বৃহস্পতিবার দিন থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা

আবওয়া ডেস্ক:

সারাদেশে বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার অধিদপ্তরের এক পূর্বাভাসে এ কথা বলা হয়।

এতে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বুধবার শেষ রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে উল্লেখ করে পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

শৈত্যপ্রবাহ সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, পঞ্চগড় ও যশোর অঞ্চলসমূহের ওপর দিয়ে বয়ে মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায় ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল তেতুঁলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ভোটার তালিকার খসড়া প্রকাশ ২০ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক:

ভোটার তালিকা হালনাগাদের খসড়া আগামী ২০ জানুয়ারি প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার ইসির সহকারী সচিব মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে মাঠপর্যায়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে ভোটার তালিকার খসড়া জেলা নির্বাচন অফিস, সংশ্নিষ্ট থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রেজিস্ট্রেশন কর্মকর্তার কার্যালয়, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ওয়ার্ড কার্যালয়, ক্যান্টনমেন্ট বোর্ড অথবা জনগুরুত্বপূর্ণ দর্শনীয় যে কোনো স্থান এবং সংশোধনকারী কর্তৃপক্ষের (রিভাইজিং অথরিটি) কার্যালয়ে উন্মুক্ত রাখতে বলা হয়েছে।

মোশাররফ হোসেন জানিয়েছেন, খসড়া তালিকায় কোনো নাগরিকের তথ্যে ভুল বা তথ্য সংশোধন করার প্রয়োজন হলে, তালিকা প্রকাশের ১৫ দিনের মধ্যে সংশ্নিষ্ট রিভাইজিং অথরিটির কাছে আবেদন করতে হবে। রিভাইজিং অথরিটি এর পরবর্তী সাত দিনের মধ্যে তা সমাধান করবে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা জানিয়েছিলেন, আইন সংশোধন করে জাতীয় ভোটার দিবসে (১ মার্চ) ভোটার তালিকা প্রকাশ করা হবে। বিদ্যমান ভোটার তালিকা আইনে ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করার নিয়ম ছিল। কমিশন এতে সংশোধন এনে মন্ত্রণালয়ে পাঠিয়েছে বলে জানা গেছে। এবার ভোটার তালিকা হালনাগাদে ৯৫ লাখের ওপরে নাগরিক নিবন্ধন সম্পন্ন করেছে।

ইসি জানায়, ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম এমন নাগরিকদের এবার তথ্য সংগ্রহ করা হয়। এর মধ্যে ২০০২ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম, তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে। বাকি দুই বছরের তথ্য অগ্রিম সংগ্রহ করে রাখা হচ্ছে। বয়স ১৮ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইসির তথ্যমতে, দেশে বর্তমানে ভোটার প্রায় সাড়ে ১০ কোটি।

সব নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে-সিইসি

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন, ঢাকার দুই সিটি করপোরেশনসহ আসন্ন সব নির্বাচন সুষ্ঠু হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

বুধবার দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে এ কথা জানান তিনি। এসময় চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহম্মদ হাসানুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খানসহ জেলা ও বিভাগের নির্বাচনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি কেএম নূরুল হুদা বলেন, ‘সব দলের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। নির্বাচনে কারচুপির কোনো আশঙ্কা নেই। বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন হবে আগামী ১৩ জানুয়ারি। আর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হবে ৩০ জানুয়ারি। এসব নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে।’

তিনি বলেন, ‘উপনির্বাচন নিয়ে চট্টগ্রামের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। নির্বাচনের সার্বিক প্রস্তুতি ভালো আছে বলে জানিয়েছেন তারা। নির্বাচন ঘনিয়ে আসলেও এখন পর্যন্ত কোনো প্রার্থীর সমর্থকদের আচরণ বিধিবর্হিভূত হয়নি। নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়েও প্রস্তুত আছেন সবাই। ইভিএম ব্যবহার করে নির্বাচনের ফলাফল দ্রুত দেওয়া যাবে।’

নূরুল হুদা বলেন, ‘মার্চ মাসে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হতে পারে। আজকের সভায় দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এরমধ্যে একটি রোহিঙ্গাদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া কিভাবে বন্ধ করা যায় এবং এনআইডি জালিয়াতি কিভাবে প্রতিহত করা যায় তা। রোহিঙ্গাদের ব্যাপারে যেসব মামলা হয়েছে তার তদন্ত চলছে। ইতোমধ্যে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের অধিকাংশই আউটসোর্সিং স্টাফ। নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও কর্মকর্তারা এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল এমন অভিযোগ পাওয়া যায়নি। তবে কিছু কিছু জায়গায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা রোহিঙ্গা হওয়া সত্ত্বেও বাংলাদেশের নাগরিক হিসেবে তাদেরকে সনদ দিয়েছে বলে আমরা প্রমাণ পেয়েছি।’

বরিশালে নারীকে ধর্ষনের চেষ্টা রাজাকারকে জুতাপিটা

বরিশাল জেলার উজিরপুরের চিহ্নত মামলাবাজ ও তালিকাভূক্ত রাজাকার এনায়েত খানকে এবার প্রকাশ্যে জুতাপিটা করেছেন এক নারী। ১লা জানুয়ারী বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার শিকারপুর বন্দরের আল মদিনা ফার্মেন্সীর সামনে প্রকাশ্যে দিবালকে এঘটনা ঘটেছে।

জানাগেছে, শিকারপুর বন্দরে বসবাস কারী রাইস মিল মিন্টুর স্ত্রী আকলিমা বেগম (৪০) নামক ওই নারীকে বিভিন্ন সমায়ে এনায়েত খান কু প্রস্তাব দেয় তার কুপ্রস্তাবে সে রাজী না হওয়ায় এনায়েত খান তাকে এলাকা ছাড়া করার হুমকি দেয়।

ঘটনার দিন বুধবার সে বাসায় আসার পথে আল মদিনা ফামেন্সীর সামনে রাস্তার উপর এনায়েত খান তাকে পথরোধ করে প্রকাশ্যে হাত ধরে টানা হেচড়া করে এক পর্যায়ে স্লীতহানী করে। মায়ের উপর হামলার খবর পেয়ে ওই নারী কলেজ পড়–য়া ছেলে সজিব ঘটনাস্থলে এলে এনায়েত খানের কবল থেকে নারী কোন মতে রক্ষা পায় এক পর্যায়ে ওই নারী রাজাকার এনায়েত খানকে প্রকাশ্যে জুতাপিটা করেন।

স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্তিত হলে এনায়েত খান ঘটনাস্থাল ত্যাগ করে। এ ঘটনায় এনায়েত খানের বিরুদ্বে ওই নারী বাদী হয়ে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, এনায়েত খান একজনচিহ্নত মামলাবাজ ও বহু মামলার আসামী।

সে তার বাসার কাজের মেয়ে ফজিলা ধর্ষন মামলায় দীর্ঘদিন জেল হাজতে ছিলো এছাড়াও বরিশাল শহরে ভারতীয় রুপি সহ র‌্যাবের হাতে আটক হয়েছিল। উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান জানিয়েছেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যাবস্থা নেয়া হবে।

ভোলায় মাদকসহ আটক ২

ভোলা:
ভোলায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

বুধবার (১লা জানুয়ারি) সদর উপজেলার পূর্ব ইলিশা ও ভেদুরিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত দুই মাদক ব্যবসায়ি হলেন, মোঃ ইউনুস (৩০) ও মোসাঃ মিনারা বেগম (২৭)।

জেলা গোয়েন্দা (ওসি ডিবি) মোঃ সহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউনুসকে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট ও মিনারা বেগমকে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটককৃত দুই মাদক ব্যবসায়ির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বর্তমান সরকার শিক্ষাখাতে ব্যপক উন্নয়ন করেছে : মেয়র সাদিক

নিজস্ব প্রতিবেদক:
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।বর্তমান সরকার শিক্ষাখাতে ব্যপক উন্নয়ন করেছে। নতুন বছরে শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার বিনামূল্যে পাঠ্যবই।

আজ বরিশাল সরকারী বালিকা উচ্চ বিদ‌্যালয়ে পাঠ্যপুস্তক বিতরন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 


বুধবার (০১ জানুয়ারি) সকাল থেকে বরিশালের বিভিন্ন বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বছরের নতুন এসব বই। আর নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা ছিলো আনন্দে উদ্বেল, বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। প্রতিটি স্কুলেই বিরাজ করে উৎসবের আমেজ।

আঞ্চলিক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, গোটা বরিশাল বিভাগে ২০২০ সালের শিক্ষাবর্ষে প্রাথমিক-মাধ্যমিক, ইবতেদায়ি-দাখিল, ভোকেশনাল-কারিগরি পর্যায়ে ২ কোটি ২২ লাখ ১২ হাজার ১২১ কপি নতুন বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হচ্ছে।

এর মধ্যে শুধু মাধ্যমিক স্তরেই বরিশাল অঞ্চলের ছয় জেলার ১৩ লাখ ৩৭ হাজার ৪১২ জন শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হচ্ছে। যেখানে ছষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত বাংলা ভার্সনে এক কোটি এক লাখ ১১ হাজার ২২৭টি বই ও ইংরেজি ভার্সনে ১০ হাজার ১২৭ টি বই এবং দাখিলে ৪০ লাখ ৭৪ হাজার ৮৭৬ টি বই বিতরণ করার হবে।

এছাড়া এসএসসি ভোকেশনালের (নবম শ্রেণি) জন্য দুই লাখ ৫৯ হাজার ৩৯৬ টি , দাখিল ভোকেশনাল (নবম শ্রেণি) তিন হাজার সাতশ পিস এবং এসএসসি ও দাখিল ভোকেশনালের (ট্রেড) জন্য ৯৩ হাজার ১৮৮ টি বই বিতরণ করা হবে। এর বাইরে ইবতেদায়ি (১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত) ২২ লাখ ৬০ হাজার ৫৮৮ টি বই বিতরণ করা হবে।

 

অপরদিকে বিভাগের ছয় জেলায় প্রাথমিক স্তরে অর্থাৎ প্রথম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৫১ লাখ ৯৭ হাজার ১৮৫ টি বই এবং প্রাক-প্রাথমিকে এক লাখ ৯৪ হাজার ৩৮৫ পিস বই বিতরণ করা হচ্ছে। এর বাইরে ইংরেজি ভার্সনে সাত হাজার ৪৪৯ টি বই বিতরণ করা হবে।

 

এদিকে বরিশাল জেলায় প্রাথমিক-মাধ্যমিকসহ সব কয়টি স্তরে ৫৮ লাখ ১৩ হাজার ১১২ টি নতুন বই বিতরণ করা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে।

 

প্রাথমিক শিক্ষা অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ বিল্লাহ জানান, নিয়মানুযায়ী সব উপজেলায় সময়মতো চাহিদা অনুযায়ী নতুন বই এসে পৌঁছেছে। বছরের প্রথম দিনে বই উৎসব আয়োজনের মধ্য দিয়ে তা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে।

ঝালকাঠি সরকারি কলেজে শিক্ষক পরিষদের নির্বাচন সম্পন্ন

আরিফুর রহমান আরিফ:
ঝালকাঠি সরকারি কলেজে শিক্ষক পরিষদের -২০২০ সালের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সম্পাদক পদে নিবার্চিত হয়েছেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুস সালাম । যুগ্ম সম্পাদক পদে নিবার্চিত হয়েছেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান রুবেল ও কোষাধ্যক্ষ পদে নিবার্চিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সুমন কুমার । শিক্ষক পরিষদের গঠনতন্ত্র অনুসারে পরাপর দুই মেয়াদে নির্বাচন না করার বিধান থাকায় পূর্ববর্তী পরিষদের সম্পাদক ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মো. ইলিয়াস বেপারী, যুগ্ম সম্পাদক অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব শেখ রাকিবুল ইসলাম ও কোষাধ্যক্ষ বাংলা বিভাগের প্রভাষক জনাব মাসুম বিল্লাহ্ নির্বাচনে অংশগ্রহণ করেননি। শিক্ষক পরিষদের এ নির্বাচন প্রসঙ্গে কলেজ অধ্যক্ষ প্রফেসর আনছার উদ্দীন জানান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মো. ইলিয়াস বেপারীকে প্রধান নির্বাচন কমিশনার ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. মাসুদ রানাকে কমিশনার করে নির্বাচন কমিশন গঠন করা হয় । উক্ত নির্বাচন কমিশন ৭ই ডিসেম্বর ২০১৯ তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৮ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৯ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ, জমা ও বাচাই করে এবং ১২ ডিসেম্বর মনোনয়ন ফরম প্রত্যাহারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন। তফসিল ঘোষণার পর মনোনয়ন পত্র ক্রয় করেন সম্পাদক পদে সহযোগী অধ্যাপক মো. আবদুস সালাম, যুগ্ম সম্পাদক পদে সহকারী অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান রুবেল এবং কোষাধ্যক্ষ পদে মনোনয়ন ক্রয় করেন প্রভাষক সুমন কুমার। প্রতিটি পদের জন্য এক জন করে মনোনয়ন পত্র ক্রয় করায় নির্বাচন কমিশন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিন জনকে ১৫ ডিসেম্বর বিজয়ী ঘোষণা করেন। কলেজের অধ্যক্ষ ও পদাধিকার বলে শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর মো. আনছার উদ্দীন বলেন, নির্বাচিত সম্পাদক, যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষের প্রতি আমার প্রত্যাশা থাকবে কলেজের সার্বিক ব্যবস্থাপনায় পূর্ববর্তী পরিষদের ন্যায় তারাও দক্ষতার পরিচয় দিবেন।

ঝালকাঠি সরকারি কলেজে ফিরোজা-আমু ছাত্রীনিবাস চালু !

আরিফুর রহমান আরিফ : ঝালকাঠিসহ আশপাশের এলাকার গরীব, মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও সাধারণ পরিবারের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঝালকাঠি সরকারি কলেজ।

শহুরে মধ্যবিত্ত পরিবারের বাইরে গ্রামীণ সাধারণ পরিবারের অনেক শিক্ষার্থী দূর-দুরান্ত থেকে আসেন এই কলেজে পড়তে। তবে শহরে আবাসন সুবিধা না থাকায় দূর-দুরান্তের শিক্ষার্থী বিশেষ করে ছাত্রীদের প্রতিদিনের যাতায়াতে ভোগান্তি পোহাতে হতো।

সেই ভোগান্তি নিরসনে ঝালকাঠি সরকারি কলেজে নির্মিত হয়েছে আধুনিক ছাত্রীনিবাস। কলেজটির বর্তমান অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন প্রফেসর মোঃ আনছার উদ্দীন।

তিনি বলেন , কলেজের ছাত্রীর সবাই কিন্তু শহরে থাকে না। বাইরের উপজেলা তথা প্রত্যন্ত মফস্বল থেকেও অনেকে আসেন। তারা যাতায়াতে অনেক ভোগান্তি সহ্য করে ও অর্থ ব্যয় করে ক্লাস করেন। তাদের এই যে কষ্ট, সেটা লাঘব করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক শিল্প ও খাদ্যমন্ত্রি আমির হোসেন আমু এমপি মহোদয়ের সহযোগিতায় এই আধুনিক ছাত্রীনিবাসটি প্রতিষ্ঠা করা হয়েছে ।

চলতি জানুয়ারি মাস থেকে ছাত্রীনিবাসটি চালু করা হয়েছে বলে জানান অধ্যক্ষ।

সহকারী হোস্টেল তত্ত্বাবধায়ক রাষ্ট্র্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সরওয়ার আলম সিকদার বলেন, পাঁচতলা বিশিষ্ট এই ছাত্রীনিবাসের নীচতলা বাদে অন্য প্রতিটি ফ্লোরে ৯ টি করে মোট কক্ষ আছে ৩৬ টি। এসব কক্ষে ৪ জন করে মোট ১৪৪ জন ছাত্রীর থাকার সুব্যবস্থা করা হয়েছে। প্রতিটি ছাত্রীর জন্য আছে আলাদা খাট,লকার বা কেবিনেট, পড়ার টেবিল,চেয়ার, সার্বক্ষনিক পানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও অল্প দিনের মধ্যেই দেয়া হবে ওয়াইফাই সুবিধা।

ভর্তি ফি : ৫০০/-(একবার) মাসিক ফি :৩০০/-(কমপক্ষে ৬ মাসের অগ্রীমসহ মোট: ১৮০০/-)
১৫ দিনের খাওয়ার চার্জ :১৫০০/-(আনুমানিক)

নিজের পোশাক, রুমের পর্দা, বেড-বালিশ, তোষক, ইত্যাদি নিজেকে আনতে হবে।

আগ্রহীরা ৩ জানুয়ারি ২০২০খ্রি: থেকে ভর্তি ফরম সংগ্রহ করা যাবে। ভর্তির জন্য যোগাযোগ মোবাইল: ০১৮১৪২৭৫৪৯৩ ।

রঙ জানাবে ব্যক্তিত্ব!

লাইফস্টাইল ডেস্ক:

রঙের দুনিয়ায় রঙের কমতি নেই। তবে সবার কিন্তু এক রং প্রিয় নয়। একেক জনের প্রিয় রং একেক রকম। আর তাই তো আপনার প্রিয় রং আপনার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক গোপন কথা জানিয়ে দেবে। আপনার কী ভালো লাগে, কী ভালো লাগে না, আপনার স্বভাব কেমন- এমন অনেক কথাই জানতে পারবেন। জ্যোতিষ শাস্ত্রেও এ বিষয়ে উল্লেখ আছে। তাহলে জেনে নিন আপনার প্রিয় রং অনুযায়ী আপনার ব্যক্তিত্ব কেমন?

সাদা: যেসব মানুষ সাদা রং পছন্দ করেন, তাদের মন খুব পরিষ্কার হয়। তারা মুখে ও অন্তরে এক হন। তারা শান্তিপ্রিয় হন। কিন্তু সহজে সবার সাথে মিশতে পারেন না, সময় লাগে।

কালো: যারা কালো রং হলেই খুশি। তারা একটুতেই রেগে যান। কোনো রকম পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারেন না। তারা অন্যের সামনে কখনো ঝোঁকেন না। কিন্তু অন্যরা তাদের সম্মান করবে, সেটা আশা করেন।

in-(3).jpg

নীল: নীল রং যারা পছন্দ করেন। তাদের সবচেয়ে বড় গুণ হলো-তারা খুব দায়িত্বশীল। শুধু তা-ই না, সবার সাথে সুন্দর করে মিশতে পারেন। তাদের মধ্যে অধিনায়কত্বের বিশেষ গুণ দেখা যায়।

লাল: যাদের প্রিয় রং লাল, তাদের মধ্যে সব সময় হাসি-খুশি ভাব দেখা যায়। তারা খুব এনার্জেটিক হন। আশপাশের সবাই যেন তাদের খুব খাতির করে। তারা নিজেদের প্রতিটি স্বপ্ন পূরণ করে দেখান। নিজের কাজ মন-প্রাণ দিয়ে করেন। এতেই তাদের আনন্দ।

in-(3).jpg

গোলাপি: গোলাপি রং যাদের প্রিয়, তারা খুব আবেগপ্রবণ হন। এদের মধ্যে রোমান্টিক ভাবও দেখা যায়। তারা খুব ভালো বন্ধু, প্রেমিক বা প্রেমিকা হন। তারা অন্যদের খারাপ স্বভাবের ওপর অতটা মনোযোগ দেন না। যেকোনো সুন্দর জিনিসের প্রতি তাদের আকর্ষণ থাকে।

জাম: খুব কম মানুষই জাম রং পছন্দ করেন। জাম রং যারা পছন্দ করেন, তারা খুব ক্রিয়েটিভ হন। একটি কাজ তারা নানা রকমভাবে করতে পছন্দ করেন। কাউকে নকল করা তাদের একেবারেই পছন্দ নয়।

in-(3).jpg

হলুদ: হলুদ রং যাদের প্রিয়, তারা ছোটোখাটো ব্যাপারে মাথা ঘামানোর লোক নন। তারা পেছনে ফেলে আসা ভুল নিয়ে কান্নাকাটি করেন না। এসব ভুলে সামনে এগিয়ে যেতে পছন্দ করেন। যেকোনো পরিস্থিতিতে তারা খুব পজিটিভ থাকেন।

বরগুনার রিফাত হত্যা: মিন্নিসহ ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন

বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় অভিযুক্ত স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত।

আজ বুধবার দুপুর ২টার দিকে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ চার্জ গঠন করেন। একই সাথে এ মামলার প্রথম সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৮ জানুয়ারি তারিখ নির্ধারণ করা হয়েছে।
এদিকে, চার্জ গঠন উপলক্ষে এ মামলায় কারাগারে থাকা প্রাপ্তবয়স্ক ৮ আসামিকে আদালতে হাজির করে পুলিশ। বাবার সাথে আদালতে হাজির হন এ মামলায় জামিনে থাকা মিন্নি। পরে আসামিদের উপস্থিতিতে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শুনানো হয়। চার্জ গঠন শেষে কারাগারে থাকা ৮ আসামিকে আবারও কারাগারেই পাঠানো হয়।

যেসব আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে তারা হলেন- রাকিবুল হাসান রিফাত ফরাজি (২৩), আল কাইউম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯), মো. মুসা (২২), আয়েশা সিদ্দিকা মিন্নি (১৯), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯), কামরুল ইসলাম সাইমুন (২১)।

এক থেকে সাত নম্বর পর্যন্ত অভিযুক্ত সাতজনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে ৩০২ এবং ৩৪ ধারায় চার্জ গঠন করা হয়েছে। এছাড়া ৮ এবং ১০ নম্বর অভিযুক্তের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র এবং আসামিদের পালাতে সহায়তা করার অভিযোগে ২১২ এবং ১২০ বি ১ ধারা অভিযোগ গঠন করা হয়েছে। এছাড়া এ মামলার প্রাপ্তবয়স্ক নয় নম্বর আসামির বিরুদ্ধে আসামিদের পালাতে সহায়তা করার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে।

এ বিষয়ে রিফাত হত্যা মামলার বাদি পক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু বলেন, দীর্ঘ সময় শুনানি শেষে রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন সম্পন্ন হয়েছে। আগামী ৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ মামলার ৩৭ আসামির সাক্ষগ্রহণ করবেন আদালত। এছাড়াও সাইমুন নামে এক আসামির জামিনের আবেদন করেছিলেন তার আইনজীবী। কিন্তু তা নামঞ্জুর করেন আদালত। আর প্রত্যেক আসামির আইনজীবীরা মামলা থেকে তার মক্কেলকে অব্যাহতি প্রদানের আবেদন করেন। আদালত সেটাও নামঞ্জুর করেন।

এর আগে, গত ৬ নভেম্বর রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক আসামিদের অভিযোগপত্র চার্জ গঠনসহ বিচারের জন্য প্রস্তুত করে জেলা ও দায়রা জজ আদাতনে প্রেরণ করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

গত ২৬ জুন বরগুনার সরকারি কলেজের সামনে রিফাত হত্যাকাণ্ড সংগঠিত হয়। এরপর গত ১ সেপ্টেম্বর বিকেলে ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক; এ দু ভাগে বিভক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জন।

এ মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনো পলাতক রয়েছেন। এছাড়া নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি উচ্চ আদালতের নির্দেশে জামিনে রয়েছেন। আর অন্য আসামিরা কারাগারে রয়েছেন।