তালতলীতে এক নারীকে মারধর

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
জমির বিরোধকে কেন্দ্র করে রওশন আরা নামের এক নারীকে পিটিয়ে হাত ভেঙ্গে দিলেন প্রতিবেশী মোস্তাফা বয়াতি ও তার লোকজন। আহত নারীকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সংঙ্কটজনক অবস্থায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে শুক্রবার সকালে তালতলী উপজেলার কলারং গ্রামে।
জানাগেছে, উপজেলার কলারং গ্রামের সুলতান বয়াতির সাথে মোস্তফা বয়াতির ১০ শতাংশ জমি নিয়ে গত এক বছর ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে সুলতান বয়াতির স্ত্রীর রওশন আরা বেগম চাকামইয়া বাবার বাড়ী থেকে নিজ বাড়ী কলারং আসতেছিল।

পথিমধ্যে ওই নারীকে মোস্তফা বয়াতি, তার ছেলে মামুন বয়াতি ও তার স্ত্রী মমতাজ বেগম আটকে বেধরক মারধর কওে এমন অভিযোগ আহত রওশন আরা বেগমের। তাদের মারধরে রওশন আরা বেগমের বাম হাত ভেঙ্গে যায়। খবর পেয়ে তার স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হিমাদ্রী রায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। আহত রওশন আরা বেগমের ছেলে সাইদুর রহমান বলেন, জমির বিরোধকে কেন্দ্র করে মোস্তফা বয়াতি, তার ছেলে মামুন বয়াতি ও তার স্ত্রী মমতাজ বেগম আমার মাকে আটকে রেখে বেধরক মারধর করে হাত ভেঙ্গে দিয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হিমাদ্রী রায় বলেন, আহত রওশন আরা বেগমের বাম হাত ভেঙ্গে গেছে। এ ছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহৃ রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মোস্তফা বয়াতির ছেলে মামুন বয়াতি মারধরের কথা অস্বীকার করে বলেন, তার সাথে শুধু কথা কাটাকাটি হয়েছে।
তালতলী থানার ওসি মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তেতুলিয়ার ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে চন্দ্রদ্বীপ: ভাঙছে নদী, কাঁদছে মানুষ

এম.এ হান্নান,বাউফল:
পটুয়াখালীর বাউফলে প্রমত্তা তেতুলিয়া নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে ‘বিছিন্ন ইউনিয়ন চন্দ্রদ্বীপ’, সর্বস্ব হারিয়ে কাঁদছে মানুষ। নদীগর্ভে হারিয়ে গেছে শতাধিক ঘর বাড়ি ও শতশত একর ফসলি জমি। ঝুঁকিতে রয়েছে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন অনেক। ঠাঁই নিয়েছেন সরকারি আশ্রায়ন প্রকল্প ও সরকারি খাস জমিতে। বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানি ঢুকে নষ্ট হয়ে যাচ্ছে ফসল। বর্ষ মৌসুমের আগে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে চন্দ্রদ্বীপ ইউনিয়নের বড় একটি অংশ বিলিন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সরকারের কাছে চন্দ্রদ্বীপের জনগণের দাবি,‘ ত্রাণ চাই না, টেকসই বেড়ি বাঁধ চাই’।

মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, চন্দ্রদ্বীপ ইউনিয়নের খেয়াঘাট থেকে শুরু করে দক্ষিণ পশ্চিম দিকে দিয়ারা কচুয়া, পূর্ব দক্ষিণে চর ওয়াডেল ও চরব্যারেট এলাকায় তেতুলিয়ার তীব্র ভাঙন অব্যাহত রয়েছে। সম্প্রতি ‘ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে’ সৃষ্ট জলোচ্ছ্বাসে স্বাভাবিকের তুলনায় ভয়াবহ রূপ নেয় তেতুলিয়ার ভাঙন। ইতিমধ্যে নদী গর্ভে বিলিন হয়ে গেছে শতাধিক পরিবারের বসতবাড়ি, রাস্তাঘাট, চরয়াডেল হামিদিয়া জামে মসজিদসহ প্রায় ৫শ একর ফসলি জমি। নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে চর রায়সাহেব আশ্রয়ন প্রকল্প-১,২ ও খাস জমিতে আশ্রয় নিয়েছেন ৫০টি পরিবার। কেউবা আবার চলে গেছেন অন্যত্র। ভাঙন ঝুঁকিতে রয়েছে দক্ষিণ চর ওয়াডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

নদীর গতিপথ পরির্বতন, যথাযথভাবে নদী শাসন না করা ও নদীতে অবৈধ বেহুন্দি জাল পেতে স্রোতে বাঁধা সৃষ্টি করায় ভাঙন বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।
চন্দ্রদ্বীপের দক্ষিণ দিয়ারা কচুয়া গ্রামের বাসিন্দা মো. জামাল হোসেন বলেন,‘ সব হারিয়েছি। শুধু বাড়িটুক আছে। তাও হয়েতো কয়েকদিনে মধ্যে হারাতে হবে। স্ত্রী সন্তান নিয়ে কোথায় যাব, কোথায় থাকব কিছুই জানি না।

চরওয়াডেল গ্রামের বাসিন্দা মো.মনির হোসেন বলেন,‘ অনেক বাড়িঘর নদী গর্ভে বিলিন হয়ে গেছে। ভাঙনে রোধে কোন ব্যবস্থা না নেওয়া হলে আমাদের বাঁচার কোন পথ থাকবে না। ‘আমরা ত্রাণ চাই না,টেকসই বেড়িবাঁধ চাই’।

উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে, চন্দ্রদ্বীপ ইউনিয়নে টেকসই বেড়িবাঁধ না থাকায় গত ‘আম্ফানে’ প্রায় দেড় কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় ‘ইয়াসে’ ক্ষতি হয়েছে প্রায় অর্ধকোটি টাকার ফসল।
চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক বলেন,‘ নদী বেষ্টিত ইউনিয়ন চন্দ্রদ্বীপ। এখানে নিম্ন আয়ের মানুষের বসবাস। যাদের সবাই জেলে, শ্রমিক ও কৃষি পেশায় নিয়োজিত। নদী ভাঙনে অনেক পরিবার ভিটা মাটি হারিয়ে নি:স্ব হয়ে গেছে। বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানি রবিশষ্য নষ্ট হয়ে যায়। চন্দ্রদ্বীপকে বাঁচাতে মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট দপ্তররের কাছে টেকসই বেড়িবাধ নির্মাণের আবেদন করছি।
ভাঙনের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসেনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন,‘ উপজেলার মূল ভূ-খন্ড থেকে বিছিন্ন নদী বেষ্ঠিত ইউনিয়ন চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ না থাকায় জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় ওখানকার মানুষ। বেড়িবাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে।

আমতলীতে নিষিদ্ধ জাল জব্দ

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
ইলিশ সম্পদ উন্নয়নে আমতলী উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে পায়রা নদীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ বেহুন্তি জাল, চিংড়ি ও চরগড়া জাল জব্দ করেছে। রবিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে। যার অনুমানিক মুল্য ৪ লক্ষ টাকা বলে জানান উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোসাঃ হালিমা সরদার।
জানাগেছে, ইলিশ সম্পদ উন্নয়নে সাগর ও নদীতে অবৈধ জাল ফেলে মাছ শিকার নিধিদ্ধ করেছে সরকার। কিন্তু জেলেরা সরকারের এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে পায়রা নদীতে মাছ শিকার করছিল।

রবিবার রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল ইসলামের নেতৃত্বে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোসাঃ হালিমা খাতুন ও ক্ষেত্র সহকারী জগদীশ চন্দ্র বসু পায়রা নদীতে অভিযান চালায়। পায়রা নদীর আমতলী, লোচা, পুরাকাটা, বৈঠাকাটা, জাঙ্গালিয়া ও আংগুলকাটা এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ বেহুন্তি জাল, চিংড়ি ও চরগড়া জাল জব্দ করে। যার অনুমানিক মুল্য ৪ লক্ষ টাকা। পরে ওই জব্দকৃত জালগুলো পায়রা নদীর ফেরিঘাটে পুড়িয়ে ফেলা হয়।
আমতলী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোসাঃ হালিমা খাতুন বলেন, অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ বেহুন্তি জাল, চিংড়ি ও চরগড়া জাল জব্দ করা হয়েছে। ওই জালগুলো পুড়িয়ে ফেলা হয়। যার আনুমানিক মুল্য ৪ লক্ষ টাকা।

আমতলীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলার উত্তর টিয়াখালী গ্রামের মোঃ শাহজালালের ৩ বছরের শিশুপুত্র মোঃ ইয়াসিন পুকুরে ডুবে মারা গেছে। ঘটনা ঘটেছে সোমবার সকালে।
জানাগেছে, উপজেলার উত্তর টিয়াখালী গ্রামের মোঃ শাহজালালের শিশুপুত্র ইয়াসিন পরিবারের সকলের অজান্তে বাড়ীর পুকুরে পড়ে যায়। শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন পুকুরে খুঁজতে থাকে। দুই ঘন্টা চেষ্টা চালিয়ে শিশুটিকে অজ্ঞান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে। পরে দ্রুত শিশু ইয়াসিনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোঃ সাঈদি সোহাগ শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোঃ সাঈদি সোহাগ বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে।

বরগুনায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আশ্রাফুল ইসলাম।

তামাক ও ধূমপান বিষয় প্রবন্ধ উপস্হাপন করেন নির্বাহী মেজিস্ট্রেট মাহফুজুর রহমান। আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, মেডিকেল কর্মকর্তা ডা. মিজানুর রহমান, তামাক ও ধূমপান বিরোধী সংগঠক হাসানুর রহমান, ধূমপানবিরোধী সংগঠন নাটাব জেলা সভাপতি সামসুউদ্দিন খান, শিশু বিষয়ক কর্মকর্তা  রফিকুল ইসলাম।

 

আলোচনা সভায় বক্তারা খুচরা বিড়ি-সিগারেট বিক্রি বন্ধ, তামাক ও ধূমপান প্রকাশ্যে প্রচারণায় আইনের আরও কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রচারণা বাড়ানোর উদ্যোগ গ্রহণের আহবান জানানো হয়।

বরগুনায় তলিয়ে আছে বীজতলা ও আউশ ধানের ক্ষেত

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাসে বরগুনায় বেড়িবাঁধ ভেঙে এখনো তলিয়ে আছে আউশের বীজতলাসহ রোপিত আউশ ধানের ক্ষেত। বরগুনা সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এসব দৃশ্য।

বরগুনার গৌরিচন্না ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের ৪১/সি-বি পোল্ডারের বেড়িবাঁধ ভেঙে সুইজ ছুটে যাওয়ায় ছোট গৌরিচন্না গ্রামের শতাধিক কৃষকের আউশ বীজতলা ও আউশ ধান ক্ষেত এখনো পানিতে তলিয়ে আছে।

ছোট গৌরিচন্না গ্রামের প্রান্তিক কৃষক আসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বেড়িবাঁধ ভেঙে যে পানি উঠেছে, সেই পানি নেমে যাওয়ার কোনো জায়গা না থাকায় তিনদিন যাবৎ আমাদের বীজতলাসহ আউশ ক্ষেত পানিতে ডুবে আছে। আর ২/৩ দিন এভাবে থাকলে বীজ পচে যাবে। আমরা কৃষকরা ঋণ নিয়ে বীজতলা তৈরিসহ চাষাবাদ করছি। ধান না পেলে ঋণ শোধ দূরের কথা, পরিবার নিয়ে কষ্টে কাটাতে হবে।

 

বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, যে সকল জমিতে পানি আটকে আছে, ওইসব জমি থেকে ২/১ দিনের মধ্য পানি সরানো না গেলে কৃষকরা ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে।

আমতলীতে চারটি দোকান ঘর ও অটোগাড়ী আগুনে পুড়ে ছাই

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলার খলিয়ান বাজারে আগুনে চারটি দোকান ঘর ও একটি অটোগাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১৯ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্থরা। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে।
জানাগেছে, উপজেলার খলিয়ান বাজারের মোঃ জাহিদ হাওলাদারের মুদি মনোহরদি দোকান থেকে বৃহস্পতিবার রাত অনুমানিক তিনটার দিকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পরে। খবর পেয়ে আমতলী দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌছে। পরে তারা স্থানীয় লোকজনের সহযোগীতায় দু’ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে ওই বাজারের জাহিদ হাওলাদারের মুদিমনোহরদি, মোতাহার তালুকদারের হোটেল, মোফাজ্জেলের ঘর ও ঘরে থাকা হেলাল মোল্লার অটোগাড়ী এবং মন্নাফ হোসেন মনু হাওলাদারের হোটেল, মন্নান মোল্লার ডেকোরেটরের দোকান এবং ওই দোকান গুলোতে থাকা সমুদয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ১৯ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্থ মোঃ মোতাহার মোল্লা।
প্রত্যক্ষদর্শী পারভেজ বলেন, কুয়াকাটা থেকে মাছ নিয়ে মোটর সাইকেলে পটুয়াখালী যাচ্ছিলাম। পথিমধ্যে আমতলী-পটুয়াখালী সড়কের পাশে খলিয়ান বাজারের একটি দোকানে আগুন জ¦লতে দেখে ডাকচিৎকার দেই। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে এনেছে।
অটোগাড়ীর মালিক হেলাল মোল্লা কান্নাজনিত কন্ঠে বলেন’ মোর সব শ্যাষ অইয়্যা গ্যাছে। মুই দুই কড়া জায়গা বেইচ্যা গত মাসে অটোগাড়ী কিনছি, হেই গাড়ী পুইর‌্যা গ্যাছে। মুই ক্যামনে গুড়াগাড়া লইয়্যা খামু।
আমতলী ফায়াস সার্ভিসের ষ্টেশন ম্যানেজার মোঃ তামিম হাওলাদার বলেন, দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছি। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সট্সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা করা হবে।

বরগুনায় মায়ের কোল থেকে পড়ে ভেসে গেল শিশু

বরগুনার বেতাগীতে পূর্ণিমার জোয়ার এবং ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর প্রভাবে বিষখালী নদীর পানি বেড়িবাঁধ ভেঙে গ্রামে প্রবেশ করেছে। আশ্রয় কেন্দ্রে যাওয়া পতে মায়ের কোল থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের দক্ষিণ কালিকাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ইমামুল হোসেন (৩) ওই গ্রামের মো. স্বপন মিয়ার ছেলে।

উপজেলার বিষখালী নদীর তীরবর্তী এলাকা দক্ষিণ কালিকাবাড়ি বেড়িবাঁধ ভেঙে পানি গ্রামে প্রবেশ করে। এ সময় ওই গ্রামের মো. স্বপন মিয়ার শিশু সন্তান মো. ইমামুল হোসেনকে (৩) নিয়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় মায়ের কোল থেকে শিশু পানিতে পড়ে যায়। পানির স্রোতে শিশুটি ভেসে যায়। এক ঘণ্টা পর শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী।

এদিকে, বেড়িবাঁধ ভেঙে উপজেলার ঝোপখালী, লক্ষ্মীপুরা, মোকামিয়া, বদনীখালী এলাকার পাঁচটি স্থানের বেড়িবাঁধ ভেঙে ২৩টি গ্রাম পানিতে তলিয়ে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন বলেন, ইতোমধ্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া দুই শতাধিক পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। দক্ষিণ কালিকাবাড়িতে পানিতে পড়ে মৃত্যু শিশুর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

আমতলীতে কিশোর গ্যাংরা বেপরোয়া! দ্রুত ব্যবস্থা নেয়ার দাবী

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
কিশোর গ্যাং লিডার মোঃ ইসফাক আহম্মেদ ত্বোহা ও শাহাবুদ্দিন শিহাবের অত্যাচারে অতিষ্ট সাধারণ মানুষ। সকল অপরাধের মদদ দিচ্ছে এই দুই কিশোর গ্যাং লিডার। আবার এদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়েও রয়েছে বিরোধ। প্রায়ই এই দুই কিশোর গ্যাং লিডারের নেতৃত্বে পৌর শহরের সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতারা মারধরের স্বীকার হচ্ছে। এদের হাতে জিম্মি আমতলী পৌরবাসী।

তাদের ভয়ে কেউ মুখ খুলে প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আইন শৃংখলার চরম অতনতি হতে পারে বলে অভিমত স্থানীয়দের। দ্রুত এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন সাধারণ মানুষ।
জানাগেছে, আমতলী পৌর শহরের প্রভাবশালী রাজনৈতিক নেতাদের আর্শ্বিবাদপুষ্ট হয়ে বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং লিডার মোঃ ইসফাক আহম্মেদ ত্বোহা ও শাহাবুদ্দিন শিহাব। এই দুই কিশোর গ্যাং লিডারের হাতে জিম্মি পুরো আমতলী পৌরসভা। কিশোর গ্যাং লিডার ত্বোহা ও শিহাব তাদের অপরাধ বিস্তারে আমতলী পৌর শহরকে সাতটি গ্রুপে বিভক্ত করেছে।

তাদের নিয়ন্ত্রনে চলছে মাদক সেবন, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মেয়েদের উত্যক্ত করা, বেপরোয়া মোটর বাইক চালানো, সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনৈতিক ও সম্মানি ব্যাক্তিদের সম্মানহানীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড এমন অভিযোগ আমতলীর সচেতন নাগরিকদের। সাতটি গ্রুপের মধ্যে পানি উন্নয়ন বোর্ড ও বৈঠাকাটা এলাকা নিয়ন্ত্রন করছে রাহাত মৃধাসহ ৫-৬ জন। এরা পানি উন্নয়ন বোর্ডের ব্লক এলাকায় ভ্রমনে আসা দর্শনার্থীদের লাঞ্চিত করে অর্থ আদায় ও ছিনতাইসহ নানাবিধ অপরাধে জড়িত। একে স্কুল থেকে ফায়ার সার্ভিস, তুলাতলা এবং কালিবাড়ী এলাকা নিয়ন্ত্রন করছেন শাহাবুদ্দিন শিহাব, নাঈম, ইমরান মোল্লা, নোমান মোল্লা, মিরাজুল ইসলাম মিরাজ ও মেহেদীসহ ১০-১৫ জন। এই কিশোর গ্যাংরা একে স্কুলে চৌরাস্তা থেকে তুলাতলা পর্যন্ত মহাসড়কে ছিনতাই, চাঁদাবাজি, মাদক সেবক, স্কুলের মেয়ের উত্যাক্ত করাসহ নানাবিধ অপরাধে জড়িত। একে স্কুল থেকে বাঁধঘাট চৌরাস্তা ও বটতলা এলাকা নিয়ন্ত্রন করে কিশোর গ্যাং নাদিম, জাহিদুল ইসলাম ও জিনানসহ ১০-১২ জন এমন অভিযোগ স্থানীয় সিদ্দিকুর রহমান মুন্সির। হাসপাতাল থেকে ছুরিকাটা এবং ফেরিঘাট এলাকায় নিয়ন্ত্রন করছে তানজিল গাজীসহ ৫-৬ জন। সন্ধ্যা নেমে আসার সাথে সাথেই এদের কর্মকান্ড শুরু হয়। ওই সড়কে ছিনতাই, চাঁদাবাজি ও চুরির সাথে জড়িত এরা। কিশোর গ্যাং তানজিলের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। ফেরিঘাট থেকে লঞ্চঘাট এলাকার নিয়ন্ত্রন করছে অভিসহ ৪-৫ জন। এই গ্রুপ সঙ্গবদ্ধ হয়ে প্রায়ই মারধরে লিপ্ত হয়। সাকিব প্লাজা থেকে একে স্কুল সড়ক এলাকা নিয়ন্ত্রন করছে বেল্লাল হোসেনসহ ৪-৫ জন। এবিএম চত্ত্বর,পুরাতন বাজার ও পুরাতন লঞ্চঘাট এলাকা নিয়ন্ত্রন করছে মেহেদী, জাকার, তৌকির, হাসান, রাকিবসহ ১০-১২ জন। এমইউ স্কুল, বিআরডিবি অফিস এবং মিঠাবাজার এলাকার নিয়ন্ত্রন করছে রবিউল ও রাকিবসহ ৫-৭ জন। এম ইউ স্কুল মোড়ে মেয়েদের উত্যক্ত করা ও উপজেলা পরিষদের অভ্যান্তরে মাদক সেবনের মিলন মেলা বসায় তারা। পৌর শহরের সাতটি কিশোর গ্যাংদের একছত্ত নিয়ন্ত্রন করছে লিডার মোঃ ইসফাক আহম্মেদ তোহা ও শাহাবুদ্দিন শিহার। অভিযোগ রয়েছে ওই দুই কিশোর গ্যাং লিডারকে নিয়ন্ত্রন করছে প্রভাবশালী একটি মহল । গত এক মাসে কিশোর গ্যাং লিডাররা বেশ কয়েকটি মারধরের ঘটনা ঘটিয়েছে। গত ২৮ এপ্রিল রাতে আমতলী উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি সাবেক কাউন্সিলর মোঃ মোয়াজ্জেম হোসেন খাঁনকে কিশোর গ্যাং লিডার মোঃ ইসফাক আহম্মেদ তোহার নেতৃত্বে ১০-১২ জন কিশোর গ্যাং হাতুড়ি পেটা করে ৮৬ হাজার টাকা. দামী মোবাইন ও স্বর্নের চেইন ছিনতাই করে। এ ঘটনায় মামলা হলেও কিশোর গ্যাং লিডার তোহা ও তার সহযোগীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এমন অভিযোগ সাবেক কাউন্সিলর মোয়াজ্জেম খাঁনের। গত ১৮ মে আমতলী সরকারী কলেজের ছাত্র রাহাত মৃধা, তার ভাই ফয়সাল মৃধা, বেলাল হোসেন বাপ্পি, তার মামা সেলিম ও কালুকে ডেকে নিয়ে কিশোর গ্যাং লিডার মোঃ শাহাবুদ্দিন শিহাব, ইমরান মোল্লা, নোমান মোল্লা, মিরাজুল ইসলাম মিরাজ ও মেহেদীসহ ১০-১৫ জনে ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে। গত রবিবার বটতলার কিশোর গ্যাং নাদিম, জাহিদুল ইসলাম ও জিনানসহ ১০-১২ জন স্থানীয় সিদ্দিকুর রহমান মুন্সি তার স্ত্রী হোসনেয়ারা ও ছেলে আল খালিদ রিসানকে মারধর করেছে। কিশোর গ্যাংরা অপকর্ম করে বেড়ালেও রাজনৈকিক নেতাকের আশির্^বাদে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ীসহ কয়েকজন বলেন, কিশোর গ্যাং লিডার মোঃ ইসফাক আহম্মেদ ত্বোহা, শাহাবুদ্দিন শিহাব ও তার দলবলের অত্যাচার নির্যাতনে পৌর শহরের ব্যবসায়ী ও সাধারণ মানুষ অতিষ্ট। কিশোর গ্যাংরা মাদক সেবন, চুরি, ছিনতাই, মারধরসহ নানা অপরাধে জড়িত। এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবী জানান তারা।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, কিশোর গ্যাং লিডার মোঃ ইসফাক আহম্মেদ ত্বোহা ও শাহাবুদ্দিন শিহাবসহ বেশ কয়েকজনের নামে মামলা হয়েছে। কিশোর গ্যাংদের গ্রেফতার করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বরগুনায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় প্রস্তুতি

বরগুনায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি-বেসরকারি পর্যায়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, নির্বাহী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল, সিভিল সার্জন বরগুনা, উপ-পরিচালক সিপিবি, পৌরসভার মেয়রসহ জেলা পর্যায়ের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জেলা ত্রাণ কর্মকর্তা জানান, ৬টি উপজেলায় ৬৪২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ১ কোটি ২১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা মজুদ আছে, যা হতে ইতিমধ্যে উপজেলা ও পৌরসভায় বিভাজন করে দেওয়া হয়েছে। এছাড়া ৩৫৭ মেট্রিক টন চাল মজুদ আছে। শিশু খাদ্য এবং গো-খাদ্য বাবদ ১২ লাখ টাকা রয়েছে।

 

সিভিল সার্জন ডা. মারিয়া হাসান জানান, ৪৫টি মেডিকেল টিম ৬টি উপজেলায় প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া বিশেষ টিম রয়েছে ৭টি। সিপিবি, রেড ক্রিসেন্ট ও এনজিওসহ উপকূলীয় এলাকায় সাড়ে ৭ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, আজ দুপুর ১২টা পর্যন্ত নদীর পানি বিপদ সীমার ৪৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ২৯ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে। তাৎক্ষণিক ভেঙে গেলে বেড়িবাঁধ সংস্কারের জন্য ৬টি টিম নির্মাণ সামগ্রীসহ প্রস্তুত রাখা হয়েছে।

জোয়ারের পানির চাপ বৃদ্ধি পাওয়ায় পাথরঘাটার পদ্মা, বরগুনার বুড়িরচর ইউনিয়নের বেড়িবাঁধ উপচে পানিতে কয়েকটি গ্রাম ছাড়াও বরগুনায় বেতাগী, বামনা, পাথরঘাটা, আমতলি ও তালতলীতে বেড়িবাঁধের বাইরে অবস্থিত কয়েক হাজার বসতবাড়ি তলিয়ে আছে। বিশেষ করে বেড়িবাঁধের বাইরে অবস্থিত পরিবার জোয়ারের পানিতে অসহায় অবস্থায় রয়েছে। নতুন করে এখন পর্যন্ত কোনো বেড়িবাঁধ ভেঙে না গেলেও ঝুঁকিতে থাকা বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।