বরিশালে কালেক্টরেট সহকারীদের কর্মবিরিত পালন

পদবী ও গ্রেড উন্নীতকরনের দাবিতে বরিশালে ৫ম দিনের মতো পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)। ১৫ নভেম্বর থেকে প্রতিদিন পূর্ণ দিবস (সকাল ৯টা থেকে বিকেল ৫টা) কর্মবিরতি পালন করছেন তারা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় কর্মবিরতি শুরু করে জেলা প্রশাসক কার্যালয়ের নিচ তলায় অবস্থান নেন কালেক্টরেট সহকারী সমিতির নেতাকর্মীরা। এ সময় তারা দাবি সংবলতি বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করেন।

জেলা কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. বারেক মোল্লাসহ অন্যান্যরা।

এ সময় নেতৃবৃন্দ জানান, দির্ঘদিন ধরে তারা পদবী ও গ্রেড উন্নীতকরণের দাবিতে আন্দোলন করে আসছেন। তাদের দাবির বিষয়ে ২০১২ সালে প্রধানমন্ত্রী অনুশাসন দিলেও সেই নির্দেশনা বাস্তবায়ন হয়নি। এ কারণে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গত ১৫ নভেম্বর থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেন তারা।

আগামী ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন পূর্ণ দিবস (সকাল ৯টা থেকে বিকেল ৫টা) কর্মবিরতী পালন করবেন বলেও এসময় জানান নেতৃবৃন্দ। এরপরও দাবি আদায় না হলে আগামী ৫ নভেম্বর ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুশিয়ারী দেন কালেক্টরেট সহকারি সমিতির নেতৃবৃন্দ।

এদিকে কালেক্টরেট কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করায় জেলা প্রশাসক কার্যালয়ের কার্যক্রমে স্থবিরতার সৃষ্টি হয়েছে। শত শত সেবা প্রার্থী জেলা প্রশাসক কার্যালয়ে গিয়েও সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।

মেয়র সাদিক আবদুল্লাহর জন্মদিন আজ

বেলায়েত বাবলু ॥ ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাত্রিতে যখন নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর তখন বয়স ছিলো মাত্র দেড় বছর।

গুলিবিদ্ধ হয়েও বুকের মাঝে সাদিক আবদুল্লাহকে জড়িয়ে রেখেছিলেন মমতাময়ী মা সাহান আরা বেগম।আজ ১৯ নভেম্বর বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর জন্মদিন।

প্রতিবছর জন্মদিনে মায়ের স্নেহ আর ভালবাসায় মেয়র সাদিক আবদুল্লাহ পরিপূর্ন থাকলেও আজ তিনি তা থেকে বঞ্চিত। কারণ হঠাৎ করেই ২০২০ সালের ৭ জুন না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মা সাহান আরা বেগম।

আজ বিভিন্নজনে মেয়রকে নানাভাবে জন্মদিনের শুভে”ছা জানালেও মা’কে তিনি হৃদয়ের গভীর থেকে অনুভব করবেন এটা নিশ্চিতভাবে বলা চলে।

সাদিক আবদুল্লাহ বরিশালের সর্বজন বিদিত এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সর্বজন শ্রদ্ধেয় পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, সাবেক চিফ হুইপ ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ।

তিন ভাইয়ের মধ্যে বড় সাদিক আবদুল্লাহ তাঁর জীবদ্দশায় নানা ঘাত প্রতিঘাত মোকাবেলা করে আজ নিজেকে রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত করেছেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাত্রিতে যখন নির্বিচারে হত্যা চালানো হয়েছিল তখন সাদিক আবদুল্লাহর বয়স মাত্র দেড় বছর।

সাদিক আবদুল্লাহ মহান আল্লাহতায়ালার প্রতি সবসময় শুকরিয়া আদায় করে বলে থাকেন, “হয়তো জনগনের সেবা করার জন্য সেদিন তাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন।

”রাজনৈতিক পরিবারের সন্তান সাদিক আব্দুল্লাহ অনেক উত্থান-পতন দেখেছেন। ঘাত-প্রতিঘাত এবং অতীত জীবন থেকে শিক্ষা নিয়ে বাস্তবতার মুখে নিজেকে তিলে তিলে গড়ে তুলেছেন।

এক যুগেরও কম সময় সরাসরি রাজনীতির সাথে জড়িত হলেও এই কম সময়েই তিনি নিজেকে আপাদমস্তক রাজনীতিবিদ হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছেন।

তিনি হয়ে উঠেছেন গণমানুষের একজন।২০১৮ সালে প্রথমবারের মতো বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করার সুযোগ পান এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন।

মেয়র সাদিক আবদুল্লাহ আজ নগরীর সর্বো”চ মসনদে আসীন হলেও তিনি সবসময় থাকতে চান জনতার কাতারে। সাদিক আবদুল্লাহ বয়স্কদের যেমন সন্মান করেন তেমনি ছোটদের করেন স্নেহ ।সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহন করে সাদিক আবদুল্লাহ যেমন সেখানে শুদ্ধি অভিযান চালিয়েছেন আবার তার কর্মকর্তা- কর্মচারীদের জন্য হয়েছেন মানবিকও।তিনি পরি”ছন্নতা কর্মীদের বেতন বাড়িয়েছেন। অনিয়মিত সকল কর্মচারীর জন্য চালু করেছেন বোনাস। মাসের প্রথম সপ্তাহেই পরিশোধ করা হ”েছ বেতন।

চাকুরী শেষে অবসর যাওয়ার পর যাবতীয় সকল সুবিধা পাওয়ার স্বপ্ন কেউ কখনো দেখেননি। কিš‘ সাদিক আবদুল্লাহ অবসরে যাওয়া ৪৬ জন স্টাফকে একসাথে তাদের সকল পাওনা পরিশোধ করে দিয়ে বিসিসির ইতিহাসে নজির সৃষ্টি করেছেন।

বয়সে নবীন এই মেয়র সকলকে সাথে নিয়ে স্বপ্ন দেখেন আগামীর বরিশাল গড়ার।নগরীর সিনিয়র সিটিজেন ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য নগরভবনে একটি হেল্প ডেক্স চালু করেছেন প্রথমবারের মতো।

শিশু সুলভ মনের অধিকারী সাদিক আবদুল্লাহ শিশুদের ভীষন পছন্দ করেন। শিশু বান্ধব নগরী গড়ার লক্ষ্যে তিনি কাজ করছেন। উৎসবের সময় নতুন পোশাক নিয়ে ছুটে যান এতিমখানাসহ দু:¯’ শিশু নিবাস কেন্দ্র গুলোতে। শিশুদের জন্য একটি পার্ক সংস্কারের পাশাপাশি নগরীতে গড়ে তুলেছেন আরেকটি শিশু পার্ক।

ঘোষনা দিয়েছেন নগরীর পাড়া মহল্লায় মিনি পার্ক নির্মাণের।মিডিয়া বান্ধব সাদিক আবদুল্লাহ গনমাধ্যম কর্মীদের ব্যাপক মূল্যায়ন করে থাকেন। তিনি মনে করেন রাজনীতিবিদ ও সাংবাদিকরা একে অন্যের পরিপূরক।

কারন সাংবাদিকরা লিখনীর মাধ্যমে জনগনের ভালমন্দ তুলে ধরেন। আর রাজনীতিবিদরা জনকল্যানের জন্য রাজনীতি করেন।সংস্কৃতিপ্রেমী সাদিক আবদুল্লাহ তাঁর মায়ের মতো সাংস্কৃতিক অঙ্গনে পৃষ্টপোষকতা করতে পছন্দ করেন।

বীর মুক্তিযোদ্ধার সন্তান সাদিক আবদুল্লাহ প্রায়ই বলে থাকেন একজন বিবেকহীন শিক্ষিত লোকের চেয়ে একজন দেশপ্রেমিক অশিক্ষিত মুক্তিযোদ্ধা অনেক ভালো।

আর সেকারনেই তিনি মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে ত্রিশ গোডাউন এলাকার বধ্যভূমি সংরক্ষনে কাজ শুরু করেছেন।রাজনৈতিক পরিবারের সন্তান সাদিক আবদুল্লাহ একজন মানুষ হিসেবে মানুষের পাশে থাকতে চান।

সস্তা জনপ্রিয়তা না তিনি নগরীর টেকসই উন্নয়নের মতোই মানুষের কাছ থেকে টেকসই ভালবাসা কামনা করছেন।আজকের জন্মদিনে তাঁর জন্য রইলো অফুরন্ত শুভে”ছা ও শুভকামনা। দয়ালু সৃষ্টিকর্তা তাঁকে দীর্ঘায়ূ করুন।

বরিশালে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা

বরিশালে আসন্ন শীতে কোভিড-১৯ দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ মোকাবেলা এবং সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী ও শিশু নির্যাতন, মাদক প্রতিরোধ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ ১৮ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় বরিশাল এর আয়োজনে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন কাশিপুরে জেলা পর্যায়ের ইমামদের সাথে আসন্ন শীতে কোভিড-১৯ দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ মোকাবেলা এবং সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী ও শিশু নির্যাতন, মাদক প্রতিরোধ সংক্রান্ত আলোচনা সভা ২০২০ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় পরিচালক এ. বি. এম শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক রফিকুল্লাহ নেছারী,

বরিশাল ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক আলম হোসেন,ইমাম প্রশিক্ষণ একাডেমি সহকারী পরিচালক আসমা আক্তারসহ জেলার ইমাম বৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা আসন্ন শীতে কোভিড-১৯ দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ মোকাবেলা এবং সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী ও শিশু নির্যাতন, মাদক প্রতিরোধ সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে দেশ ও দশের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

শামীম হত্যায় অংশ নেয় চারজন

ঢাকা-বরিশাল রুটের যাত্রীবাহী ‘সুন্দরবন-১১’ লঞ্চের ছাদে মঙ্গলবার শামীম নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় এখনো কোনো কুল কিনারা করতে পারেনি পুলিশ। তবে দুটি বিষয়কে ধারণা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবগুলো ইউনিট এরইমধ্যে কাজ শুরু করেছে।

পুলিশ বলছে, প্রথমত ছিনতাইয়ের শিকার হতে পারেন নিহত শামীম। দ্বিতীয়ত প্রেমের সর্ম্পক নিয়েও এমন ঘটনা ঘটতে পারে। তবে যে কারনেই ঘটুক, হত্যাকাণ্ডে কমপক্ষে চারজন খুনি ছিলেন বলে প্রাথমিক আলামতে প্রমাণ মিলেছে। এরমধ্যে ছিনতাইয়ের কারণটিকে অধিকতর গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ।

বরিশাল সদর নৌ-থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেছেন, হত্যাকাণ্ডে আঘাতের ধরণ দেখে মনে হয়েছে ধারালো চাকু দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার সময়ে সম্ভবত দুই-তিনজনে শামীমকে শক্ত করে ধরে রেখেছে। একজনে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করেছে এবং হত্যাকারীরা শামীমের মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করেছে।

তিনি বলেন, নিহত যুবকের শরীরে ৭টি আঘাতের গভীর ক্ষত রয়েছে। পেটে, হাতের কনুঁইতে, বুকে সবচেয়ে বেশি আঘাত করেছে খুনিরা। এ ঘটনায় লঞ্চস্টাফদেরও নজরদারীতে রাখা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

এছাড়া, লঞ্চে দায়িত্বরত আনসার সদস্যরা দায়িত্ব অবহেলা করে কী করছিল সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে। যদিও সুন্দরবন লঞ্চ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোন বক্তব্য প্রদান করেনি।

দায়সারাভাবে লঞ্চের সুপারভাইজার সিরাজুল ইসলাম জানিয়েছেন, ছাদে ওঠা যাত্রীদের নিষেধ। ছাদও আটকানো ছিল। কিন্তু নিহত ব্যক্তি কীভাবে ছাদে গেল তা জানা নেই।

তবে একাধিক যাত্রী জানিয়েছেন, সুন্দরবন লঞ্চের ছাদের দরজা প্রায় সবসময়েই খোলা থাকে। গতকালও ছাদের স্টাফ কেবিনগুলো ভাড়া দিয়েছে লঞ্চ স্টাফরা।

নৌ-পুলিশ জানিয়েছে, নিহত শামীম ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের কুকিলা নামক গ্রামের বাসিন্দা। তার পিতা আব্দুল খালেক হাওলাদার ওই উপজেলার কলানিধি গ্রামের বাসিন্দা হলেও কুপিলা গ্রামে ছোট মামা নয়নের বাড়িতে থাকতেন শামীম।

শামীমের জন্মের পর তার মাকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেছিল আব্দুল খালেক। আর কয়েক বছর আগে শামীমের মা বিয়ে করে চলে যান দ্বিতীয় শ্বশুর বাড়ি। ফলে ছোট মামার ঘরে থেকেই বড় হন শামীম।

সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় পাস করার পর শামীম ঢাকায় পাড়ি জমান। মাস দুয়েক আগে নারায়নগঞ্জ জেলার ফতুল্লায় একটি বেল্ট তৈরীর কারখানায় কাজ নেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) তিনদিনের ছুটি নিয়ে মায়ের সাথে দেখা করার জন্য সুন্দরবন-১১ লঞ্চে করে বাড়ি ফিরছিলেন। কিন্তু মায়ের কাছে আর ফিরতে পারেনি শামীম, ঘাতকের অস্ত্রের আঘাতে পরপারে যেতে হলো তাকে।

বিআইডব্লিউটিএর উপ-পরিচালক ও বরিশাল নৌ-বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, আনসার নিয়োগে অতিরিক্ত অর্থ ব্যয় হয় এমন অজুহাত দেখিয়ে অনেকেই নিয়োগ দেন না। তবে আমরা চেষ্টা করছি সকল লঞ্চ মালিকদের নিয়ে বসে লঞ্চে নিরাপত্তা বাহিনী বাধ্যতামূলক নিয়োগ নিশ্চিত করতে।

বরিশালে ছাত্রদলের বিক্ষোভ ভন্ডুল

শামীম আহমেদ ॥ বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের বাধা উপেক্ষা করে দীর্ঘ পাঁচ বছর পর বরিশাল নগরীতে যুবদল বিক্ষোভ প্রদর্শণ করার চব্বিশ ঘন্টার মধ্যে থানা পুনরায় ঘুড়িয়ে দাঁড়াবার কারনে বরিশাল জেলা ছাত্রদল নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ের সম্মুখে পুলিশ বেষ্টনীর ভিতরে বিক্ষোভ প্রদর্শন করলেও তার পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে রাস্তায় বেড় হতে পারেনি।

আজ বুধবার (১৮ই) নভেম্বর সকাল ১১টায় ঢাকা (১৮) আসন ও সিরাজগঞ্জের উপ-নির্বাচনের কারচুপির ভোট বাতিল সহ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সহ নেতা কর্মীদের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা মামলা প্রত্যহার করা সহ হয়রানী বন্ধ ও নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ করে করে।

এর পূর্বে সকাল থেকে সদররোডস্থ বিএনপি জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের আশেপাশে ব্যাপক পুলিশ মোতায়েত করা হয়।

সকাল সাড়ে এগারোটার দিকে সরকারী বরিশাল কলেজ ছাত্রদল নেতা সবুজ আকনের নেতৃত্বে বিভিন্নস্থান থেকে হঠাৎ শ্লোগান দিয়ে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে আসার চেষ্টা করা হলে পুলিশ বাধা দিয়ে রাস্তা থেকে সরিয়ে দলীয় কার্যালয় চত্বরে পাঠিয়ে দেয়।

তারা কয়েকবার দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বেড় করবার চেষ্টা করেও পুলিশের বাধায় ভন্ডুল হয়ে যায়। পরবর্তীতে আরো কয়েকটি ছাত্রদলের সদস্য ভিন্নভাবে এসেও তারা পুলিশের বাধা অতিক্রম করে নগরীতে মিছিল বেড় করতে ব্যার্থ হয় তাদের কর্মসূচি সফল করতে।

অন্যদিকে দেখা যায় জেলা ও মহানগরের ব্যানারে বিভিন্ন ছাত্রদল নগরীতে বিক্ষোভ মিছিল করার জন্য দলীয় কার্যালয়ে আসলেও সেখানে কোন প্রথম শারির পদ পদবীর ছাত্রদলের নেতা কর্মীদের চেহারা দেখা যায়নি।

বরিশালে মাস্ক পরাকে একটি সামাজিক আন্দোলনে পরিনত করতে হবে-বিএমপি কমিশনার

শামীম আহমেদ ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন, মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে সচেতন হতে হবে।

নিয়ম মেনে মাস্ক পরে সবাইকে মাস্ক ব্যবহারের প্রতি উদ্ধুদ্ধ করতে হবে।শপিং মল, দোকানে ক্রেতা বিক্রেতা ও বিভিন্ন সেবা মুলক প্রতিষ্ঠানে সেবা দাতা এবং সেবা গ্রহীতাকে মাস্ক ব্যবহার করতে হবে।

মাস্ক পরাকে একটি সামাজিক আন্দোলনে পরিনত করতে হবে।তাহলেই আমরা করোনাকে কমিয়ে সহনশীল মাত্রায় রেখে আমাদের জীবন যাত্রাকে পরিচালিত করতে পারবো।

আজ বুধবার(১৮ নভেম্বর)সকাল সাড়ে ১০ টায় বরিশাল সার্কিট হাউজের সামনে বরিশাল কোতয়ালী মডেল থানার আয়োজনে অনুষ্ঠিত করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারে সচেতনতামূলক এক বর্ণাঢ্য র‍্যালীর উদ্ধোধন কালে তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, চলতি শীতের সময় দেশে মহামারী করোনা ভাইরাসের দ্বীতিয় ঢেউ আসতে পারে। এ সময় আমাদের সবাইকে নিজেদের স্বাস্থ্যর প্রতি বিশেষ ভাবে নজর রাখতে হবে যাতে আমরা অসচেতনতার কারনে কেউ করোনায় আক্রান্ত না হই।এ মহামারীর হাত থেকে আমাদের নিজেদের রক্ষা করার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতিও বিশেষ দৃষ্টি রাখার আহবান জানান।

এর আগে র‍্যালী শুরুর পূর্বে বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান সাধারন পথচারী, রিকশা চালক, শ্রমিক ও অটোরিক্সা চালকদের মাঝে মাস্ক বিতরন করেন এবং বিভিন্ন যানবাহনে করোনা প্রতিরোধে সচেতনতা মুলক স্টিকার্ড লাগিয়ে দেন।পরে র‍্যালীটি সদর রোড হয়ে জেল খানার মোড় অতিক্রম করে পুনরায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এসে শেষ হয়।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিষ্টিকস) মোঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিন)মোঃ মোকতার হোসেন,

উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার(নগর বিশেষ শাখা) মোঃ জাহাঙ্গীর মল্লিক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) মোঃ জাকারিয়া রহমান জিকু,

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর) মোঃ ফজলুল করিম, বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম সহ পুলিশের উর্ধতন ও বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।

বরিশালের লামচরীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ বছরের শিশুর মৃত্যু

বরিশালের চরবাড়িয়া উত্তর লামচরীতে বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসত ঘরের সবকিছু পুরে ছাই।

আগুনে পুরে ৮ বছরের শিশুর মৃত্যু হয়েছে। প্রায় ১০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গতকাল দিবাগত রাত ১২টার দিকে বৈদ্যুতিক সর্ট শার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে।

ফায়ার সার্ভিস ঘটনাস্থালে পৌছানের আগেই এলাকাবাসি আগুন নিয়ন্ত্রনে আনে।

বরিশালে ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে জনতার শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠিত হয়েছে। গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদনের আয়োজন করা হয়।

শুরুতে মওলানা ভাসানীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা। এরপর পর্যায়ক্রমে ছাত্র ফেডারেশন, মওলানা ভাসানী পাঠাগার, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, কমিউনিস্ট পার্টি, ঐক্য ন্যাপ, ভাসানী অনুসারী পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মাওলানা ভাসানীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় গণসংহতি আন্দোলন জেলা কমিটির সভাপতি দেওয়ান আব্দুর রশিদ নিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক ম-লীর সদস্য অধ্যাপক আব্দুস ছাত্তার, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিজানুর রহমান সেলিম এবং জেলা বাসদ’র সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী সহ অন্যান্যরা।

বক্তারা মওলানা ভাসানীর বর্ণাঢ্য কর্মময় জীবনীর উপর আলোকপাত করে তার জীবনাদর্শ ধারণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

রিজিয়া বেগমের এর মৃত্যুতে এমপি হাসানাত‘র শোক প্রকাশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী এবং বঙ্গবন্ধু পরিবারের অভিভাবক শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিণী শেখ হেলাল এমপির মাতা রিজিয়া বেগমের এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী), আওয়ামীলীগ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য, বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি, আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

বরিশালে যুবদলের বিক্ষোভ

শামীম আহমেদ ॥ সদ্য শেষ হওয়া ঢাকা (৯১৮) ও সিরাজগঞ্জ (১) আসনের উপ-নির্বাচনের ফলাফল বাতিল ও কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব এবং সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ যুবদলের সকল নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারের প্রতিবাদে পৃথকভাবে দীর্ঘ ৫ বছর পর বরিশাল নগরীতে পুলিশের বাধা উপেক্ষা করে এক ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল ও জেলা যুবদল।

 

আজ মঙ্গলবার (১৭) নভেম্বর সকাল সাড়ে নগরীর বিভিন্ন ওয়ার্ডের যুবদলের সদস্যরা খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হয়।

 

হঠাৎ করে সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন ও সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান রতনের নেতৃত্বে বিএনপি কার্যালয় থেকে বিশাল এক ঝটিকা বিক্ষোভ মিছিল বেড় করে।

এসময় দায়ীত্বরত পুলিশ সদস্যরা মিছিল বাধা দিয়ে আটকাবার চেষ্টা করে ব্যর্থ হয় পরে বিক্ষোভ মিছিল নগরীর গির্জ্জামহল্লা, চকবাজা, কাটপট্রি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে এসে এক প্রতিবাদ সভা করে।

 

মহানগর যুবদল সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান রতনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন, মাকসুদুর রহমান মাসুদ, সাজ্জাদ হোসেন, এ্যাড মাজহারুল ইসলাম জাহান, শহিদুল হাসান আমির, মিজানুর রহমান পলাশ, দোলন, আসাদুজ্জামান তৌহিদ, সামসুল আলম, তারেকুর ইসলাম ঝুনু প্রমুখ।

 

এর পূর্বে একই দাবীতে জেলা যুবদল প্রেস ক্লাব গলি থেকে এক বিক্ষোভ মিছিল বেড় করে পরে তারা অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এক প্রতিবাদ সভা করে।

জেলা যুবদল সম্পাদক এ্যাড এইচ এম তছলিম উদ্দিনের সভাপতিত্বে এখানে বক্তব্য রাখেন সহ-সভাপতি মামুন রেজা খাঁন সাংগঠনিক সম্পাদক এ্যাড হাফিজ উদ্দিন বাবলু, সালাউদ্দিন নাহিদ সহ বিভিন্ন যুবদল নেতৃবৃন্দ।

 

উল্লেখ্য ২০১৪ সালে জাতীয় নির্বাচনের পরে বিভিন্ন সময়ে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন এভাবে পুলিশী বাধা উপেক্ষা করে বিক্ষোভ ঝটিকা মিছিল নগরী করা তাদের পক্ষে সম্ভব হয়নি।