বরগুনায় তলিয়ে আছে বীজতলা ও আউশ ধানের ক্ষেত

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাসে বরগুনায় বেড়িবাঁধ ভেঙে এখনো তলিয়ে আছে আউশের বীজতলাসহ রোপিত আউশ ধানের ক্ষেত। বরগুনা সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এসব দৃশ্য।

বরগুনার গৌরিচন্না ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের ৪১/সি-বি পোল্ডারের বেড়িবাঁধ ভেঙে সুইজ ছুটে যাওয়ায় ছোট গৌরিচন্না গ্রামের শতাধিক কৃষকের আউশ বীজতলা ও আউশ ধান ক্ষেত এখনো পানিতে তলিয়ে আছে।

ছোট গৌরিচন্না গ্রামের প্রান্তিক কৃষক আসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বেড়িবাঁধ ভেঙে যে পানি উঠেছে, সেই পানি নেমে যাওয়ার কোনো জায়গা না থাকায় তিনদিন যাবৎ আমাদের বীজতলাসহ আউশ ক্ষেত পানিতে ডুবে আছে। আর ২/৩ দিন এভাবে থাকলে বীজ পচে যাবে। আমরা কৃষকরা ঋণ নিয়ে বীজতলা তৈরিসহ চাষাবাদ করছি। ধান না পেলে ঋণ শোধ দূরের কথা, পরিবার নিয়ে কষ্টে কাটাতে হবে।

 

বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, যে সকল জমিতে পানি আটকে আছে, ওইসব জমি থেকে ২/১ দিনের মধ্য পানি সরানো না গেলে কৃষকরা ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *