বরিশালে স্পিড ব্রেকার নির্মাণ দাবিতে রাজপথে শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক:
বরিশালের বাকেরগঞ্জে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাসস্ট্যান্ড সংলগ্ন সরকারি বাকেরগঞ্জ কলেজ, বাকেরগঞ্জ মুজাহেদিয়া কেরামতিয়া ফাজিল মাদ্রাসার ও শাপলা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনা এড়াতে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে এ কর্মসূচি পালন করেছে।

একাগ্রতা প্রকাশ করে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মানিক হোসেন মোল্লা, প্রভাষক সরাফুল ইসলাম, সুপার মাওলানা মোঃ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, কলেজ ছাত্রলীগ সভাপতি শেখ মিরাজ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান দোলন, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম রাজু, শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম ডাকুয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক খান মোহাম্মাদ সেলিম প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অনতিবিলম্বে সরকারি বাকেরগঞ্জ কলেজ ও মুজাহেদিয়া মাদ্রাসা সম্মুখে দুর্ঘটনা রোধে স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানান।

থানা অফিসার ইনচার্জ আবুল কালাম ঘটনা স্থলে গিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তারা ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ তুলে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *