উপহার দিতেন।

বিসিএস ফরমে এখনো কোটার অপশন

নিজস্ব প্রতিবেদক:

তীব্র আন্দোলনের মুখে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন কর্পোরেশনে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে সবধরনের কোটা পদ্ধতি বাতিল করে সরকার। সেখানে সরাসরি মেধার ভিত্তিতে নিয়োগ প্রদানের জন্য ২০১৮ সালের ৪ অক্টোবর পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ অবস্থায় ৪১তম বিসিএস পরীক্ষার আবেদন ফরমে প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার অপশন রাখা হয়েছে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, বিসিএসের আবেদন ফরমে এই অপশনগুলো কেন রাখা হয়েছে?

এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বলছে, এ অপশনগুলো কোটা সুবিধা দেয়ার জন্য রাখা হয়নি। প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও মুক্তিযোদ্ধারা বিসিএসে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারে এবং তাদের আবেদনের ফরমের দামও কম। এসব সুবিধা দেয়ার জন্য এ অপশনগুলো রাখা হয়েছে।

পিএসসি এই কাজগুলো গোপনে করে তথ্য পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করেছে-অভিযোগ এনে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট আন্দোলনকারীরা।

পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, ‘এগুলো রাখা আছে অন্য কারণে। এ অপশনগুলো রাখা হয়েছে কারণ কারও ফি ১০০ টাকা, কারও ৭০০ টাকা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফি দেয় ১০০ টাকা। আবার কারও বয়সের ব্যাপার আছে। কোনো কোটার জন্য এই অপশনগুলো রাখা হয়নি।’

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন এ বিষয়ে বলেন, ’৪১তম বিসিএসের ফরমে কোটার কথা উল্লেখ নেই। অপশনগুলো দেখাচ্ছে, কারণ বয়সের বিষয় আছে। মুক্তিযোদ্ধার সন্তানদের ৩২ বছর পর্যন্ত সুযোগ আছে। উপজাতি প্রার্থীদের ৩২ বছর পর্যন্ত সুযোগ আছে।’

তিনি বলেন, ‘সরকার বয়স তো বাতিল করেনি। ফরমে এই অপশনটা না থাকলে তারা এই সুবিধাটা পাবে না। এজন্য রাখা হয়েছে। কোনো কোটার সিস্টেম নেই। পুরো বিজ্ঞাপনের কোথাও কোটার কথা বলিনি আমরা।’

তবে পিএসসির এ ধরনের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. তারেক রহমান। তিনি বলেন, ‘আমরা বলিনি যে মুক্তিযোদ্ধা, নাতিপুতি কোটা বাতিল করতে হবে। কোটা যদি দিতেই চায় তারা প্রকাশ্যে দিক। মুক্তিযোদ্ধারা সম্মানিত নাগরিক, তাদের গোপনভাবে দিতে হবে কেন? প্রকাশ্যে পাবে তারা সুবিধা।’

‘আমি নিজেও পিএসসিতে যোগাযোগ করেছি, সে সময় তারা এ বিষয়ে উত্তর দিতে অপারগতা প্রকাশ করেছে’, যোগ করেন তিনি।

তারেক রহমান বলেন, ‘আমি প্রথম শ্রেণির পদে কোটা বাতিলের কথা স্মরণ করিয়ে দিয়ে সেখানে মুক্তিযোদ্ধার নাতি অপশন কেন জিজ্ঞাসা করি। আমি সন্তানের বিষয়টা জানি, তাদের বয়স সুবিধা দেয়া হবে। কিন্তু মুক্তিযোদ্ধার নাতির বিষয়টা খটকা তৈরি করেছে। আজ আপনার মাধ্যমে জানলাম সেটা ফি জনিত কারণে দিয়েছে। কিন্তু তারা বিজ্ঞপ্তির ফি বিষয়ক প্যারায় এমন কিছু লেখেনি, সন্তান বিষয়ে নির্দেশনা আছে নাতি বিষয়ে নির্দেশনা নেই। তাদের কোনো বিষয়ে তথ্য চাইলেই গোপনীয়তার কথা বলে। অথচ এটা রাষ্ট্রীয় নিরাপত্তাজনিত কোনো বিষয় নয়, গোপনীয়তা জুজুতে তারা তথ্য অধিকার ২০০৯ লঙ্ঘন করছে বলে আমি মনে করি।’

কেন পিএসসির ওপর আস্থা রাখব? প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আজ মুক্তিযোদ্ধার নাতি অপশন দিয়ে তারা চাকরিপ্রত্যাশীদের সঙ্গে তামাশা করছে। অথচ বিজ্ঞপ্তিতে ফি বিষয়ে তাদের কথা উল্লেখ নেই। তারা মুক্তিযোদ্ধাদের নাতির তথ্য এভাবে সংগ্রহ করায় চাকরিপ্রত্যাশীদের মাঝে সন্দেহ তৈরি হয়েছে। একইভাবে প্রিলির (প্রিলিমিনারি) নম্বর গোপনীয়তার অজুহাতে প্রকাশ না করায়ও আমরা সন্দেহ প্রকাশ করছি। তাদের এই জায়গাটা পরিষ্কার করার আহ্বান জানাচ্ছি।

২০১৮ সালের ৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদের সই করা পরিপত্রে বলা হয়, ‘সরকার সকল সরকারি দফতর, স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৭/০৩/১৯৯৭ তারিখের সম (বিধি-১) এস-৮/৯৫(অংশ-২)-৫৬(৫০০) নং স্মারকে উল্লিখিত কোটা পদ্ধতি নিম্নরূপভাবে সংশোধন করিল:

ক. ৯ম গ্রেড (পূর্বতন প্রথম শ্রেণি) এবং ১০ম-১৩তম গ্রেডের (পূর্বতন দ্বিতীয় শ্রেণি) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হইবে; এবং

খ. ৯ম গ্রেড (পূর্বতন প্রথম শ্রেণি) এবং ১০ম-১৩তম গ্রেডের (পূর্বতন ২য় শ্রেণি) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করা ইহল।’

অনশন প্রত্যাহার করল পাটকল শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক:

বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে আন্দোলনরত রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা আমরণ অনশন প্রত্যাহার করে নিয়েছেন।

আগামী ১৫ দিনের মধ্যে পাটকল শ্রমিকদের নতুন মজুরি কাঠামো অনুযায়ী পে স্লিপ দেয়া হবে- মর্মে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ঘোষণায় তারা আমরণ অনশন করে নেন।

বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ, নন-সিবিএ সংগ্রাম পরিষদের আহ্বায়ক সরদার আব্দুল হামিদ গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে রাজধানীর ফার্মগেটের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) আন্দোলরত পাটকল শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান ও দুই মন্ত্রণালয়ের সচিব।

বকেয়া বেতন-ভাতা পরিশোধ, মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে গত ১০ ডিসেম্বর থেকে আমরণ অনশন শুরু করেন শ্রমিকরা।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের আশ্বাসে ১৪ ডিসেম্বর অনশন স্থগিত করে কাজে যোগ দেন শ্রমিকরা। দাবি পূরণে তারা ২৮ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন।

কোলেস্টেরল কমায় যেসব ভেষজ চা

লাইফস্টাইল ডেস্ক:

শরীরে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে নানা ধরনের সমস্যা বিশেষ করে হৃদরোগ, স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে। এ ধরনের আশঙ্কা কমাতে শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা জরুরি।

অনেকেই খারাপ কোলেস্টেরল কমাতে ওটমিল খাওয়ার কথা বলেন। তবে চা খেলেও কিন্তু এ সমস্যা কমে। তবে অবশ্যই সেটা হতে হবে ভেষজ চা। গবেষণায় দেখা গেছে, কয়েক ধরনের ভেষজ চা খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে। যেমন-

আদা চা : আদা চা হজম কিংবা ঠান্ডা-কাশির জন্য ভালো এটা অনেকেই জানেন।  এ চা কিন্তু খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমাতেও দারুণ কার্যকরী। এতে থাকা অ্যান্টি-ইনফ্লামেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান কোলেস্টেরল কমাতে সাহায্য করে।

হলুদ চা : আদা চায়ের মতো হলুদ চা-ও রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমায়। এছাড়া মাংসপেশি কিংবা অস্থিসন্ধির ব্যতা কমাতেও হলুদ চা ভালো কাজ করে।

তুলসী চা :  ওষুধি গুণ সম্পন্ন তুলসী পাতা খেলে নানা ধরনের রোগ নিরাময় হয়। অন্য অনেক রোগের পাশাপাশি তুলসী পাতা রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমাতেও সাহায্য করে।  আপনি যদি ওটমিল খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েন তাহলে কোলেস্টেরল কমাতে নিয়মিত তুলসী চা খেতে পারেন।

মেথি চা : ওজন কমাতে মেথি চায়ের তুলনা নেই। এটি কোষ্ঠকাঠিন্য কমাতেও বেশ কার্যকরী। তবে যারা কোলেস্টেরলের সমস্যায় ভূগছেন তারা নিয়মিত এ চা খেতে পারেন।যেভাবে বানাবেন এসব চা :  প্রত্যেকটি চা তৈরির ক্ষেত্রে দেড় কাপ ফুটন্ত গরম পানিতে আলাদাভাবে আদা কুঁচি, তুলসী, মেথি গুঁড়া মিশিয়ে দিন। এর সঙ্গে ১ চামচ মধু মেশাতে পারেন। চাইলে এর সঙ্গে চা পাতাও মেশাতে পারেন। হলুদ চা তৈরিতে সামান্য হলুদ  গুঁড়া ব্যবহার করুন। ৫ মিনিট ফুটিয়ে ছেঁকে চা-টা পান করতে পারেন। সূত্র : হেলদিবিল্ডার্জড

তিন মাসের মধ্যে ২০০০ কোটি টাকা না দিলে জিপির বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক:

আদালতের নির্দেশ অনুযায়ী তিন মাসের মধ্যে দুই হাজার কোটি টাকা জমা না দিলে গ্রামীণফোনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বিটিআরসি। আইন অনুযায়ী প্রশাসকও বসানোর ক্ষমতা রয়েছে বিটিআরসির।

বৃহস্পতিবার বিটিআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক। সাংবাদিকদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বিটিআরসির কমিশনার মো. আমিনুল হাসান, মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল আলম, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজুল করিম মজুমদারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান তার সময়ে দেশের টেলিযোগাযোগ খাতকে এগিয়ে নেওয়ার বিবরণ এবং নতুন কিছু পরিকল্পনা তুলে ধরেন।

সাংবাদিকরা গত বছরজুড়ে আলোচিত দুই অপারেটরের কাছ থেকে বকেয়া পাওনা আদায় নিয়ে বিটিআরসির সর্বশেষ অবস্থান কী জানতে চান। জবাবে বিটিআরসির চেয়ারম্যান বলেন, গ্রামীণফোন আদালতে গিয়েছিল এবং গত ২৪ নভেম্বর সর্বোচ্চ আদালত তাদের তিন মাসের মধ্যে দুই হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছে। সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তারা যদি নির্ধারিত সময়ের মধ্যে দুই হাজার কোটি টাকা জমা দেয়, তাহলে হাইকোর্ট বিভাগের স্থগিতাদেশ থেকে যাবে। আর না দিলে স্থগিতাদেশ উঠে যাবে। তখন বিটিআরসি আইনে যে ক্ষমতা আছে সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

এই ক্ষমতা অনুযায়ী গ্রামীণফোনে প্রশাসক বসানো হবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, আইনে যা আছে তাই প্রয়োগ করা হবে। বকেয়া পাওনা পরিশোধ না করায় আইন অনুযায়ী বিটিআরসি যখন সেই পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল, তখনই গ্রামীণফোন আদালতে যায়। অতএব এখন আদালতের নির্দেশনা অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে।’

বিটিআরসির চেয়ারম্যান সংবাদ সম্মেলনে বলেন, যদি গ্রামীণফোন আদালত নির্দেশিত অর্থ নির্ধারিত সময়ে পরিশোধ না করে তাহলে তাদের অনাপত্তিপত্র প্রদান বন্ধের সিদ্ধান্তও প্রত্যাহার করা হবে না।

আবুল হাসানাত আব্দুল্লাহকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় আ’লীগের সদস্য আনিছুর রহমান

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়ার সদস্য, আওয়ামীলীগ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোডের্র সদস্য, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপির সাথে সৌজন্য সাক্ষ্যাত করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনিছুর রহমান।

এসময় আবুল হাসানাত আব্দুল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আনিছুর রহমান।

উজিরপুরে মাদক বিরোধী র‍্যালী

উজিরপুরে মাদকদ্রব্য অধিদপ্তর এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে” মাদককে রুক্ষব বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো “স্লোগানে আলোচনা ও র‍্যালি অনুষ্ঠিত হয়,

উপজেলার সভাকক্ষে আলোচনা শেষে উপজেলার প্রধান সড়কে র‍্যালীটি অনুণ্ঠিত হয় এসময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু,উজিরপুর উপজেলা আ’লীগের সভাপতি এস এম জামাল হোসেন,সাধারণ সম্পাদক,

পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী,উপজেলা ভাইস চেয়ারম্যান,অপূর্ব কুমার বাইন রন্টু, সিমা রানী শীল,উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসুল ইসলাম রিয়ন,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন সবুজ,ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি সদেব কুমার প্রমূখ।