বরিশালে মাস্ক পরাকে একটি সামাজিক আন্দোলনে পরিনত করতে হবে-বিএমপি কমিশনার

শামীম আহমেদ ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন, মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে সচেতন হতে হবে।

নিয়ম মেনে মাস্ক পরে সবাইকে মাস্ক ব্যবহারের প্রতি উদ্ধুদ্ধ করতে হবে।শপিং মল, দোকানে ক্রেতা বিক্রেতা ও বিভিন্ন সেবা মুলক প্রতিষ্ঠানে সেবা দাতা এবং সেবা গ্রহীতাকে মাস্ক ব্যবহার করতে হবে।

মাস্ক পরাকে একটি সামাজিক আন্দোলনে পরিনত করতে হবে।তাহলেই আমরা করোনাকে কমিয়ে সহনশীল মাত্রায় রেখে আমাদের জীবন যাত্রাকে পরিচালিত করতে পারবো।

আজ বুধবার(১৮ নভেম্বর)সকাল সাড়ে ১০ টায় বরিশাল সার্কিট হাউজের সামনে বরিশাল কোতয়ালী মডেল থানার আয়োজনে অনুষ্ঠিত করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারে সচেতনতামূলক এক বর্ণাঢ্য র‍্যালীর উদ্ধোধন কালে তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, চলতি শীতের সময় দেশে মহামারী করোনা ভাইরাসের দ্বীতিয় ঢেউ আসতে পারে। এ সময় আমাদের সবাইকে নিজেদের স্বাস্থ্যর প্রতি বিশেষ ভাবে নজর রাখতে হবে যাতে আমরা অসচেতনতার কারনে কেউ করোনায় আক্রান্ত না হই।এ মহামারীর হাত থেকে আমাদের নিজেদের রক্ষা করার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতিও বিশেষ দৃষ্টি রাখার আহবান জানান।

এর আগে র‍্যালী শুরুর পূর্বে বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান সাধারন পথচারী, রিকশা চালক, শ্রমিক ও অটোরিক্সা চালকদের মাঝে মাস্ক বিতরন করেন এবং বিভিন্ন যানবাহনে করোনা প্রতিরোধে সচেতনতা মুলক স্টিকার্ড লাগিয়ে দেন।পরে র‍্যালীটি সদর রোড হয়ে জেল খানার মোড় অতিক্রম করে পুনরায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এসে শেষ হয়।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিষ্টিকস) মোঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিন)মোঃ মোকতার হোসেন,

উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার(নগর বিশেষ শাখা) মোঃ জাহাঙ্গীর মল্লিক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) মোঃ জাকারিয়া রহমান জিকু,

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর) মোঃ ফজলুল করিম, বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম সহ পুলিশের উর্ধতন ও বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *