কলাপাড়ায় উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালীর কলাপাড়ায় জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী যুব সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহযোগিতায় এই কর্মশালা আয়োজন করা হয়।

পটুয়াখালী পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. মো. জসিম উদ্দিন মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, সহ-সভাপতি অধ্যক্ষ শহীদুল ইসলাম বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা, কলাপাড়া প্রেসক্লাব’র সাবেক সভাপতি মেজবা উদ্দিন মান্নু প্রমুখ।

এ কর্মশালায় উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলিয়াছ খান রানার

দুমকিতে করোনার প্রাদুর্ভাব রোধে শিক্ষা প্রতিষ্ঠানে ইনফ্রারেড থার্মোমিটার ও প্যাডেল বিন বিতরণ

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি :
দুমকী উপজেলা পরিষদ কর্তৃক করোনা প্রাদুর্ভাব রোধে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইনফ্রারেড থার্মোমিটার ও প্যাডেল বিন বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগ ও জাইকার আর্থিক সহযোগিতায় দুমকি উপজেলা নির্বাহি অফিসার শেখ আব্দুল্লাহ সাদিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়শনের সভাপতি ও দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ হাওলাদার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, ইউজিডিপি উপজেলা উন্নয়ন সহায়ক মেহেদী হাসান প্রমুখ। উল্লেখ্য দুমকি উপজেলার সবকটি প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসায় ইনফ্রারেড থার্মোমিটার ও পেডেল বিন প্রদান করা হয়।

স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্র কুয়াকাটা, খুলে দেয়ার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

এস এম আলমাস, মহিপুর কুয়াকাটা( প্রতিনিধি):
ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত উপকূল ঘেঁষা পর্যটন কেন্দ্র কুয়াকাটাকে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)।
২ই জুন (বুধবার) বেলা ১২ টায় টোয়াকের একটি প্রতিনিধি দল কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক’র হাতে এ স্মারকলিপি প্রদান করেন।
করোনার দ্বিতীয় ডেউ যখন বাংলাদেশে আঘাতহানে তার’ই ধারাবাহিকতায় গত ১ই এপ্রিল ২০২১ পর্যটন নগরী কুয়াকাটাকে বন্ধ ঘোষনা করেন সরকার। তার পরবর্তী সময় থেকে কুয়াকাটায় হোটেল, মোটেল, রেস্টুরেন্ট সহ সকলপ্রকার প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
টোয়াকের প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, কুয়াকাটায় পর্যটন শিল্পের সাথে জড়িত প্রায় ৫ হাজার মানুষ কর্মহীন দিন কাটাচ্ছে, প্রতিটি মানুষ কষ্টে দিন কাটাচ্ছে, তাই আমরা আজ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর কুয়াকাটা পর্যটন কেন্দ্রকে খুলে দেয়ার দাবিতে কুয়াকাটার সর্বস্তরের পর্যটন ব্যবসায়ীদের পক্ষে এই স্মারকলিপি প্রদান করা হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক বলেন টোয়াকের একটি প্রতিনিধি দল কলাপাড়া কুয়াকাটার সকল পর্যটন ব্যাবসায়ীদের পক্ষে স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্রকে খুলে দেয়ার দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি আমার কাছে পেশ করেছেন। স্মারকলিপিটি আমি প্রধানমন্ত্রীর কার্যালয় পাঠানোর ব্যাবস্থা করবো।

কলাপাড়ায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে মাদ্রাসার অফিস সহকারীর মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর গ্রামে পানি উত্তোলনের মর্টার চালু করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৌলভী আরিফ বিল্লাহ মুন্সী (২৭) নামে এক যুবক মারা গেছে। নিহত আরিফ কলাপাড়ার দক্ষিণ দৌলতপুর সালেহিয়া ইসলামিয়া মাদ্রাসার অফিস সহকারী ও একই গ্রামের আবু তাহের মুন্সীর ছেলে। মঙ্গলবার বেলা ১১টায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতের ভাতিজা আনোয়ার হোসেন জানান, ঘটনার সময় নিজ ঘরে পানি উত্তোলনের মর্টার চালিয়ে পানি উত্তোলন করতে মর্টার চালু করতে গিয়ে অসাবধানবসত সে বিদ্যুতায়িত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাহিন হাওলাদার তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আনার আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসক জানান।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। তবে পরিবারের কোন আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মহিপুরে দায়িত্বরত অবস্থায় পুলিশের এসআইয়ের মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীর মহিপুরে দায়িত্বরত অবস্থায় সাইদুর রহমান (৪৪) নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ জুন) পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর থানায় এ ঘটনা ঘটে। সাইদুর রহমানের বাড়ি বরিশাল সদরের উত্তর সাগরদী গ্রামে।

পুলিশ জানায়, সকাল ৮টার দিকে থানার ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন শেষে পরবর্তী ডিউটি অফিসারকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সময় এসআই সাইদুরের বুকে ব্যথা শুরু হয়। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জে এইচ খান লেলিন বলেন, হার্ট অ্যাটাক করে এসআই সাইদুরের মৃত্যু হয়েছে।

কলাপাড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী পালিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপি এ উপলক্ষে রবিবার সন্ধ্যা ৭টায় সবুজবাগ বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম তালুকদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি অধ্যাপক মোস্তাফিজুর রহমান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র নেতা আলহাজ্ব মো: নুরুল হক মুন্সী, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক খলিলুর রহমান চুন্নু, উপজেলা বিএনপির সমাজসেবা সম্পাদক বাবুল আখতার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মিরাজ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ভেন্ডার, পৌর মৎস্যজিবি দলের আহবায়ক বশির ,উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সোহাগ আকন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাসান, শফিকুল ইসলাম প্রমুখ। সভা সঞ্জালন করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাসেল মোল্লা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের নেতা মাওলানা নুরুল হক মুন্সী।

দুমকিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি:
দুমকিতে মামার বাসায় বেড়াতে এসে ছাদে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাদ্রাসার হেফজ বিভাগগের ছাত্রী উম্মে হাবিব ( ১০) নামক এক বালিকার মৃত্যু হয়েছে। শনিবার ১২টায় এ বিদ্যুৎপৃষ্ঠের ঘটনা ঘটলে মেয়েটিকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়।পরে সেখান থেকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করলে রবিবার রাতে মেয়েটির মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী জানায়,দুমকি থানা ব্রীজের পূর্ব পাশে খন্দকার বাড়ির সামনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মচারী আব্দুস সত্তার খান পল্লী বিদ্যুৎ লাইনের নিচে ভবন তৈরি করে। সেই ভবনের ভারাটিয়া মোঃ সাইদুর রহয়ানের বাসায় মা ও মেয়ে বেড়াতে আসে শনিবার দুপুরে মেয়েটি ছাদে উঠলে এ বিদ্যুৎপৃষ্ঠ এর ঘটনা ঘটে। উম্মে হাবিবা বরিশাল একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রী ২৫ পারা কোরআন শরীফের হাফেজ। দুমকি পল্লী বিদ্যুতের ইঞ্জিনিয়ার মোঃ জামাল উদ্দিন বিশ্বাস বলেন, আমরা পল্লী বিদ্যুৎ থেকে লাইনটি সরিয়ে নেয়ার জন্য বারবার বলেছি কিন্তু তারা জায়গা দেন নাই, এবং সত্তার সাহেবের টিনের ঘরটি ভেঙ্গে দিতে বলেছিলাম বিদ্যুতের খুটি বসানোর জন্য তাও তিনি ভেঙ্গে দেন নাই।

কলাপাড়া স্থায়ী বেড়িবাঁধের নির্মাণের দাবিতে মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী):
ত্রাণ চাই না, বাঁধ চাই, প্রধান মন্ত্রী আপনি আমাদের বাচাঁন। এমন দাবি নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন করেছে পানিবন্দী দশায় থাকা ভুক্তভোগী পরিবারের সদস্যরা। শনিবার দুপুর ১ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমার ও পূর্বসোনাতলা গ্রামের মাঝখানে ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে বিধ্বস্ত বেড়িবাঁধের উপর ঘন্টাব্যপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার কয়েক শত নারী, পুরুষ ও শিশুরা অংশগ্রহন করে। এসময় বক্তব্য রাখেন, অ্যাভোকেট আবুল হোসেন, মাওলানা মো. আবুল কালাম, মাছ চাষি নাজমুল হাসান, মাওলানা ছিদ্দিকুর রহমান। নারীদের মধ্যে বক্তব্য রাখেন, গৃহবুধু মরিয়ম বেগম, জেলে বধু শাহানারা বেগম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন প্রতিবছর বন্যা অথবা জলোচ্ছাসে আমাদের গ্রাম প্লাবিত হয়। এসময় তলিয়ে যায় মাছের ঘের, পুকুর এবং ঘরবাড়ি। তাই ত্রান নয় বাঁধ নির্মান এখন সময়ের দাবী। মানববন্ধনে অংশগ্রহনকারীরা এক যোগে প্রধান মন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।

পর্যটনকেন্দ্র খুলে দেয়ার দাবিতে কুয়াকাটায় টোয়াকের মানববন্ধন

এস এম আলমাস, কুয়াকাটা:
পর্যটন শিল্প ও পর্যটন বিনিয়োগকারীদের বাঁচাতে স্বাস্থ্যবিধি মেনে পর্যটন চালু রাখার দাবিতে কুয়াকাটায় ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর আয়োজনে আজ বিকেল ৪ টায় মানববন্ধন এর আয়োজন করা হয়।
উক্ত মানববন্ধনের  সভাপতিত্ব করেন টোয়াক’এর প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার।
মানববন্ধনে বক্তব্য রাখেন নাসির উদ্দীন বিপ্লব সভাপতি কুয়াকাটা প্রেসক্লাব, কাজী সাঈদ সাধারণ সম্পাদক কুয়াকাটা প্রেসক্লাব, আনোয়ার হোসেন আনু সেক্রেটারি জেনারেল টোয়াক, টোয়াকের অন্যতম সদস্য জহিরুল ইসলাম মিরন সহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল ব্যাবসা প্রতিষ্ঠান, শিল্প কল কারখানা চালু থাকলেও পর্যটন শিল্প বন্ধ থাকায় চরম সংকটে ব্যবসায়ীরা। তাই অনতিবিলম্বে আমাদের পর্যটন শিল্পকে খুলে দিতে হবে এবং পাশাপাশি সরকারের কাছে আবেদন পর্যটন ব্যবসায়ীদেরকে সহজ পদ্ধতিতে প্রণোদনা দিতে হবে।
করোনার দ্বিতীয় ডেউ যখন বাংলাদেশ আঘাতহানে তখনই গত ১ এপ্রিল ২০২১ কুয়াকাটায় পর্যটন সংশ্লিষ্ট সকল ব্যাবসা প্রতিষ্ঠান সরকারের নির্দেশনায় বন্ধ ঘোষণা করা হয়।
মানববন্ধনে আরো অংশগ্রহণ করেন ট্যুর গাইড, হোটেল ব্যবসায়ী, রেস্টুরেন্ট ব্যবসায়ী, ট্যুরিস্ট বোট এসোসিয়েশন, স্পিড বোট, শুঁটকি মার্কেট সমবায় সমিতি, মটর গাইড, বিচ ম্যানেজমেন্ট ফিস ফ্রাই, ঝিনুক ব্যাবসায়ীসহ সকল ব্যাবসায়ীবৃন্দ।

কলাপাড়ায় ২ লাখ ৪০ হাজার বাগদার রেণু জব্দ

পটুয়াখালীর কলাপাড়ায় ২৪টি ড্রাম ভর্তি ২ লাখ ৪০ হাজার বাগদা রেণু জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। উপজেলার নিজামপুর কোস্টগার্ড স্টেশনের টহলরত সদস্যরা শনিবার সকাল ৬টায় কলাপাড়া চাকামইয়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ট্রাকসহ এসব বাগদার রেণু জব্দ করেন।

পরে সকাল ৯টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতে জব্দকৃত বাগদা রেণু হাজীপুরে সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়। এছাড়া ট্রাক ড্রাইভারের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে নিজামপুর কোস্টগার্ডের স্টেশন সূত্রে জানা গেছে।

এদিকে কলাপাড়ার আলীপুর, মহিপুর, ধুলাসার ও কুয়াকাটা এলাকার একটি চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানের মাছের ঘেরে অবৈধভাবে ধরা রেণু পোনা রাতের আঁধারে পাচার করে আসছে বলে অভিযোগ রয়েছে।